গ্রামে পাঠাতে ডাকা হবে
ভিন্ রাজ্যের ডাক্তার |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পরিকাঠামোর অভাবের অভিযোগ তুলে রাজ্যের চিকিৎসকেরা গ্রামে যেতে চান না। এ বার ভিন্ রাজ্যের ডাক্তারদের এনে সমস্যার সুরাহা করতে চাইছে সরকার। কিন্তু তাতে আদৌ কাজ হবে কি না, সেই প্রশ্ন ইতিমধ্যেই মাথা চাড়া দিয়েছে।
ডাক্তারদের গ্রামে যেতে অনীহার পিছনে উপযুক্ত ‘পরিকাঠামো’ না-থাকার অভিযোগই বার বার সামনে আসে। ঘাটতিটা যেমন সংশ্লিষ্ট হাসপাতালগুলোর, তেমন চিকিৎসকদের গ্রামে বসবাসের উপযোগী ব্যবস্থারও। এই পরিস্থিতিতে জেলা ও গ্রামীণ হাসপাতালে ডাক্তারের ঘাটতি মেটাতে ভিন্ রাজ্যের চিকিৎসকদের আহ্বান করতে চলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। |
|
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: কলকাতা শহরতলির বিদ্যাসাগর ও বাঘা যতীন হাসপাতাল ‘প্রত্যন্ত’ এলাকায়। অথচ সুন্দরবনের সন্দেশখালি বা হিঙ্গলগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নয়! আবার মালদহ ও বহরমপুর জেলা হাসপাতাল ‘দুর্গম এলাকা’র তালিকায় ঢুকলেও করিমপুর বা তেহট্ট হাসপাতাল তার বাইরে! কোনও বেসরকারি সংস্থার তথ্য নয়। খোদ রাজ্য স্বাস্থ্য দফতরের নথিতেই রাজ্যের বিভিন্ন হাসপাতালকে এ ভাবে চিহ্নিত করা হয়েছে। |
হিঙ্গলগঞ্জ বাদ, ‘প্রত্যন্ত’
তালিকায় বাঘা যতীন |
|
অভিন্ন প্রবেশিকার সঙ্কটে
সুপ্রিম কোর্টে এমসিআই |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আদালতের স্থগিতাদেশ পেয়ে গিয়েছে তিন-তিনটি রাজ্য। আর পশ্চিমবঙ্গ জানিয়ে দিয়েছে, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডই অন্যান্য বারের মতো ২০১২ সালের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নেবে। এই অবস্থায় মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা আগামী বছরেই নেওয়া হবে কি না, সেটা এখন পুরোপুরি নির্ভর করছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপরে। |
|
একসঙ্গে চার অ্যানাস্থেটিস্ট কাজ ছাড়লেন ডাফরিনে |
|
টুকরো খবর |
|
|