টুকরো খবর
গুমখুনের অভিযোগে ধৃত সিপিএম নেতা
তৃণমূল-কর্মী যজ্ঞেশ্বর মাহাতোর ‘গুমখুনে’ জড়িত অভিযোগে শালবনির এক সিপিএম নেতাকে গ্রেফতার করল সিআইডি। ধৃতের নাম লক্ষ্মীকান্ত ঘোষ। পেশায় স্কুল-শিক্ষক লক্ষ্মীকান্তবাবু সিপিএমের শালবনি লোকাল কমিটির সম্পাদক। গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন ধরেই তিনি এলাকা ছাড়া হয়েছিলেন। শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরের কেরানিতলা থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। ধৃতকে আজ, শনিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হবে বলে সিআইডি সূত্রে জানানো হয়েছে। গত বছর ফেব্রুয়ারি মাসে সিপিএমের সশস্ত্র বাহিনী গোদাপিয়াশাল থেকে যজ্ঞেশ্বরকে অপহরণ করে এবং পরে তাঁকে খুন করে বলে অভিযোগ। রাজ্যে পালাবদলের পরে কেশপুরের আনন্দপুর এলাকার মোহনপুরের খালপাড় থেকে কিছু হাড়গোড় উদ্ধার হয়। ওই দেহাবশেষ তাঁর দাদা ‘অপহৃত’ যজ্ঞেশ্বরের বলে দাবি করে ২৬ জন সিপিএম নেতা-কর্মীর নামে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ভাগবত মাহাতো। অভিযুক্তের তালিকায় নাম রয়েছে সিপিএমের জেলা কমিটির সদস্য মানিক সেনগুপ্ত, মেঘনাদ ভুঁইয়া, জোনাল সম্পাদক শ্যাম পাণ্ডে, এক সময়ের দাপুটে নেতা হীরালাল ভুঁইয়া, তন্ময় ঘোষদের। এই মামলার তদন্ত করছে সিআইডি। লক্ষ্মীকান্তবাবুর আগেও ৬ সিপিএম নেতাকর্মীকে গ্রেফতার করেছে সিআইডি। তবে, সবাই জামিনে মুক্ত।

মালগাড়ি লাইনচ্যুত, ব্যাহত ট্রেন চলাচল
দাঁতনে লাইনচ্যুত মালগাড়ি
মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ব্যাহত হল ট্রেন চলাচল। শুক্রবার ভোরে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে কয়লা বোঝাই মালগাড়ির একটি ওয়াগন লাইনচ্যুত হয়। রেল সূত্রের খবর, মালগাড়িটি পারাদ্বীপ থেকে ফারাক্কা যাচ্ছিল। ডাউন লাইনে আসার সময়ে দাঁতন স্টেশনে ঢোকার মুখে হঠাৎই মালগাড়ির ১৭ নম্বর ওয়াগনটি লাইনচ্যুত হয়। শুরুতে চালক বুঝতেই পারেননি যে একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। বোঝার পর তিনি মালাগাড়ি থামান। ঘড়িতে তখন ভোর সাড়ে চারটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেল দফতরের আধিকারিকেরা। ওয়াগানের লাইনচ্যুতিতে রেললাইনের কয়েকটি ফিসপ্লেট ক্ষতিগ্রস্ত হয়। ফলে ডাউন লাইনে স্বাভাবিক ট্রেন চলাচলও ব্যাহত হয়। জগন্নাথ এক্সপ্রেস, বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেসকে অন্য লাইন দিয়ে পার করানো হয়। কয়েকটি ট্রেন দেরিতে চলে। পরে ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ। এ দিকে লাইন মেরামতির কাজও চলতে থাকে। বেলা ১১টার পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়। ডিআরএম বলেন, “একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছিল। কিন্তু কেন এমন হল তা খতিয়ে দেখা হচ্ছে।” তাঁর কথায়, “দ্রুত লাইন মেরামতের কাজ হয়েছে। বেলা ১১টা থেকেই ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।”

পিছিয়ে গেল শিলদা মামলা
ফের পিছিয়ে গেল শিলদা-মামলার চার্জগঠন। সরকারপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতেই আদালত ১১ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছে। শুক্রবার এই মামলায় ধৃতদের মেদিনীপুরের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে হাজির করানো হয়। মামলাটি বিচারের জন্য আগেই দায়রা সোপর্দ করেছিল ঝাড়গ্রামের এসিজেএম আদালত। শিলদা-কাণ্ডে মোট ১৬ জন গ্রেফতার হয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সুদীপ চোঙদার, কল্পনা মাইতি, কাজল মাহাতো, সুখলাল মাহাতো, লোচন সিংহ সর্দার। এ দিন মামলার চার্জগঠন হওয়ার কথা ছিল। কিন্তু, সরকারপক্ষের আইনজীবী আরও কিছু সময় চান। সেই আবেদনের প্রেক্ষিতেই বিচারক শুভেন্দু সামন্ত আগামী ১১ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেন। দাসেরবাঁধের কঙ্কাল-কাণ্ডে জেলবন্দি সিপিএম কর্মী মদন সাঁতরা ও বৈদ্যনাথ সাঁতরাকে ‘রাজসাক্ষী’ করা নিয়ে সিআইডি-র আবেদনেরও শুনানি ছিল এ দিন মেদিনীপুর সিজেএম আদালতে। কিন্তু সিজেএম কল্লোল দাস ছুটিতে থাকায় সেই শুনানিও এ দিন হয়নি। ৩ জানুয়ারি পরবর্তী দিন ধার্য হয়েছে।

জাতীয় সঙ্গীতের শতবর্ষপূর্তি
জাতীয় সঙ্গীতের শতবর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার চন্দ্রকোনা টাউন হলে বেকার সমিতির উদ্যোগে একটি অনুষ্ঠান হল। জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনার পাশাপাশি আবৃত্তি, গান পরিবেশিত হয়। সমিতির তরফে গোবিন্দ দাস জানান, অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই জাতীয় সঙ্গীতে অংশ নেন। উপস্থিত ছিলেন চন্দ্রকোনার ওসি শীর্ষেন্দু দাস, বিশিষ্ট লোকশিল্পী পাঁচুগোপাল ঘোষ প্রমুখ।

জাতীয় সেমিনার
খড়্গপুর কলেজের এইচবি সরকার স্মৃতি প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দু’দিনের জাতীয় সেমিনার। কলেজের দর্শনবিদ্যা বিভাগের উদ্যোগে ও রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের সহায়তায় ‘নবভারতের দর্শন ও সংস্কৃতি আন্দোলনে বিবেকানন্দের ভূমিকা’ নিয়ে আলোচনা হয়। ছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সামসুল আলম, খড়্গপুর কলেজের অধ্যক্ষ নিলয় বন্দ্যোপাধ্যায়।

মন্দিরে চুরি
মেদিনীপুর শহরের কর্নেলগোলার এক লক্ষ্মীমন্দিরে চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে কে বা কারা মন্দিরের দরজার তালা ভেঙে মূর্তি থেকে রুপোর গহনা চুরি করে পালায়। মন্দিরটি একটি পরিবারের। খবর পেয়ে শুক্রবার সকালে মন্দিরে যায় পুলিশ। মেদিনীপুর সদর কোতোয়ালি থানার আইসি জয়দীপ বন্দ্যোপাধ্যায় জানান, তদন্ত চলছে। তবে শুক্রবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

ক্রীড়া প্রতিযোগিতা
হয়ে গেল ইন্টার আইআইটি স্টাফ ক্রীড়া প্রতিযোগিতা। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন খড়্গপুর আইআইটি-র ডেপুটি ডিরেক্টর অরুণ মজুমদার, রেজিস্ট্রার তপন ঘোষাল-সহ বিশিষ্টেরা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.