উৎসবের মুখে
ফিরছেন প্রিয়জনেরা |
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর: চার্চের আলো ছড়িয়ে পড়ে ঘরেও। মিহির অগাস্টিন লুইসের ঘরে সন্ধ্যা হলেই সাজিয়ে দেওয়া হচ্ছে বাতিদান। মল্লিকা আব্রাহাম যত্ন করে বহু দূর থেকে নিয়ে আসা মোজা পরিয়ে দিচ্ছেন মায়ের পায়ে।
কৃষ্ণনগরের চারপাশে আরশিপাড়া, ডনবস্কো, অনাদিনগর, নগেন্দ্রনগর, বাগাডাঙা ভেসে যাচ্ছে উৎসবের আলোয়। বড়দিনের মুখে বাড়িতে ফিরছেন প্রিয়জনেরা। |
|
উৎসবে ফিরল নবাবি মুর্শিদাবাদ |
নিজস্ব সংবাদদাতা, লালবাগ: হঠাৎ দেখলে মনে হয়, সময় যেন পিছিয়ে গিয়েছে। ঝাড়বাতিগুলো ফের রঙিন। দেওয়ালের খসে পড়া পলেস্তারার বদলে নতুন রং। বেড়েছে চাকচিক্য। অন্দরমহলের সঙ্গে মানানসই করে বদল ঘটেছে বাহিরেরও। নতুন করে আলো দিয়ে সাজানো হয়েছে গোটা প্রাসাদ, যেন ইতিহাসের পাতা থেকে তুলে আনা হয়েছে অতীত মুর্শিদাবাদকেএভাবেই ‘মুর্শিদাবাদ হেরিটেজ ফেস্টিভ্যাল’-কে কেন্দ্র করে নতুন ভাবে সেজে উঠেছে লালবাগের ভবন। |
|
|
বাস ধর্মঘট অব্যাহত, যাত্রীদের ভরসা যন্ত্রচালিত ভ্যান-ট্রেকার |
|
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: বাস ধর্মঘটে মুর্শিদাবাদ জেলার জনজীবন প্রায় অচল, কিন্তু কোনও পক্ষেরই কোনও হেলদোল নেই। বাস মালিক সমিতি ও বাস শ্রমিক সমিতির সঙ্গে গত বুধবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনের বৈঠক হয়। ওই বৈঠকের পরও বাস ধর্মঘট প্রত্যাহার করানো যায়নি। তার তিন দিন পরে সেই ব্যর্থ বৈঠকের কথা তুলেই বাস ধমর্ঘট প্রত্যাহারের দায় সারছে সব পক্ষই।
ফলে দু’দিন ধরে এ জেলায় যাতায়াতের ভরসা বলতে গুটিকতক সরকারি বাস, কয়েকটি ট্রেন, কিছু ট্রেকার এবং ‘লছিমন’ আর ‘লাদেন’ নামের যন্ত্র চালিত ‘অবৈধ’ রিকশাভ্যান। |
|
পুনর্মূল্যায়নের দাবি,
বিক্ষোভ বেলডাঙায় |
বাড়ি থেকে পালিয়ে
ধরা পড়ল ছয় ছাত্র |
|
শুরুর দিন থেকেই
ভিড় বইমেলায় |
|
|
টুকরো খবর |
ডাকঘর |
|
|