l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কাঁটা সেই খুচরোই, মমতার
সদিচ্ছা সত্ত্বেও সংশয়ে শিল্প
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি
মুখ্যমন্ত্রী হওয়ার পরে ‘শিল্পায়নের ঝড়’ তোলার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময়েই খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে তাঁর অনড় বিরোধিতা রাজ্যে শিল্প সম্ভাবনার পথে বাধা তৈরি করছে বলে মনে করছে খোদ শিল্পমহল। মমতার যথেষ্ট উৎসাহ সত্ত্বেও দেশি-বিদেশি শিল্প সংস্থাগুলি এখনও পশ্চিমবঙ্গকে বিনিয়োগের উপযুক্ত গন্তব্য বলে মনে করতে পারছে না। অনেকেই মনে করছেন, আগামী জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর ডাকা ছ’দিনের শিল্প-অধিবেশনেও এর ছায়া পড়ার আশঙ্কা রয়েছে। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় আসা মমতাকে নিয়ে শিল্পমহলে প্রথম দিকে কিছুটা হলেও সংশয় ছিল। বস্তুত, তাঁর আন্দোলনের ফলেই সিঙ্গুর থেকে ন্যানোর কারখানা গুটিয়ে গুজরাতে নিয়ে গিয়েছেন রতন টাটা। এই ঘটনার প্রভাব রাজ্যের শিল্প-মানচিত্রেও পড়েছিল। মমতা কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরে সিঙ্গুরে বিকল্প কারখানা গড়ার আশ্বাস দিয়ে পরিস্থিতিকে অনুকূলে আনার চেষ্টা করেছেন।
বিস্তারিত...
কেন্দ্রের সিদ্ধান্ত প্রণব জানালেন বিরোধীদের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেই খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে বলে আজ সরকারি ভাবে বাম ও বিজেপি-সহ বিরোধী শিবিরকে জানিয়ে দিল কেন্দ্র। এ ব্যাপারে বুধবার সংসদে বিবৃতি দেবে সরকার। সে দিন সরকার কী বলে, তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ বিবৃতির মাধ্যমে যেমন এই সিদ্ধান্ত স্থগিত রাখার কথা বলে সংসদ সচল করার দায় রয়েছে সরকারের, তেমনই সংস্কারপন্থীদের কাছে এই বার্তাও পৌঁছতে হবে যে, এই স্থগিত রাখা অনির্দিষ্ট কালের জন্য নয়। সংসদে বিবৃতি দেওয়ার আগে বুধবার সর্বদল বৈঠক ডাকার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে বাম-বিজেপি। সূত্রের খবর, বিরোধীদের দাবি মেনে বুধবার সকালে সর্বদল বৈঠক ডাকবেন লোকসভার নেতা তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি স্থগিত রাখার বিষয়টি নিয়ে সরকারের অন্দরমহলে ময়নাতদন্ত অব্যাহত।
বিস্তারিত...
এলাকার পাইকারি বাজার সুখে রাখেনি লঙ্কাচাষিকে
রাজা বন্দ্যোপাধ্যায় • হলদিবাড়ি
হাতের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেলে হলদিবাড়ি পাইকারি বাজারটাই উঠিয়ে দেওয়ার অনুরোধ করবেন পয়ামারি গ্রামের লঙ্কাচাষি দীপেন বর্মন। খুচরো ব্যবসায় বিদেশি লগ্নির প্রস্তাব আপাতত স্থগিত, কিন্তু স্বদেশের বাজারহাটও যে তাঁকে মোটেই সুখে রাখছে না। রক্ত জল করা যে ফসল সারা বছর ধরে তিনি ফলান, তার লাভের টাকা কী ভাবে দালাল আর পাইকারি ব্যবসায়ীরা ‘লুঠ’ করে নেন, তা জেনেবুঝেও দীপেনবাবু কিছুই করতে পারেন না। লঙ্কা চাষ না-করলে সারা বছর খাবেন কী? লঙ্কা বিক্রি করতে হলে হলদিবাড়ি পাইকারি বাজার ছাড়া আর তো কোথায় যাওয়ার জায়গাও নেই তাঁর। অথচ পাইকারি বাজারে গিয়ে চোখের সামনে দেখতে পান, দিল্লি, উত্তরপ্রদেশ, মুম্বই থেকে ব্যবসায়ীরা তাঁদেরই ফসল অনেক বেশি দাম দিয়ে ওই পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকেই কিনে নিয়ে যাচ্ছেন। অথচ ওই ব্যবসায়ীদের কাছে সরাসরি তাঁরা ফসল বিক্রি করতে পারেন না।
বিস্তারিত...
এই সংক্রান্ত খবর
•
খুচরো নিয়ে ‘বিরোধ’ এড়াতে ক্লাস স্থগিত প্রণবের
•
ছোট ব্যবসায় স্বার্থরক্ষার শর্ত বাদ, বিতর্কে কেন্দ্র
হিঙ্গলগঞ্জ বাদ, ‘প্রত্যন্ত’ তালিকায় বাঘা যতীন
পারিজাত বন্দ্যোপাধ্যায় • কলকাতা
কলকাতা শহরতলির বিদ্যাসাগর ও বাঘা যতীন হাসপাতাল ‘প্রত্যন্ত’ এলাকায়। অথচ সুন্দরবনের সন্দেশখালি বা হিঙ্গলগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নয়! আবার মালদহ ও বহরমপুর জেলা হাসপাতাল ‘দুর্গম এলাকা’র তালিকায় ঢুকলেও করিমপুর বা তেহট্ট হাসপাতাল তার বাইরে! কোনও বেসরকারি সংস্থার তথ্য নয়। খোদ রাজ্য স্বাস্থ্য দফতরের নথিতেই রাজ্যের বিভিন্ন হাসপাতালকে এ ভাবে চিহ্নিত করা হয়েছে। যা দেখে চোখ কপালে উঠছে অনেকেরই। দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকদের কাজে উৎসাহদানের লক্ষ্যে স্বাস্থ্য দফতর ওখানে কর্মরত ডাক্তারদের স্নাতকোত্তর পরীক্ষায় অতিরিক্ত (প্রতি বছরের জন্য ১০%) নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। উপরন্তু স্থির হয়েছে, ওই সব তল্লাটের হাসপাতালে কর্মরত চিকিৎসকদের জন্য ডিপ্লোমা কোর্সে ৫০% আসন সংরক্ষিত থাকবে। আর কোন কোন হাসপাতালের ডাক্তারেরা ওই সুযোগ পাবেন, তা নির্দিষ্ট করে স্বাস্থ্য দফতর যে তালিকা বানিয়েছে, তাতেই সৃষ্টি হয়েছে বিস্তর বিভ্রান্তি, সঙ্গে ক্ষোভও। কারণ, সেই তালিকা অনুযায়ী শহরাঞ্চলের বিভিন্ন হাসপাতাল, এমনকী মেডিক্যাল কলেজের ডাক্তারেরাও ‘প্রত্যন্ত’ তালিকায় ঢুকে বাড়তি নম্বরের সুযোগ পাচ্ছেন।
বিস্তারিত...
উপাচার্য বিদায়ে কোনও রিপোর্টই পাননি রাজ্যপাল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
অভিযোগ, পাল্টা অভিযোগ এবং চাপান-উতোর চলছে বেশ কয়েক দিন ধরে। কিন্তু সোমবার জানা গেল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী সেনগুপ্তকে বরখাস্ত করার ব্যাপারে আচার্য-রাজ্যপাল এম কে নারায়ণনকে কোনও রিপোর্টই দেয়নি রাজ্য সরকার। সব্যসাচীবাবুর বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, স্বজনপোষণের অভিযোগ এনে তাঁকে বরখাস্তের সুপারিশ করেছিল রাজ্যের উচ্চশিক্ষা দফতর। এই নিয়ে চারটি রিপোর্টও রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়েছে বলে ২৮ নভেম্বর জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই দিন রাজভবনে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে ব্রাত্যবাবু বলেছিলেন, উপাচার্যের দুর্নীতি সংক্রান্ত ফাইলও তুলে দেওয়া হয়েছে রাজ্যপালের হাতে। আচার্য নিজে কিন্তু সোমবার জানিয়ে দেন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচীবাবুর বিরুদ্ধে কোনও রিপোর্ট তিনি হাতে পাননি। তার পরেই ব্রাত্যবাবু বলেন, রাজ্যপালকে তিনি মৌখিক ভাবে সব জানিয়েছেন।
বিস্তারিত...
মাটি ফেলে নদীর গতি আটকে রাস্তা দুবরাজপুরে
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর
খোলামুখ কয়লা খনির জন্য মাটি ফেলে নদীর গতি আটকে রাস্তা তৈরির অভিযোগ উঠল ‘পাবলিক-প্রাইভেট পাটর্নারশিপ’-এ (পিপিপি) গড়া সংস্থার বিরুদ্ধে। বীরভূমের দুবরাজপুরের লোবা অঞ্চলে হিংলো নদীর উপরে ওই রাস্তা বানানোয় অভিযুক্ত সংস্থাটি হল ‘ডিভিসি-এমটা কোল মাইনস লিমিটেড’। তাদের ওই রাস্তা নিয়ে এলাকায় অসন্তোষ দানা বাঁধছে। নদীর গতিপথ রুদ্ধ করে তৈরি ওই রাস্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি, চিন্তিত নদী-বিশেষজ্ঞেরাও। সোমবারই এলাকা ঘুরে নদীর গতিপথ ‘মুক্ত’ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান পরিবেশ-কর্মী সুভাষ দত্ত। দুবরাজপুরের লোবা পঞ্চায়েতের লোবা-সহ ১০টি মৌজায় প্রায় ৩,৫০০ একর জমিতে ওই খোলামুখ কয়লা খনি গড়ে ওঠার কথা। সে জন্য জমি কেনা শুরু করেছে ‘ডিভিসি-এমটা’। দু’-একটি মৌজা থেকে বিক্ষিপ্ত ভাবে অল্প কিছু জমি কিনে খননের কাজও শুরু করেছে তারা। দিন পনেরো আগে ওই সংস্থার তরফে পলাশডাঙা গ্রাম এবং পলাশডাঙা চরের মধ্যে হিংলো নদীর উপরে রাস্তা বানানোর জন্য মাটি ফেলতে দেখেন এলাকাবাসী।
বিস্তারিত...
‘পায়ে ধরে’ না ‘ছুরি মেরে’
মুখ্যমন্ত্রী, তরজা বিধানসভায়
সংবাদসংস্থা • হায়দরাবাদ
প্রস্তাবটা ছিল সরকারের বিরুদ্ধে অনাস্থা নিয়ে। কিন্তু তার উপরে আলোচনাটা হল একেবারেই অন্য বিষয়ে। ‘সনিয়া গাঁধীর পা ধরে’ নাকি ‘শ্বশুরকে পিছন থেকে ছুরি মেরে’ কে কী ভাবে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই প্রশ্ন তুলেই চলল আক্রমণ, পাল্টা আক্রমণ। অনাস্থা প্রস্তাবের ‘বিরুদ্ধে’ বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী কিরণকুমার রেড্ডি। আর ‘পক্ষে’ বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। আইনসভায় গণ্ডগোল-হাতাহাতির অনেক নজির থাকলেও পরিষদীয় বিতর্ককে কতটা কুৎসার পর্যায়ে নামিয়ে আনা যায়, আজ তারই সাক্ষী হয়ে রইল অন্ধ্রপ্রদেশ বিধানসভা। প্রস্তাবটি নিয়ে বিধানসভায় এ দিন রাত পর্যন্ত আলোচনা হয়। অনাস্থা প্রস্তাব এনে তেলুগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু আজ অধিবেশনের শুরুতে বিভিন্ন ক্ষেত্রে সরকারের তীব্র ব্যর্থতার কথা তুলে ধরেন। প্রথম দিকে কিরণকুমারকে সরাসরি আক্রমণ না করে তিনি বলেন, “আমরা শুধু মুখ্যমন্ত্রী নয়, সব মন্ত্রীর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব এনেছি। এই সরকারের উপর আমাদের আস্থা নেই।” সঙ্গে সঙ্গেই রেড্ডি বলেন, “চন্দ্রবাবু আমাদের উপর আস্থা রাখতে পারছেন কি না, তাতে আমাদের কিছু যায় আসে না। মানুষ আস্থা রাখেন বলেই আমরা ক্ষমতায় রয়েছি।”
বিস্তারিত...
এক নজরে...
• ৫ গোল দিয়ে প্রায় শেষ চারে ভারত
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
স্বপন হত্যায় ধৃত
পেশাদার খুনি
প্রযুক্তিগত ত্রুটি সারিয়ে
মেট্রোর নতুন রেক
বিশবাঁও জলে
রাজ্য
ঝঞ্ঝার মেঘ আর
উচ্চচাপের বলয়ে বন্দি শীত
নারী-শিশুকল্যাণে কাজ
কই, টাকা আটকে দিল দিল্লি
দেশ
হরিয়ানার ফলে চাঙ্গা
কংগ্রেস, চুপ অণ্ণা-শিবির
রেড্ডি-ঘনিষ্ঠের জয়ে ভাঙন রোখার চেষ্টা বিজেপিতে
বিদেশ
বন সম্মেলন বয়কট
করল পাকিস্তান
ব্যবসা
বেদান্তের কেয়ার্ন অধিগ্রহণে সায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের
সাফল্যে সওয়ার সমবায়
খেলা
একা রোহিত আর
কত টানবে ব্যাটিং
টোলগের দুর্দান্ত গোলেই মর্গ্যানের গোয়া জয়
স্বাস্থ্য
গ্রামে পাঠাতে ডাকা হবে
ভিন্ রাজ্যের ডাক্তার
অভিন্ন প্রবেশিকার সঙ্কটে
সুপ্রিম কোর্টে এমসিআই
জীবজগত্
পুলিশের গুলিতে মারা গেল
কাজিরাঙার বাঘিনি
অনির্দিষ্ট কাল বন্ধ
খাদান-ক্রাশার
সম্পাদকীয়
কর্কট-ক্রান্তি
অপ্রত্যাশিত নহে
কলকাতা
৩১.০/১৮.৫
আজকের দিনে
•
১৮২৩:
প্রাচ্যের ভাষাবিদ
ফ্রেডরিক ম্যাক্সমুলারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.