|
|
|
|
আইনজীবীর উপরে হামলায় অভিযুক্তদের ধরতে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
আদালতে বিচারাধীন একটি জমি সংক্রান্ত মামলার ব্যাপারে তদন্তে দিন কয়েক আগে হাসনাবাদের কালুতলা গ্রামে গিয়ে এক আইনজীবী ও মুহুরি প্রহৃত হয়েছিলেন বলে অভিযোগ। সেই হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুক্রবার বসিরহাটের দেওয়ানি ও ফৌজদারি আদালতের আইনজীবী ও মুহুরিরা মিছিল করে এসডিপিও (বসিরহাট) দফতরে গিয়ে বিক্ষোভ দেখান। এসডিপিও এবং বসিরহাট আদালতের এসিজেএম ও এডিজে-র কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
এসডিপিও (বসিরহাট) আনন্দ সরকার বলেন, “ওই ঘটনায় অভিযুক্তেরা পলাতক। দ্রুত তাদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালুতলা গ্রামে একটি জমির দখলকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা দুলালচন্দ্র দাসের সঙ্গে বিশ্বনাথ দাসের দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বসিরহাট দেওয়ানি আদালতের নির্দেশমতো ‘কমিশনার’ হিসাবে গত ১৮ ডিসেম্বর আইনজীবী দেবাশিস দাস এবং মুহুরি তাপস মণ্ডল ওই জমির ব্যাপারে তদন্তে যান। সেই সময়ে বিশ্বনাথবাবুর নেতৃত্বে এক দল লোক দেবাশিসবাবুদের উপরে চড়াও হয়ে তাঁদের মারধর করে এবং হুমকি দেয় বলে অভিযোগ। বিশ্বনাথবাবু-সহ মোট ১১ জনের বিরুদ্ধে এ ব্যাপারে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দেবাশিসবাবুরা। কিন্তু ৬ দিনেরও কেউ গ্রেফতার না-হওয়ায় এ দিন ওই বিক্ষোভ হয়। বসিরহাট দেওয়ানি আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অমিত মজুমদার বলেন, “অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।” |
|
|
|
|
|