টুকরো খবর
মোবাইলে কথা, দুর্ঘটনায় মৃত্যু বাইক আরোহীর
মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরবাইক চালানোর সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের মুরারিশা মোড়ে উল্টো দিক থেকে আসা একটি মোটরভ্যানের সঙ্গে ধাক্কায় সইফুল ইসলাম গাজি (৩৫) নামে ওই যুবকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাড়ি মুরারিশা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ঠিকাদার ওই যুবক মোটরবাইক চালিয়ে কাজ থেকে বাড়ি ফিরছিলেন। মুরারিশা মোড়ের কাছে তাঁর মোবাইলে ফোন আসে। এক হাতে মোটরবাইক এবং অন্য হাতে মোবাইল ফোন ধরে কথা বলতে বলতে তিনি আসছিলেন। সেই সময়ে উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটরভ্যান দেখে তিনি নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনায় মাথায় আঘাত পান সইফুল। আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়। দেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ। এ দিন সকালে হাবরার চোংদার কাছে আর একটি দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাইঘাটার কলাসীমা এলাকার বাসিন্দা রানা প্রতাপ সর্দার (২৭) নামে ওই যুবক নিজের মোটরবাইকে সব্জি তুলে জয়গাছি সুপার মার্কেটে যাচ্ছিলেন বিক্রি করার জন্য। চোংদার কাছে পিছন থেকে একটি গাড়ি আচমকা তাঁকে ধাক্কা মারলে তিনি বাইক থেকে পড়ে যান। সেই সময়ে উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ি তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি ময়না-তদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠিয়েছে।

মাঠ নিয়ে মন্ত্রীর সামনে বিক্ষোভ
পানিহাটি লাহাবাগানের একটি ফুটবল মাঠকে কেন্দ্র করে ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের সামনে বিক্ষোভ দেখালেন এক দল তরুণ। শুক্রবার ঘটনাটি ঘটে কামারহাটি নজরুল মঞ্চের সামনে। বিক্ষোভকারীদের বক্তব্য, প্রোমোটারেরা মাঠটি দখল করতে চলেছে। অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা নিতে হবে। পুলিশি সূত্রের খবর, দুপুরে স্থানীয় কলেজের অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রীড়ামন্ত্রী। তাঁকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ক্রীড়ামন্ত্রী তাঁদের বলেন, “খেলার মাঠে কোনও প্রোমোটারি করতে দেওয়া হবে না।” মদনবাবু জানান, আগামী মঙ্গলবার পানিহাটির বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি ওই এলাকায় যাবেন।

৩টি কলেজে ভোটে জয়ী টিএমসিপি
দক্ষিণ ২৪ পরগনার তিনটি কলেজ-ভোটে ক্ষমতা ধরে রাখল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। শুক্রবার গোসাবার হাজি দশরথ কলেজের ছাত্র সংসদের ৫১টি আসনে ভোট হয়। টিএমসিপি ৪৯টি আসন পায়। ২টি পায় প্রগতিশীল ছাত্র ঐক্য। এ দিন রায়দিঘি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অবশ্য এসএফআই ক্ষমতা ধরে রাখে। ২৪টি আসনের মধ্যে ২৩টিতেই জিতে যায় এসএফআই। ১টি আসন পায় টিএমসিপি। বৃহস্পতিবার ভোট হয় ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজে। মোট ৪৬টি আসনের মধ্যে টিএমসিপি পায় ৩৫টি। ১১টি আসন পায় ছাত্র পরিষদ ও এসএফআইয়ের ‘প্রগতিশীল ঐক্য জোট’। একই ভাবে মন্দিরবাজারের শচীন মণ্ডল মহাবিদ্যালয়েও ছাত্র সংসদের ক্ষমতা ধরে রাখে টিএমসিপি। এখানে ৩৫টি আসনে ভোট হয় বুধবার। এখানে এসএফআই কোনও প্রার্থী দেয়নি। বিপক্ষে ছিল ডিএসও। চারটি আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিল টিএমসিপি। বাকি ৩১টি আসনেও তারা জিতে যায়।

দুর্ঘটনায় মৃত্যু প্রধান শিক্ষকের
স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার কালিকাতলা মিলন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুকুমার মণ্ডলের (৫০)। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ক্যানিংয়ের মাতলা সেতুতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এ দিনও নিজের মোটরবাইক চালিয়ে ফিরছিলেন ক্যানিংয়ের হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা সুকুমারবাবু। সেতুতে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাঁর মোটরবাইকের সংঘর্ষ হয়। তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়না-তদন্তে পাঠায়। দুর্ঘটনার পরে গাড়িটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।

তৃণমূল ছেড়ে কংগ্রেসে
তৃণমূল দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন শতাধিক কর্মী ও সমর্থক। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ২ পঞ্চায়েত সমিতির মোহনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এ দিন তৃণমূলের পক্ষে দল ছাড়ার নেতৃত্ব দেন স্থানীয় গ্রাম সংসদ সচিব মৃত্যুঞ্জয় নস্কর। তাঁর দাবি মগরাহাট ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং মোহনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আমাদের সঙ্গে দিনের পর দিন দুব্যর্বহার করেছেন। উন্নয়ন সেভাবে হয়নি। কিছু বললেই অপমানজনক কথা বলছেন। বাধ্য হয়ে আমরা দল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.