টুকরো খবর
কলেজে জয়ী ছাত্র পরিষদ
নিজস্ব চিত্র।
জঙ্গিপুর কলেজের ছাত্র সংসদ দখল করল ছাত্র পরিষদ। গত শনিবার কলেজের ছাত্র পরিষদের শ্রেণি প্রতিনিধি নির্বাচনে কোনও দলই একক ভাবে গরিষ্ঠতা পায়নি। ২৮টি আসনের মধ্যে ১৪টিতে জয়ী হয়েছে ছাত্র পরিষদ। ১৩টি আসন পেয়েছে এসএফআই। ১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছে এক নির্দল প্রার্থী। স্বাভাবিক ভাবেই ওই কলেজের ছাত্র সংসদ গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শুক্রবার শ্রেণি প্রতিনিধিদের নির্বাচনী সভায় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক, সহ সভাপতি ও সহকারী সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। তিনটি পদেই নির্দল শ্রেণি প্রতিনিধির সমর্থনে ছাত্র পরিষদ প্রার্থীরা এসএফআই প্রার্থীদের হারিয়ে দেয়। ১৫-১৩ ভোটের ব্যবধানে জিতেছে ছাত্র পরিষদ। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হয়েছেন ওয়াসিম রেজা। ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ সাহা বলেন, “১১ বছর পরে জঙ্গিপুর কলেজের ছাত্র সংসদ দখল করতে পেরে আমরা খুশি। দীর্ঘ দিন ওই কলেজে ছাত্র পরিষদ প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে। এ বারও ছাত্র সংসদ গঠনে অনিশ্চয়তা তৈরি করার চেষ্টা হয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের প্রতিরোধে তা সম্ভব হয়নি।” এ দিন কলেজের ছাত্র সংসদ দখল করার পরে শহরে বিরাট বিজয় মিছিল করা হয় দলের পক্ষ থেকে।

হকার উচ্ছেদে ফের অভিযান
রাস্তা থেকে অবৈধ দখলদার তুলতে ফের অভিযান চালালো কান্দির পুলিশ প্রশাসন। বৃহস্পতিবারের মতো শুক্রবারও রাস্তা দখল করে ব্যবসা করার বিরুদ্ধে প্রচার করার পাশাপাশি রাস্তায় নেমে ব্যবসায়ীদের সঙ্গে কথাও বলেন প্রশাসনের কর্তারা। কান্দির মহকুমাশাসক দীপাঞ্জন ভট্টাচার্য, এসডিপিও অনামিত্র দা, ও পুরপ্রধান গৌতম রায় এই অভিযানে সামিল হন। গৌতমবাবু বলেন, “স্থানীয় বাসিন্দাদের দাবি মেনেই এই অভিযান চালানো হচ্ছে। এতে কিছু মানুষের সমস্যা হচ্ছে ঠিকই, তবে বৃহত্তর অংশের মানুষের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত।” প্রশাসন সূত্রে জানানো হয়েছে। রাস্তা দখল করে কিংবা কোনও অবৈধ নির্মাণ করে ব্যবসা করা যাবে না। যদি কোনও ব্যবসায়ী দোকান ঘর নিতে চান। সে ক্ষেত্রে কান্দির রেগুলেটেড মার্কেট কমপ্লেক্সে দোকান ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে। কান্দির মহকুমাশাসক দীপাঞ্জন ভট্টাচার্য বলেন, “মানুষের জন্যই এই কাজ করা হচ্ছে। কান্দির নিকাশি ব্যবস্থার উন্নয়নের জন্য পুর্ত দফতরের কাছে টাকা থাকলেও কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। রাস্তা দখলমুক্ত না করা হলে ওই কাজ করা যাবে না। লাগাতার অভিযান চালানো হবে।”

কলেজে বিক্ষোভ
ছাত্র আবাসনে নিম্নমানের খাবার ও বেহাল বাস পরিষেবার প্রতিকার চেয়ে শুক্রবার বিক্ষোভ দেখালেন অরাঙ্গাবাদ বিএড কলেজের পড়ুয়ারা। কলেজের ছাত্র সৌমিত্র সরকার বলেন, “কলেজ থেকে ছাত্র আবাসন প্রায় ৫ কিলোমিটার দূরে। যাতায়াতের জন্য বরাদ্দ মাত্র একটা বাস। আবাসনের খাবারও নিম্নমানের।” কলেজের সম্পাদক অংশুমান চৌধুরী বলেন, “ছাত্রদের অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।” এ দিন বিকেলে বিক্ষোভ উঠে যায়।

ছাত্রের মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঞ্চম শ্রেণির এক ছাত্রের। শুক্রবার বেলডাঙার রামেশ্বরপুরে দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম নাজিবুল মোল্লা (৯)। এ দিন রামেশ্বরপুর স্কুলের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই নাজিবুলের মৃত্যু হয়। আহত ফারুক শেখ নামে এক ব্যক্তিকে বহরমপুর নিউ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়িটি আটক করেছে।

আগ্নেয়াস্ত্র উদ্ধার
ন’টি পাইপগান ও ন’রাউন্ড গুলি উদ্ধার করেছে খড়গ্রাম থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে খড়গ্রামের পারুলিয়া গ্রামের বাসিন্দা আনন্দ শেখের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্রগুলি উদ্ধার হয়। তবে ওই ব্যক্তি পলাতক। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত।

খুনের ঘটনায় ধৃত
খুনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার হরিহরপাড়ায় আবদুল আলিম নামে এক যুবক খুন হন। ধৃতদের নাম আনসার শেখ, আয়ুব শেখ ও কাবাতুল্লা শেখ। সকলেই হরিহরপাড়ার বাসিন্দা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.