উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
নজরদারি নেই,
অগ্নিবিধি না মানাই দস্তুর |
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: আমরি কাণ্ডের পরে রাজ্য সরকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, বাজার ইত্যাদি জায়গায় অগ্নিনির্বাপণ বিধি কটোরভাবে বলবৎ করতে চেয়েছেন। কিন্তু তা নিয়ে যে বেশিরভাগ ক্ষেত্রেই যে এখনও গয়ংগচ্ছ মনোভাব তার প্রমাণ পাওয়া গেল উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বনগাঁয়।
বনগাঁ শহরের ঘন জনবসতিপূর্ণ বাজারগুলির অন্যতম রাজীব গাঁধী মিউনিসিপ্যাল মার্কেট বা ট’বাজার, নিরঞ্জন সাবা মার্কেট, নিউমার্কেট। সারি সারি দোকান। |
|
বিএলএলআরও দফতরে ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল নেতা |
নিজস্ব সংবাদদাতা, দেগঙ্গা: জমি সংক্রান্ত একটি আবেদনপত্র দেওয়ামাত্র গৃহীত না-হওয়ায় শুক্রবার ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে (বিএলএলআরও) যথেচ্চ ভাঙচুর, জরুরি কাগজপত্র তছনছ এবং আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল দেগঙ্গার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। হুমায়ুন রেজা চৌধুরী নামে ওই তৃণমূল নেতা দেগঙ্গা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন স্থানীয় কালিয়ানি বিলের একটি জমি নিয়ে বেড়াচাঁপায় বিএলএলআরও অফিসে শুনানি চলছিল। |
|
|
ফেল করে বাড়ি পালানো
ছাত্রকে ফেরালেন যুবক |
আইনজীবীর উপরে হামলায়
অভিযুক্তদের ধরতে বিক্ষোভ |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
শৌচালয়ের জলের
‘ভরসাতেই’ ব্যবসা চলছে
মার্কেট কমপ্লেক্সে |
পীযূষ নন্দী, আরামবাগ: দু’পা অন্তর মার্কেট কমপ্লেক্স। বাদবাকিটা সব্জিবাজার। দুপুরে ঘণ্টা দুই ছাড়া পাইকারি আর খুচরো ক্রেতাদের ভিড়। কিন্তু আগুন লাগলে চটজলদি নেভানোর কোনও ব্যবস্থা নেই। দমকলের গাড়ি ঢোকার পথও বন্ধ। পুরসভার মাকের্ট কমপ্লেক্সগুলির অবস্থাও তথৈবচ। জলের ব্যবস্থা বলতে শুধুই শৌচাগার অথবা পানীয় জলের সরু ট্যাপ কল। |
|
নিজস্ব সংবাদদাতা, আমতা: দূষণ ছড়ানোর অভিযোগে ‘হামলা’ হল হাওড়ার আমতার একটি কাগজকলে। বাধা দিতে গেলে পুলিশের দিকে ইট-পাথর ছোড়া হয়। পুলিশ কাঁদানে গ্যাসের ‘শেল’ ফাটায়। ১৪ জনকে ধরা হয়। শুক্রবার বিকেলে পাত্রপোলের কাছের ওই কাগজকলের পাশে বামফ্রন্টের বিভিন্ন শরিকদলের কৃষক সংগঠনগুলি কাগজকলের ‘দূষণের’ বিরুদ্ধে প্রতিবাদ-সভা করছিল। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, সভায় যাঁরা হাজির ছিলেন, তাঁদেরই একাংশ ‘গোলমাল’ পাকান। |
কাগজকলে হামলার
জেরে খণ্ডযুদ্ধ আমতায় |
|
আগেও দু’বার হামলা, খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ |
|
টুকরো খবর |
|
|
|
কাল বড়দিন |
|
|