উন্মাদনা এড়িয়ে পরিশ্রমই সচিনের সান্তা |
|
গৌতম ভট্টাচার্য, মেলবোর্ন: অস্ট্রেলিয়ায় গত দশ বছরে ভারতের সেরা রফতানিজাত পণ্য কী? যদি বলেন, চা এবং একগুচ্ছ তথ্যপ্রযুক্তি পেশাদার, দশে বড়জোর দুই পাবেন।
ঠিক উত্তর সচিন তেন্ডুলকর এবং চিকেন বাটার মশলা।
চার বছর আগে সাইমন্ডস বনাম হরভজনে কলঙ্কিত ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরেও এ দেশের জনজীবনে ভারতীয় রান্নাবান্নার এত প্রভাব ছিল না, এ বারে এসে যা দেখছি। |
|
ভারতীয় বোর্ড চটে যাওয়ার ভয়ে গ্রেগের বইতে সেন্সরের চওড়া কাঁচি |
গৌতম ভট্টাচার্য, মেলবোর্ন: এ বারের গ্রীষ্মকালীন অস্ট্রেলীয় ক্রিকেটের বই বাজারে মোটামুটি দু’জনের মধ্যে লড়াই। গ্রেগ চ্যাপেল বনাম ব্রেট লি। ব্রেট লি সদ্য গতকাল মেলবোর্নের শপিং মল-এ বসে নিজের বই উদ্বোধন করেছেন। বড়দিনের বই বাজারে ঢেলে বিক্রির পশরা সাজানো তাঁর গাট্টাগোট্টা আত্মজীবনীর। কিন্তু শুক্রবার মেলবোর্নের বড় বইয়ের দোকানগুলোয় ঘুরে দেখলাম তাঁর চেয়ে চাহিদা বেশি চ্যাপেলের আত্মজীবনীর। |
|
|
দিন্দা-লক্ষ্মীর ঝাঁপি স্বপ্ন দেখাচ্ছে
শেষ আটের |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বিপক্ষের রান শেষ পর্যন্ত যা-ই উঠুক, টার্গেট শেষমেশ যতই দাঁড়াক, হাতে দশ উইকেট রেখে সেটা তুলতে হবে।
রঞ্জিতে বাংলার অবনমন বেঁচেছে। কিন্তু কোয়ার্টার ফাইনালের সিংহদুয়ার আর বাংলার মাঝে যদি এখন কিছু দাঁড়িয়ে থাকে, তো এই সমীকরণ। সৌরভরা বরোদা ম্যাচ সরাসরি জিতলে পাঁচ পয়েন্ট আসবে বটে, কিন্তু তাতে শেষ আটে ওঠা যাবে না। বরোদা এই মুহূর্তে ১৩ পয়েন্টে দাঁড়িয়ে। |
|
|
|
|
|
টুকরো খবর |
|
|