|
|
|
|
রেলশহরে শুরু হল জেলা বইমেলা |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
শুরু হল দশম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা। চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। শুক্রবার খড়্গপুরের রেলওয়ে ট্রাফিক-গ্রাউন্ডে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিশু-সাহিত্যিক ভবানীপ্রসাদ মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরি, পুরপ্রধান জহরলাল পাল প্রমুখ। |
|
মেদিনীপুর জেলা ভাগ হওয়ার পর ২০০২ সালে প্রথম ‘পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা’ হয়েছিল খড়্গপুরেই। দশ বছর পরে ফের বইমেলা ফেরায় স্বভাবতই রেলশহরের মানুষজনের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেশি। শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভবানীপ্রসাদবাবু বলেন, “বইয়ের বিকল্প আর কিছু নেই। বইয়ের বিকল্প বই-ই।” অন্তরাদেবী বলেন, “এখন তো পড়ার বইয়ের চাপে ছেলেমেয়েরা গল্প-কবিতার বই পড়ারও সময় পায় না। আগে পারিবারিক অনুষ্ঠানে গেলে আমরা বই উপহার দিতাম। এখন অন্য সামগ্রী উপহার দিই। বছরে এক বার বইমেলা করলেই হবে না। বই পড়ার অভ্যাস ফিরে পেতে হবে।” মহকুমাশাসক বলেন, “এ শহরে বহু ভাষাভাষি মানুষের বাস। এ বার অন্ধ্রপ্রদেশের একটি প্রকাশন সংস্থাও এখানে স্টল দিয়েছে। আশা করি, এই মেলা বই পড়ার আগ্রহ আরও বাড়াবে।” বিভিন্ন দাবিতে জেলা বইমেলা বয়কটের ডাক দিয়েছিল লিটল ম্যাগাজিনের সম্পাদক ও সংগঠকেরা। কিন্তু, মেলা প্রাঙ্গণে বেশ কয়েকটি লিটল ম্যাগাজিনের স্টল দেখা গেল। সব মিলিয়ে শুরু থেকেই জমজমাট বইমেলা। |
|
|
|
|
|