টুকরো খবর |
স্কুলের ঘর, প্রতীক্ষালয় গড়ে দিল ডিএসপি
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
দীর্ঘ দিন ধরেই পরিকাঠামোর অভাবে ধুঁকছিল দুর্গাপুরের অমরাবতীর ‘ইনস্টিটিউট অফ হিয়ারিং হ্যান্ডিক্যাপড’। শ্রেণিকক্ষের অভাবে পঠন-পাঠনের কাজ ব্যাহত হচ্ছিল। শেষ পর্যন্ত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ (ডিএসপি) স্কুলের পরিকাঠামো উন্নয়নে এগিয়ে আসেন। সম্প্রতি সংস্থার সিইও পিকে বাজাজ নতুন চারটি শ্রেণিকক্ষের উদ্বোধন করেন। ওই প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, ১৯৮৬ সালে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে রাজ্য সরকারের জনশিক্ষা সম্প্রসারণ দফতরের পদ্ধতি মেনে বধিরদের পড়াশোনা করানো হয়। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানে। অষ্টম শ্রেণি উত্তীর্ণ পড়ুয়ারা এর পরে সাধারণ স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায়। বর্তমানে পড়ুয়ার সংখ্যা ৮০ জন। শ্রেণিকক্ষের অভাবের কথা কর্তৃপক্ষ জানিয়েছিলেন ডিএসপি কর্তৃপক্ষকে। কমিউনিটি সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় ডিএসপি কর্তৃপক্ষ ওই প্রতিষ্ঠানে চারটি নতুন শ্রেণিকক্ষ, অভিভাবকদের জন্য প্রতীক্ষালয় এবং শৌচাগার গড়ে দেন। সম্প্রতি সেগুলির উদ্বোধন করেন সংস্থার সিইও পিকে বাজাজ। উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য আধিকারিকরা। সিইও জানান, এলাকার উন্নয়নে ডিএসপি নানা ধরনের পদক্ষেপ করে থাকে। এটিও তেমনই এক উদ্যোগ। |
ধর্মস্থান এড়িয়ে সম্প্রসারণে ইস্কো
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
গ্রামবাসীদের বাধায় মাসখানেক বন্ধ থাকার পরে সোমবার থেকে শুরু হল ইস্কো স্টিল প্ল্যান্টের সম্প্রসারণের কাজ। বাসিন্দাদের দাবি মেনে ধর্মস্থানে নির্মাণ না করার প্রতিশ্রুতি দিয়েছেন ইস্কো কর্তৃপক্ষ। দুপুরে গ্রামবাসীদের সঙ্গে বৈঠকের পরে আসানসোলের পুরুষোত্তমপুরে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়েছে। সমস্যার সূত্রপাত হয়েছিল মাসখানেক আগে। সম্প্রসারণ এলাকায় পড়ে যাওয়া ধর্মস্থান অন্যত্র সরানোর প্রস্তাব দেয় ইস্কো। প্রথমে তাতে সম্মত হলেও পরে পাঁচিল দেওয়ার সময় চাকরির দাবি তুলে কিছু লোকজন বেঁকে বসেন। কাজ বন্ধ হয়। সোমবার ওই এলাকায় ফের পাঁচিল তুলতে যান কারখানা কর্তৃপক্ষ। কাজ শুরু হতেই কয়েকশো গ্রামবাসী জড়ো হন। চাপের মুখে ওই ধর্মস্থান ছেড়ে কাজ শুরু করার রাস্তা নেয় ইস্কো। |
ন্যায্য পাওনার দাবি শ্রমিকদের
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ঠিকা শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে আইএনটিইউসি অনুমোদিত ঠিকাদার মজদুর ইউনিয়ন। এ বিষয়ে রানিগঞ্জের জেকে নগর প্রজেক্ট এলাকায় আলোচনাচক্র আয়োজিত হয় সোমবার। উপস্থিত ছিলেন আইএনটিইউসি অনুমোদিত আইএনএমএফ-র সম্পাদক বিকে দাস জানান, এই সাতগ্রাম এরিয়াতেই জেকে নগর প্রজেক্টের ঠিকা শ্রমিকেরা ১৪০ টাকা দৈনিক মজুরি পান। স্থায়ী কর্মীর সমান কাজ করেও চিকিৎসাজনিত বা দুর্ঘটনাজনিত কোনও ক্ষতিপূরণ মেলে না। এরিয়ার অন্য কোলিয়ারিতে ১২০ টাকাও মজুরি দেওয়া হয়। এই বৈষম্য দূর করতে, ঠিকা কর্মীদের ‘ক্যাটাগরি ১’-র মজুরির দাবিতে তাঁরা বৃহত্তর আন্দোলন করবেন। |
কেন্দায় ভাতা চেয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
একশো দিন প্রকল্পের কাজ চালু, ন’মাস ধরে বন্ধ থাকা বার্ধক্য, বিধবা ভাতা প্রদান, বেহাল নিকাশি ব্যবস্থার সংস্কার-সহ একগুচ্ছ দাবিতে সোমবার কেন্দা পঞ্চায়েত কার্যালয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল। দলের নেতা অনুপ বন্দ্যোপাধ্যায় জানান, মূল সমস্যা পানীয় জল। বেহাল পরিষেবা নিয়ে বার বার আবেদন জানিয়েও কোনও ফল হয়নি। এ বার বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে তাঁরা প্রধানকে জানিয়েছেন। বিক্ষোভ শেষে প্রধানের হাতে তাঁরা স্মারকলিপি তুলে দেন। পঞ্চায়েত প্রধান শুক্লা বাউরি জানান, পরিষেবা নিয়ে সমস্ত অভিযোগ ঠিক নয়। তবে যেগুলি নিয়ে সমস্যা রয়েছে, তার সমাধানের চেষ্টা করবেন তাঁরা। |
২১ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
পাচার করা ২১ মেট্রিক টন কয়লা বাজেয়াপ্ত করেছে ফরিদপুর (লাউদোহা) থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, সোমবার হেতেডোবা মাঝিপাড়ার কাছে চারটি মোটরবাইকে করে কয়লা পাচার করছিল এক দল দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। উদ্ধার হয় ২১ মেট্রিক টন কয়লা। পুলিশের হাত থেকে বাঁচতে বাইকগুলি ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজ চলছে। |
খনিতে আগুন
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নিউ কেন্দা কোলিয়ারির ৪ নম্বর পিটের ৩৮ নম্বর ডিপের ৮/১৩ নম্বর লেভেলে আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ইসিএলের কারিগরি সচিব নীলাদ্রি রায় জানান, আগুন লাগার ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। ওই জায়গাটি ঘিরে দেওয়া হয়েছে। তবে ইসিএলের সীতারামপুর রেসকিউ স্টেশনের কর্মীদের একাংশের মতে, কর্তৃপক্ষের উন্নাসিকতায় এমন ঘটনা ঘটেছে। এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারেন না। |
জলে ডুবে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বুদবুদ |
জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার বুদবুদ থানার বলরামপুরডাঙা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বুধন মুর্মু (৫০)। বাড়ি স্থানীয় কোটা অঞ্চলের ফুলেপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে খালে মাছ ধরতে গিয়ে তলিয়ে যান তিনি। বাসিন্দারা খালে নেমে খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। শেষ পর্যন্ত বুদবুদ থানার পুলিশ এক মাছ ব্যবসায়ীর সহযোগিতায় টানা জাল দিয়ে বুধনবাবুর দেহ উদ্ধার করে। |
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
বাবার শ্রাদ্ধের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশ জানায়, মৃতের নাম দিলীপ মুখোপাধ্যায় (৫২)। বাড়ি আসানসোল উত্তর থানার শীতলা গ্রামে। রবিবার রাতে বাড়ি ফেরার সময়ে কাল্লা মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কে একটি ডাম্পারের পিছনে তাঁর মোটরবাইকটি ধাক্কা মারে। দুর্গাপুরের নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। |
অনূর্ধ্ব ১৭ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল অআকখ কালচারাল ক্লাব। তারা ডিসিআরসি মাঠে ফাইনালে ভারতী ভলিবল ক্লাবকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায়। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় ভলিবল ক্লাবের হয়ে কৌশিক সেনগুপ্ত গোল করে দলকে এগিয়ে দেন। কিন্তু ৬ মিনিটের মধ্যে সেই গোল শোধ করে দেন প্রতিপক্ষের গোলাপ সিংহ। যৌথভাবে ম্যাচের সেরা হন ভলিবল ক্লাবের কৌশিক সেনগুপ্ত ও চ্যাম্পিয়ন দলের অমরদীপ বাউরি। উপস্থিত ছিলেন ডিসিএলের ডিরেক্টর ইনচার্জ সুব্রত মুখোপাধ্যায়, মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক দেবাশিস পাল ও রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ বন্দ্যোপাধ্যায়। ম্যাচটি পরিচালনা করেন অজয় বিশ্বাস, সন্দীপ মুখোপাধ্যায়, জিতেন রুইদাস ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়। |
স্মৃতি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
জামগ্রাম বিদ্রোহী সঙ্ঘ আয়োজিত মানিক উপাধ্যায় স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় সোমবারের খেলায় জয়ী হল দোমহানি একাদশ। তারা গৌরাণ্ডি তাজ এসসি-কে ৪০ রানে হারায়। প্রথমে ব্যাট করে দোমহানি একাদশ ১২৮ রান তোলে। জবাবে ৮৮ রানে সব উইকেট হারায় গৌরাণ্ডি। ব্যাটে ২৯ রান ও বলে একটি উইকেট নিয়ে ম্যাচের সেরা বিজয়ী দলের গোপী শর্মা। |
দুর্ঘটনায় মৃত্যু |
বাবার শ্রাদ্ধের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল দিলীপ মুখোপাধ্যায় (৫২) নামে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, তাঁর বাড়ি আসানসোল উত্তর থানার শীতলা গ্রামে। |
|