l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
Content on this page requires a newer version of Adobe Flash Player.
বিএলএলআরও দফতরে ভাঙচুর,
অভিযুক্ত তৃণমূল নেতা
নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা
জমি সংক্রান্ত একটি আবেদনপত্র দেওয়ামাত্র গৃহীত না-হওয়ায় শুক্রবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে (বিএলএলআরও) যথেচ্চ ভাঙচুর, জরুরি কাগজপত্র তছনছ এবং আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দেগঙ্গার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। হুমায়ুন রেজা চৌধুরী নামে ওই তৃণমূল নেতা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় কালিয়ানি বিলের একটি জমি নিয়ে বেড়াচাঁপায় বিএলএলআরও অফিসে শুনানি চলছিল। বিকাল সাড়ে ৩টে নাগাদ মন্টু সর্দার নামে এক যুবককে সঙ্গে নিয়ে ওই অফিসে আসেন হুমায়ুন রেজা চৌধুরী। তাঁর কাছে জমি সংক্রান্ত একটি আবেদনপত্র ছিল। অভিযোগ, তিনি নিয়ম মেনে আবেদন করেননি। সে কথা জানানোয় হামলা চালান তিনি। পুলিশ ঘটনাস্থলে আসে। তার আগেই অবশ্য হুমায়ুন রেজা চৌধুরী সঙ্গীকে নিয়ে চলে যান। বিএলএলআরও দফতর জানিয়েছে, সম্প্রতি জমি সংক্রান্ত কয়েকটি বিষয়কে ঘিরে দফতরে হাঙ্গামার ঘটনা ঘটে। সকলেই দ্রুত কাজ চান।
বিস্তারিত...
শৌচালয়ের জলের ‘ভরসাতেই’
ব্যবসা চলছে মার্কেট কমপ্লেক্সে
পীযূষ নন্দী • আরামবাগ
দু’পা অন্তর মার্কেট কমপ্লেক্স। বাদবাকিটা সব্জিবাজার। দুপুরে ঘণ্টা দুই ছাড়া পাইকারি আর খুচরো ক্রেতাদের ভিড়। কিন্তু আগুন লাগলে চটজলদি নেভানোর কোনও ব্যবস্থা নেই। দমকলের গাড়ি ঢোকার পথও বন্ধ। পুরসভার মাকের্ট কমপ্লেক্সগুলির অবস্থাও তথৈবচ। জলের ব্যবস্থা বলতে শুধুই শৌচাগার অথবা পানীয় জলের সরু ট্যাপ কল। এক একটি মার্কেট কমপ্লেক্সে দু’টি করে মগ আর বালতিই ভরসা। নেই অগ্নি নির্বাপক সিলিন্ডার। আমরি-কাণ্ডের পর থেকে দমকল দফতরের পথ চেয়ে বসে আছেন মার্কেট কমপ্লেক্স কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কিন্তু কোনও সহযোগিতা এখনও পাচ্ছেন না তাঁরা। মহকুমাশাসক অরিন্দম নিয়োগী জানান, “প্রাথমিক তদন্তে জানা গেছে, নার্সিংহোম, মার্কেট কমপ্লেক্স ইত্যাদি বহু ক্ষেত্রেই আগুন-বিধি সংক্রান্ত পরিকাঠামো নেই। বহুতল বাড়ির প্রতিটি তলায় জলের লাইন, অগ্নি নির্বাপক সিলিন্ডার রাখতে হবে। তা নিয়মিত ‘রিফিল’ও করতে হবে। বিদ্যুতের তারের সংস্কার করতে হবে।” আরামবাগ দমকল স্টেশন অফিসার সুনীতরঞ্জন চক্রবর্তী জানান, “আমাদের লোকবল কম। মহকুমাশাসকের নির্দেশ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে একে একে যাব।”
বিস্তারিত...
কলকাতার কথকতা নিয়ে
দুই সিপিএম সদস্যের ভোটে প্রধান তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • খণ্ডঘোষ
সিপিএম সদস্যদের ভোটে প্রধান নির্বাচিত হলেন পঞ্চায়েতের একমাত্র তৃণমূল সদস্য। খণ্ডঘোষের শাঁখারি ১ পঞ্চায়েতে শুক্রবার ছিল প্রধান নির্বাচনের দিন। ৪-৩ ভোটের ব্যবধানে জিতে প্রধান হয়েছেন তৃণমূল সদস্য সমীর ঘোষ। এ দিন বিডিও-র এক প্রতিনিধির প্রতিনিধির উপস্থিতিতে এই ফল প্রকাশ করা হয়। ২০০৮ সালের এই পঞ্চায়েতের মোট ১১টি আসনের মধ্যে ৮টি আসনে জয়ী হন সিপিএম প্রার্থীরা। একটি করে আসন পায় তৃণমূল, পিডিসিআই এবং নির্দল। বোর্ড গঠন করে সিপিএম। প্রধান হন ওই দলের মহম্মদ ইসলাম। কিন্তু কিছু দিন আগে পদত্যাগ করেন তিনি। পঞ্চায়েত সূত্রে জানা যায়, পঞ্চায়েতের গাছ বিলিকে ও কাটাকে কেন্দ্র করে তৃণমূল সমর্থকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন মহম্মদ ইসলাম। সিপিএমের উপপ্রধান সুভাষ সেনের অভিযোগ, “এই ঘটনার পরেই তাঁকে পদত্যাগের জন্য চাপ দেওয়া শুরু হয়। গত ৬ ডিসেম্বর তিনি বিডিও-র কাছে পদত্যাগপত্র পাঠান। ১২ ডিসেম্বর সেটি গৃহীত হয়। সে জন্যই প্রধান পদে নির্বাচন হয়।”
বিস্তারিত...
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জারি ১৪৪ ধারা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
‘পরিবর্তনের’ পরেও সংঘর্ষ থামছে না কেশপুরে। গত কয়েক দিনে সেখানে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ এমন মাত্রায় পৌঁছেছে, যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মহকুমাশাসক (মেদিনীপুর) সুরজিৎ রায়ের বক্তব্য, “কেশপুরে সংঘর্ষ চলছে। আপাতত ১৫ দিনের জন্য ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত হয়েছে। তবে মানুষের কাজে যাতে সমস্যা না হয়, সে দিকে নজর রাখা হবে।” বিধানসভা নির্বাচনে সিপিএম প্রার্থী জিতলেও রাজ্যে পালাবদলের জেরে একদা ‘লাল দুর্গ’ কেশপুরে এখন দলীয় কার্যালয় খোলার লোক নেই সিপিএমের। একাধিক মামলায় নাম জড়িয়ে ‘ফেরার’ কয়েক জন সিপিএম নেতা-কর্মী। কেশপুরে এখন তৃণমূলের আধিপত্য। কিন্তু গত ছ’মাসে সংঘর্ষ বেধেছে তৃণমূলের একাধিক গোষ্ঠীর মধ্যে। দ্বন্দ্ব ‘পুরনো’ ও ‘নব্য’ তৃণমূলের মধ্যে। ‘পুরনো’দের অভিযোগ, পালাবদলের পর সিপিএমের বহু নেতা-কর্মী তৃণমূলে নাম লিখিয়েছেন।
বিস্তারিত...
শুরুই হয়নি লোকো ট্রেনিং সেন্টারের কাজ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
দেখতে দেখতে বছর ঘুরেছে। কিন্তু শিলান্যাসই সার। খড়্গপুরে লোকো পাইলট ট্রেনিং সেন্টারের কাজ শুরুই হয়নি এখনও। প্রস্তাবিত জায়গায় শুধু একটা সাইনবোর্ড লাগানো। বিরোধীদের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন শুধু একের পর এক প্রকল্পের শিলান্যাস করেছেন। কাজ হয়নি অধিকাংশেরই। তেমনই একটি এই ‘লোকো পাইলট ট্রেনিং সেন্টার’। খড়্গপুরের ডিআরএম রাজীব কুমার কুলশ্রেষ্ঠ ‘ট্রেনিং সেন্টারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন’ বলেই প্রসঙ্গ এড়িয়েছেন। তবে, দক্ষিণ-পূর্ব রেলেরই এক আধিকারিক জানাচ্ছেন, প্রকল্পটি এখন চূড়ান্ত পর্যায়ে। এর জন্য কত ব্যয় হবে, কী কী তৈরি হবে, তা-ও নির্দিষ্ট। সব দিক খতিয়ে দেখে দ্রুত কাজ শুরুর চেষ্টা চলছে। রেলকে কেন্দ্র করেই খড়্গপুর শহরের পরিধি বেড়েছে। চাকরির সূত্রে ভিন্ রাজ্যের বহু মানুষও এই শহরের স্থায়ী বাসিন্দা হয়েছেন। এখানে রেলের বেশ কয়েকটি ট্রেনিং সেন্টার রয়েছে।
বিস্তারিত...
কর্মী-আন্দোলন না উঠলে
অনশনের হুমকি ছাত্রদের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের ‘চেষ্টা’ সত্ত্বেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অফিসে ঢুকতে না-দেওয়ার দাবিতে কর্মচারী সমিতি আন্দোলনে অনড়। এতে দেড় লক্ষাধিক ছাত্রছাত্রী ও অভিভাবকদের ক্ষোভ ক্রমশ বাড়ছে। পড়ুয়াদের একাংশ হুমকি দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক না-হলে তাঁরা কলেজের সামনে অনশনে বসবেন। যাঁরা অনশনের হুমকি দিয়েছেন, তাঁদের অধিকাংশের পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও মার্কশিট সংক্রান্ত কাজ আন্দোলনের জেরে থমকে রয়েছে। উচ্চ শিক্ষা দফতরের একটি সূত্রে জানানো হয়েছে, আন্দোলন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর উপরে জোর দিয়েছেন উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আজ, শনিবারের মধ্যে আলোচনার দিনক্ষণ ঠিক করা হতে পারে। উপাচার্য অরুণাভ বসুমজুমদার বলেন, “দাবি-দাওয়া ও অন্যান্য সমস্যা আলোচনায় মিটতে পারে।” তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক দেবীপ্রসাদ বুট জানান, যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি না-সরলে আন্দোলন প্রত্যাহার করা হবে না।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
নজরবন্দি ডিন ও
ডেপুটি রেজিস্ট্রার
ভোটে জোট ভাঙল
শিলিগুড়ির স্কুলে
দক্ষিণবঙ্গ
নজরদারি নেই,
অগ্নিবিধি না মানাই দস্তুর
আগেও দু’বার হামলা, খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ
বর্ধমান
প্রধান শিক্ষকের
বিরুদ্ধে টাকা নেওয়ার
অভিযোগ কেতুগ্রামে
মাটিতে উড়োজাহাজ
দেখে রোমাঞ্চিত খুদেরা
পুরুলিয়া
প্রতিবাদ জেলা সভাপতির
কাছে, দু’ভাগ তৃণমূল
নগদে ধান কেনার দাবিতে
জাতীয় সড়কে অবরোধ
মুর্শিদাবাদ
উৎসবে ফিরল
নবাবি মুর্শিদাবাদ
বাস ধর্মঘট অব্যাহত,
যাত্রীদের ভরসা
যন্ত্রচালিত ভ্যান-ট্রেকার
মেদিনীপুর
খোঁজ মেলেনি কেশপুরের
সেই দুই চাদর বিক্রেতার
রেলশহরে শুরু হল
জেলা বইমেলা
কলকাতা
২১.২/১১.৪
আজকের দিনে
• ২০০৮:
ব্রিটিশ নাট্যকার
হ্যারল্ড পিন্টারের মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এ সপ্তাহে ‘হাওড়া’ প্রকাশিত হল না
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.