উড়ে আসা বোমায় জখম হলেন এক মহিলা। সোমবার সকালে আউশগ্রামের পিচকুড়ি গ্রামের ঘটনা। মৃতার পরিবারের তরফে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এমন ঘটনা বলে দাবি করা হলেও পুলিশ জানায়, জমি নিয়ে বিবাদেই সংঘর্ষ হয়।
ঘটনায় জখম হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন মেহমুদা বিবি। বোমা ফেটে তাঁর পা জখম হয়েছে। জখমের বড় ছেলে নুর আলম মোল্লার দাবি, “গ্রামে তৃণমূল সমর্থক দুই গোষ্ঠীর মধ্যে রবিবার রাত থেকেই বোমাবাজি চলছিল। সোমবার সকালে বাড়ির পাঁচিল টপকে এসে পড়ে একটি বোমা। মা তখন জল তুলছিলেন। বোমা ফেটে মা আহত হন।” |
পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে এই বোমাবাজিতে মোট তিন জন আহত হয়েছে। তাঁদের মধ্যে ওই মহিলার আঘাত গুরুতর। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে ঝামেলা হয়। ওই সংঘর্ষ রাজনৈতিক নয়। বোমাবাজির পরে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। তাদের খুঁজে বের করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।”
স্থানীয় তৃণমূল নেতৃত্ব অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের ওই অভিযোগ অস্বীকার করেছেন। |