কেয়ার্ন এনার্জির ভারতীয় শাখা (কেয়ার্ন ইন্ডিয়া)-র মালিকানা হাতে নেওয়ার পথে ‘লাল ফিতের বাধা’ প্রায় টপকে গেল বেদান্ত গোষ্ঠী। এই নিয়ে দুই সংস্থার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে কেয়ার্ন ইন্ডিয়ার সিংহভাগ মালিকানা অনাবাসী ভারতীয় শিল্পপতি অনিল অগ্রবালের বেদান্ত গোষ্ঠীর হাতে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল বলেই মনে করছেন সকলে।
তবে চুক্তিতে অনুমোদন দিলেও, আটটি বিষয়কে এখনও চিন্তার কারণ বলে চিহ্নিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। যার মধ্যে রয়েছে বেদান্ত এবং তার শাখা সংস্থাগুলির বিরুদ্ধে বিভিন্ন আদালতে ঝুলে থাকা ৬৪টি মামলা। অবশ্য শেষ পর্যন্ত ৮৭০ কোটি ডলারের এই অধিগ্রহণ চুক্তিতে আপত্তি নেই বলে শংসাপত্র (‘নো অবজেকশন সার্টিফিকেট’) দিয়েছে পি চিদম্বরমের মন্ত্রক।
২০১০ সালের অগস্টেই এই অধিগ্রহণের কথা ঘোষণা করে অনিল অগ্রবালের লন্ডন-ভিত্তিক বহুজাতিক বেদান্ত। বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম সংস্থা স্টারলাইট এই গোষ্ঠীর সংস্থা। ভারতের বৃহত্তম লৌহ আকর রফতানিকারী সেসা গোয়া-সহ বিভিন্ন খনি সংস্থার মালিকানাও তাদেরই। এ বার বিশ্বের অন্যতম অগ্রণী তেল সংস্থার ভারতীয় শাখার (কেয়ার্ন ইন্ডিয়া) নিয়ন্ত্রণ ঝুলিতে পুরে দেশের প্রথম সারির তেল ও গ্যাস সংস্থাগুলির তালিকাতেও উঠে এল তারা।
চুক্তির সময়ে কেয়ার্ন ইন্ডিয়ার ৬২.৩৭% শেয়ার ছিল ব্রিটেনের এডিনবরা-ভিত্তিক কেয়ার্ন এনার্জির হাতে। ঠিক হয়েছিল, তার থেকে ন্যূনতম ৪০% কিনে নেবে বেদান্ত। এবং তা কেনা হবে লন্ডন শেয়ার বাজারে নথিভুক্ত ওই গোষ্ঠীর সংস্থা বেদান্ত রিসোর্সেসের নামে। এ ছাড়া, আরও ২০% অংশীদারি সাধারণ শেয়ারহোল্ডারদের কাছ থেকে কিনে নেবে তারা। যা আবার কেনা হবে সেসা গোয়ার নামে। তবে ইচ্ছা করলে ৫১% পর্যন্ত শেয়ার কেয়ার্ন এনার্জির কাছ থেকে কিনে নেওয়ার পথও খোলা রাখা হয়েছিল চুক্তির শর্তে। ঠিক ছিল, কেয়ার্ন ইন্ডিয়ার ৬০% পর্যন্ত শেয়ার হাতে নিতে পারবে বেদান্ত।
এর পরই রাজস্থান তেল ক্ষেত্রে কেয়ার্ন ইন্ডিয়ার অংশীদার ওএনজিসি-র সঙ্গে রয়্যালটি ও সেস দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। ওই ক্ষেত্রের ৭০% মালিকানা কেয়ার্ন ইন্ডিয়ার। ৩০% ওএনজিসি-র। কিন্তু সম্পূর্ণ রয়্যালটি মেটায় রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটিই। সেই বোঝা ভাগ করে না-নিলে, ছাড়পত্র দেওয়া নিয়ে বেঁকে বসে তারা। গোড়া থেকেই আপত্তি ছিল কেয়ার্ন ইন্ডিয়ার। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রের শর্ত মানতে রাজি হয় কেয়ার্ন ও বেদান্ত। ঠিক হয়, হাতবদলের পর রয়্যালটির একটি অংশ দিতে হবে বেদান্তকে। দিতে হবে টন-পিছু ২,৫০০ টাকা সেসও। শর্ত মানার পরই আপত্তি না-থাকার কথা জানায় ওএনজিসি। অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভাও। |