ডাকঘর
পর্যটন মেলা: পলাশি যুদ্ধের ইতিহাসও দেখানো হোক আলো-ধ্বনিতে
পর্যটন শিল্পের জয়প্রিয়তা ক্রমবর্ধমান। তবুও অন্য অনেক রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পর্যটন বিভাগ অনেক পিছিয়ে রয়েছে। ওই প্রেক্ষিত মাথায় রেখে মুর্শিদাবাদের পর্যটন শিল্পকে আকর্ষণীয় ও সমৃদ্ধ করে তুলতে জেলা পর্যটন উৎসবে কয়েকটি প্রস্তাব উত্থাপন করছি। প্রয়াত বরেণ্য শিল্পী তাপস সেনের নির্দেশনায় আগ্রা দুর্গ ও দিল্লির লালকেল্লায় ‘ধ্বনি ও আলো’র অসামান্য প্রয়োগে মুঘল যুগের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের কিছু অধ্যায় যে ভাবে প্রতিদিন সন্ধ্যায় এক ঘণ্টার অনুষ্ঠানে উপস্থাপিত হয়, তা বিপুল সংখ্যক পর্যটকদের সমাগম ঘটায়। উর্দু ও ইংরাজি ভাষায় সমগ্র অনুষ্ঠানটির গ্রন্থনা, ধারাভাষ্য ও উপস্থাপনা বড়ই উপভোগ্য ও রোমাঞ্চকর। ওই অনুষ্ঠানের প্রতিটি উপাদানই মুর্শিদাবাদে রয়েছে। একই আদলে মুর্শিদকুলি খাঁর রাজত্বকাল থেকে পলাশির ষড়যন্ত্র পর্যন্ত (১৭০৩-১৭৫৭) সময়কালের মুর্শিদাবাদের সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক বৈশিষ্টগুলিকে ‘আলো ও ধ্বনি’র প্রয়োগে পর্যটকদের সামনে উপস্থাপিত করতে পারলে জেলার পযর্টন শিল্প অসামান্য রূপলাভ করবে। এক ঘণ্টার ওই সান্ধ্য অনুষ্ঠানের গ্রন্থনায় হাজারদুয়ারি, ইমামবাড়া, নিমক-হারাম দেউড়ি, খোসবাগ, মতিঝিল, কাঠগোলার বাগান, জৈন মন্দির, শ্রীপাঠ কুমারপাড়া, নসিপুর, বরানগর, কিরীটেশ্বরী, বেড়া উৎসব ইত্যাদি অন্তর্ভুক্ত হবে। যেমনটি আগ্রা দুর্গের অনুষ্ঠানে করা হয়েছে। বাস্তব ও বাণিজ্যিক কারণে অনুষ্ঠান প্রাঙ্গণ কাটরা মসজিদের অভ্যন্তরে উন্মুক্ত বিশাল প্রাঙ্গণে করা যেতে পারে। ওই প্রাঙ্গণটি সুউচ্চ প্রাচীর বেষ্টিত। রাজ্যের পর্যটন দফতর ও ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগকে বিষয়টি নিয়ে বিশেষ ভাবে ভাবনা-চিন্তা করার জন্য অনুরোধ জানাই। ওই অনুষ্ঠানটি করা হলে কেবল পর্যটন শিল্পেরই উন্নতি হবে না, সেই সঙ্গে জাতীয় সংহতি ও সম্প্রীতির বাতাবরণও সমৃদ্ধ হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.