নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পাহাড়ের তিন মহকুমায় স্বাস্থ্য দফতরের ‘আশা’ প্রকল্পে শূন্যপদ পূরণের দাবিতে সমস্ত বিডিও অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার পাহাড় জুড়ে ওই বিডিও দফতর বন্ধ করা হয়েছে। দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং মহকুমা মিলিয়ে পাহাড়ে মোট ৮টি ব্লক রয়েছে। প্রতিটি বিডিও অফিসে মোর্চা কর্মীরা গিয়ে বিক্ষোভ দেখিয়ে অফিসার, কর্মীদের দফতর থেকে বার করে তা বন্ধ করে তালা ঝুলিয়ে দেন। পাহাড়ে তিনটি মহকুমা বর্তমানে ১৪৪০টি ‘আশা’ প্রকল্পের শূন্যপদ রয়েছে। মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “অনির্দিষ্টকালের জন্য বিডিও অফিসগুলি বন্ধ করা হয়েছে। ব্লক থেকে স্বাস্থ্য দফতরের মাধ্যমে ওই নিয়োগ করা হয়। বহু পদ ফাঁকা থাকলেও নিয়োগ হচ্ছে না। কিছু ক্ষেত্রে নিয়োগ ঠিকঠাক হয়নি। সাধারণ চাকরি প্রার্থীরা তো বটেই দলের তরফে বহুবার স্বাস্থ্য দফতর এবং প্রশাসনিক অফিসারদের ব্যবস্থা নিতে বলা হয়। কিছু না হওয়ায় আমরা বিডিও অফিস বন্ধ করে দিলাম।” দার্জিলিং জেলা প্রশাসনের তরফে মোর্চার নেতাদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা শুরু হয়েছে। জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “ওই প্রকল্পের শূন্যপদের পুরণের দাবি উঠেছে। স্বাস্থ্য দফতর এবং আমরা বিষয়টি দেখছি। মোর্চা নেতাদের সঙ্গে আলোচনা চলছে। বিডিও অফিসগুলি খোলার চেষ্টা করা হচ্ছে।” এদিন রাত অবধি প্রশাসনিক আধিকারিকেরা টেলিফোন এবং বিভিন্ন মাধ্যমে মোর্চা নেতাদের সঙ্গে আলোচনা চালান। তবে কোনও সমাধনসূত্র মেলেনি। বিডিও অফিসগুলি বন্ধ থাকলে ব্লকের সমস্ত কেন্দ্র, রাজ্য এবং পার্বত্য পরিষদের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত হবেন বাসিন্দারা। গর্ভবতী মা’কে নানা ধরণের প্রশিক্ষণ এবং সদ্যোজাত শিশুদের দেখভালের জন্য ব্লক স্তরে সরকারের একটি প্রকল্প রয়েছে। ‘আশা’ প্রকল্পের ওই যাঁরা চাকরি করেন তাঁদের আশা কর্মী বলা হয়। গত বছর ধরে পাহাড়ের তিনটি মহকুমায় ১৪৪০টি এই ধরণের পদ ফাঁকা রয়েছে। মোর্চার অভিযোগ, শূন্যপদ নিয়োগ তো দূরের কথা কিছু কিছু ক্ষেত্রে নিয়োগে একাংশ আধিকারিক নিজের পছন্দের লোক ঢুকিয়েছেন। প্রশাসনের তরফে মোর্চার অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। |