নারী নির্যাতনের তদন্তে মহিলা থানার সঙ্গে অন্য থানাও
হিলা থানা গড়া হলেও নারী নির্যাতনের অভিযোগ জমা পড়লে আগের মতো আসানসোল মহকুমার বাকি থানাগুলিও তার তদন্ত করতে পারবে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “মহকুমা জুড়ে এ ধরনের সমস্ত অভিযোগের তদন্ত করার মতো পর্যাপ্ত অফিসার মহিলা থানায় নেই। সেই কারণে সব থানাই ওই তদন্ত করতে পারবে। আমরা আরও কনস্টেবল এবং অফিসার চেয়ে সরকারের কাছে ইতিমধ্যেই আর্জি জানিয়েছি।’’
গোটা আসানসোল মহকুমার নারী নির্যাতন সংক্রান্ত মামলার তদন্তের অধিকার দেওয়া হয়েছে ওই মহিলা থানাকে। পুলিশের মধ্যেই একাংশ প্রশ্ন তুলেছেন, স্থানীয় থানা যদি একই রকম তদন্ত করতে পারে তা হলে মহিলা থানা থেকে যাঁর বাড়ি ১০-১২ কিলোমিটার দূরে, তিনি কি এত দূরে এসে আদৌ অভিযোগ জানাবেন। রাজ্যের এক পুলিশকর্তা বলেন, “সবে তো থানা চালু হল। কিছু দিন না গেলে সমস্যাগুলো বোঝা যাবে না।”
আসানসোলের মহিলা থানা। ছবি: শৈলেন সরকার
বছরের প্রথম দিনে আসানসোল আদালত সংলগ্ন এলাকায় ওই থানার উদ্বোধন করেন রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটক। ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শীষরাম ঝাঝরিয়া জানিয়েছেন, আসানসোল মহকুমায় মহিলা সেল থাকলেও তাদের মামলা রুজু করার অধিকার ছিল না। তারা কেবল নারী নির্যাতন সংক্রান্ত মামলার তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শাস্তির সুপারিশ করতে পারত।
এখন থেকে মহিলা থানার পুলিশকর্মীরা মামলা দায়ের করে প্রয়োজনে অভিযুক্তকে গ্রেফতারও করতে পারবে।
১ সেপ্টেম্বর কমিশনারেট তৈরি হওয়ার পরে আসানসোল মহকুমার বিভিন্ন থানায় ১২৩০টি অভিযোগ দায়ের হয়েছে। এর মধ্যে ২৪০টি নারী নির্যাতন সংক্রান্ত। এত বিপুল সংখ্যক মামলার তদন্ত করার মতো লোকবল নেই মহিলা থানায়। এমনকী, অনুমোদিত সব পদেও লোক নেই। পুলিশ সূত্রের খবর, ওসি-কে বাদ দিয়ে আট জন করে সাব ইনস্পেক্টর (এসআই) ও অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (এএসআই) এবং ৩০ জন কনস্টেবল চেয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ। মিলেছে চার জন এসআই, এএসআই এবং ২৮ জন মহিলা কনস্টেবল। তাই দিয়েই কাজ শুরু করেছে রাজ্যের একমাত্র মহিলা থানা। মহিলা থানার ওসি ২০০৪ সালের সাব ইন্সপেক্টর শম্পা বসু। এক সময় তিনি আসানসোল দক্ষিণ থানার অধীন মহিলা সেলে কর্মরত ছিলেন। পুলিশ কমিশনার বলেন, নারী নির্যাতনই শুধু নয়, মহকুমার যে কোনও থানায় মহিলা পুলিশের দরকার হলে এই থানার পুলিশ কর্মীদের পাওয়া যাবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.