উত্তরবঙ্গ |
ব্যাঙ্কের টাকা লুঠে ধৃত ক্যাশিয়ার, রক্ষী |
|
নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ও হলদিবাড়ি: সর্ষের মধ্যেই ভূত। গত ২৮ নভেম্বর জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি যাওয়ার পথে গাড়ি থামিয়ে সেন্ট্রাল ব্যাঙ্কের ২০ লক্ষ টাকা লুঠ হয় বলে অভিযোগ। ওই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে ব্যাঙ্কের ক্যাশিয়ার, নিরাপত্তা রক্ষী, চালক ও এক মহিলা-সহ ৭ জনকে। এঁরা ডাকাতির গল্প ফেঁদেছিলেন বলে পুলিশ জানায়। সোমবার জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “ঘটনার এক সপ্তাহের মধ্যে দুই ব্যাঙ্ককর্মী-সহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: ২০১২ সালের কেন্দ্রীয় রেল বাজেট ঘোষণা হতে তিন মাসও বাকি নেই। অথচ গত রেল বাজেটে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত রাধিকাপুর-নিউ জলপাইগুড়ি ডিএমইউ ট্রেন চালু না-হওয়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মহকুমার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। ওই ট্রেন চালু করার দাবিতে রেল কর্তৃপক্ষের কাছে একাধিকবার দরবার করেও লাভ না হওয়ায় মহকুমা জুড়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সংগঠন ও উত্তর পূর্ব সীমান্ত রেলের ব্যবহারকারীদের আঞ্চলিক উপদেষ্টা কমিটি। |
আন্দোলনের
হুমকি রায়গঞ্জে |
|
বকেয়া বেতন চেয়ে বিক্ষোভ |
|
দলত্যাগী
নেতা খুন |
|
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
সব ব্লক দফতরে
তালা মোর্চার |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পাহাড়ের তিন মহকুমায় স্বাস্থ্য দফতরের ‘আশা’ প্রকল্পে শূন্যপদ পূরণের দাবিতে সমস্ত বিডিও অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার পাহাড় জুড়ে ওই বিডিও দফতর বন্ধ করা হয়েছে। দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং মহকুমা মিলিয়ে পাহাড়ে মোট ৮টি ব্লক রয়েছে। প্রতিটি বিডিও অফিসে মোর্চা কর্মীরা গিয়ে বিক্ষোভ দেখিয়ে অফিসার, কর্মীদের দফতর থেকে বার করে তা বন্ধ করে তালা ঝুলিয়ে দেন। |
|
নয়া স্কুলবাড়ি উদ্বোধনে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পাঁচ বছর আগে যখন প্রথম স্কুল চালু হল তখন পড়ুয়া মেলাই দায়
হয়ে পড়েছিল। পিছিয়ে পড়া এলাকার বাসিন্দাদের ছেলেমেয়েরা যাতে স্কুলে আসে তাই নিখরচায় পড়ার ব্যবস্থা
করা হয়েছিল। তাতে সমস্যা মেটাতে পারলেন না ডাবগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফকদই বাড়ির বঙ্কিমনগর এলাকায়
ওই স্কুল বিমল স্মৃতি বিদ্যামন্দির কর্তৃপক্ষ। ফল হল বিপরীত। ২১ জন পড়ুয়া ভর্তি হলেও তাদের
অধিকাংশ ক্লাস করতে এল না। পরের বছর ১০ টাকা ফি দিয়ে ৬৫ জন ভর্তি হল। |
|
রাস্তা সারাই করার ঘোষণা |
টুকরো খবর |
|
|