টুকরো খবর
কোন্দলে হার জল্পেশে
শাসক জোট একসঙ্গে লড়ে ময়নাগুড়ির একটি স্কুল পরিচালন সমিতি দখল করলেও দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যুদস্ত হল তৃণমূল কংগ্রেস। সেখানে ক্ষমতা ফের দখলে রাখতে সফল বামফ্রন্ট। রবিবার ময়নাগুড়ি বালিকা বিদ্যালয় এবং জল্পেশ হাই স্কুলে নির্বাচন হয়। গভীর রাতে ফলাফল প্রকাশের পরে শহরের রাস্তায় উৎসবে মাতেন কংগ্রেস-তৃণমূল কর্মীরা। অন্যদিকে জল্পেশ এলাকায় তৃণমূল শিবিরে ক্ষোভ দানা বাঁধে। তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সহকারি সভাপতি শশাঙ্ক বসুনিয়া বলেন, “মানুষ জোটকে চায়। কেউ যদি ওই আবেগকে গুরুত্ব না দেয় তার ফল ভুগতে হবে। জল্পেশ হাই স্কুল পরিচালন সমিতির নির্বাচনে প্রতিটি প্রার্থীর জয়ের সম্ভাবনা ছিল। আমাকে হেনস্থা করার জন্য দলের কিছু নেতা জোট নীতি অস্বীকার করে গোঁজ প্রার্থী দেয়। ভোট কাটাকুটির সুযোগে বামফ্রন্ট সমর্থিতরা জয়লাভ করে। এটা দুর্ভাগ্যজনক।” ময়নাগুড়ির কংগ্রেস নেতৃত্বও মনে করেন তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব না-থাকলে বালিকা বিদ্যালয়ের মতো জল্পেশ স্কুলের ফল হত। দলের ব্লক সভাপতি প্রদীপ ঘোষাল বলেন, “তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে ভাল সময়েও জল্পেশ স্কুল পরিচালন সমিতি হাতছাড়া হল।” কংগ্রেস নেতৃত্বের দাবি, অন্য কিছু নয়। শুধুমাত্র মজবুত ঐক্যের কারণে ২৫ বছর পরে বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতি বামফ্রন্টের হাতছাড়া করা সম্ভব হয়েছে। দলের ব্লক সভাপতি বলেন, “জোট মজবুত হলে কী ফল হতে পারে সেটা বালিকা বিদ্যালয়ের ফলাফল থেকে স্পষ্ট।” ওই স্কুলের ছয়টি আসনের প্রতিটি দখল করেছে কংগ্রেস-তৃণমূল জোট। সব চেয়ে বেশি ভোটে জয়লাভ করেছেন তৃণমূলের ভবেশ সাহা। এ ছাড়াও নির্বাচিত হয়েছেন গৌতম রায়, বিজয় রায়, শ্যামলী নাগ, সান্ত্বনা সাহা এবং সুরজিৎ সরকার।

দুই স্কুলে জয়ী জোট
জলপাইগুড়ির দেশবন্ধু নগর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি দখল করেছে কংগ্রেস-তৃণমুল জোট। রবিবার পরিচালন সমিতির নির্বাচনে ৬টি আসনের সবকটিতেই জোট প্রার্থীরা জয়ী হন। ৩৫ বছর সিপিএম তথা বামপন্থীদের দখলে থাকার পরে জোটের দখলে গিয়েছে দেশবন্ধুনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতি। রবিবার ওদলাবাড়ি উচ্চ বিদ্যালয়েও পরিচালন সমিতির ৬টি আসনের সবকটিতেই কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থীরা জয়ী হন। ষাটের দশকের পরে স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়নি বলে জানা গিয়েছে। তৃণমূলের ওদলাবাড়ি অঞ্চল সভাপতি মলয় দে বলেন, “এটি ঐতিহাসিক জয়।” অন্য দিকে, শহর লাগোয়া পাঁচিরাম নাহাটা উচ্চ বিদ্যালয়ের পরিচালন সমিতির নিরঙ্কুশ দখল পেয়েছে সিপিএম। রবিবারই এই স্কুলের পরিচালন সমিতির ভোট হয়। সমিতির ৬ টি আসনের সবকটিতেই সিপিএম প্রার্থীরা জয়ী হয়েছেন।

অসঙ্গতির অভিযোগ
সর্বশিক্ষা মিশনের জলপাইগুড়ির দফতরের প্রকাশিত একটি টেন্ডারের বিরুদ্ধে অসঙ্গতির অভিযোগ তুলেছে যুব কংগ্রেস। সোমবার যুব কংগ্রেসের তরফে মিশনের প্রকল্প আধিকারিককে স্মারকলিপি দিয়ে এই অভিযোগ জানানো হয়েছে। ২১ নভেম্বর ৬ হাজার ডিকশনারি সরবরাহের ওই দরপত্র চাওয়া হয়েছিল। যুব কংগ্রেসের অভিযোগ, ওই টেন্ডারে ডিকশনারির কোনও মাপ উল্লেখ করা হয়নি। তার মূল্যের কথাও উল্লেখ নেই। টেন্ডার জমা দেওয়া এবং খোলার তারিখও উল্লেখ করা হয়নি। সর্বশিক্ষা মিশনের দফতর সূত্রে জানানো হয়েছে, স্মারকলিপির দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে।

স্কুল ক্রীড়া হল শিলিগুড়িতে
দার্জিলিং জেলা প্রাথমিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা হল। সোমবার ফাঁসিদেওয়ার বিধাননগরে ওই প্রতিযোগিতা হয়। উদ্বোধন করেন ফাঁসিদেওয়ার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী সুনীল তিরকি। হাজির ছিলেন প্রাথমিক স্কুল সংসদের চেয়ারম্যান সমর চক্রবতী, জেলা বিদ্যালয় পরিদর্শক আব্দুস সালাম, নকশালবাড়ির বিধায়ক শঙ্কর মালাকার, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পীযূষ সিংহ, বিভাস চক্রবর্তী, বরুণ সরকার।

চালক গ্রেফতার
বাসের ধাক্কায় শিক্ষক মৃত্যুর ঘটনায় চালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে অভিযুক্ত চালককে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। বাসটিকেও আটক করা হয়েছে। ধৃত প্রমোদ পালের বাড়ি শান্তিনগরে। বাসের মালিককে গ্রেফতারের দাবি জানিয়ে এদিন প্রধাননগর থানায় বিক্ষোভ দেখায় মৃত শিক্ষকের সহকর্মীরা। তাঁরা অতিরিক্ত পুলিশ সুপারের অফিসেও গিয়ে বাসের মালিককে গ্রেফতারের দাবি জানায়। পুলিশের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। শিক্ষকদের অভিযোগ, দুর্ঘটনার কথা জানতে পেরেও বাসের মালিক চালককে আত্মসমর্পণ করতে বলেনি। উল্টে তাঁকে বাস চালানোর পরামর্শ দেয়। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, ‘‘বাসের মালিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে স্কুলে যাওয়ার পথে দার্জিলিং মোড়ে বাসের ধাক্কায় মারা যান আমির রাই (৩০) নামে দাগাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক। একটি স্কুল বাস পেছন থেকে তাঁর মোটরবাইকে ধাক্কা দেয় বলে অভিযোগ। বাসটি পালিয়ে যায়। নম্বর দিয়ে প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন স্কুলের শিক্ষকরা। এদিন বাসটিকে রাস্তায় চলতে দেখে পুলিশে খবর দেন স্কুল কর্তৃপক্ষ। সেই সময় বাস ও তার চালককে আটক করে পুলিশ। ভবনের দাবি। শিলিগুড়ি কমার্স কলেজের ভবন তৈরির দাবিতে সোমবার অধ্যক্ষকে স্মারকলিপি দিল তৃণমূল ছাত্র পরিষদ।

পুড়ে মৃত বৃদ্ধ
আগুনে পুড়ে মৃত্যু হল এক বৃদ্ধের। সোমবার রাত সাড়ে ৭টা নাগাদ ঘটনাটি ঘটে প্রধাননগর থানার পূর্বাচল বস্তিতে। মৃতের নাম মৃনমা ওয়াংদে ভুটিয়া (৮০)। এদিন বাড়ির শোওয়ার ঘরে অগ্নিদগ্ধ অবস্থায় পাওয়া যায় তাঁকে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে পুলিশ। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ওই বৃদ্ধ বাড়িতে একা ছিলেন সেই সময় অগ্নিদগ্ধ হন। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শরীরের একটি অকেজো হয়ে পড়েছিল। বৃদ্ধের ছেলে দাওয়া ওয়াংদে ভুটিয়া কর্মসূত্রে বাইরে থাকেন। ছেলেরে স্ত্রী এবং নাতনিকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন। এদিন ছেলের স্ত্রী চাকরির কাজে জলপাইগুড়ি যান।চ সন্ধ্যায় নাতনি টিউশন পড়তে বাড়ি থেকে বের হয়। সেই সময় আগুন লাগার ঘটনা ঘটে। প্রতিবেশীরা ওই বৃদ্ধের ঘরে আগুন দেখে পুলিশে খবর দেন। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।

অবরোধে নাজেহাল নিত্যযাত্রী
অফিসের সময় কংগ্রেসের রাস্তা অবরোধে যানজটে নাজেহাল হল যাত্রীরা। সোমবার সকাল ১১টা থেকে প্রায় আধ ঘন্টা মাটিগাড়া বাইপাসের সংযোগস্থলে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকরা। অবরোধে বাস, সিটি অটো সহ সমস্ত যানবাহন আটকে যায়। গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। অফিস যাত্রীরা চরম সমস্যায় পড়েন। কংগ্রেসের তরফে অবশ্য জানানো হয়, অফিস সময়ের জন্যই তারা দীর্ঘক্ষণ পথ অবরোধ করেননি। দার্জিলিং জেলা (সমতল) কংগ্রেস সহ সভাপতি অর্ধেন্দু বিশ্বাস বলেন, “যাত্রীদের হেনস্থা করার কোনও উদ্দেশ্য আমাদের ছিল না। দীর্ঘদিন ধরে মাটিগাড়ার বাসিন্দারা সিটি অটো ও বাস নিয়ে সমস্যায় পড়েছেন। একটি গাড়িও নিয়ম মেনে মাটিগাড়া হয়ে চলাচল করছে না। বিষয়টি নিয়ে মহকুমা প্রশাসনের আধিকারিকদের কাছে দরবার করে লাভ হয়নি। এর পরেও সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামব।” শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। তাদের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’ কংগ্রেসের অভিযোগ, মাটিগাড়া হয়ে চলাচলের জন্য পরিবহণ দফতর যে সিটি অটোগুলির অনুমতি দিয়েছে সেগুলি নিয়ম মেনে চলাচল করছে না। কিছু বাস নিয়ম ভেঙে সরাসরি ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে চলাচল করছে। ছাত্রছাত্রীদের এবং এলাকার বাসিন্দাদের শিলিগুড়ি, মেডিক্যালে যাতায়াত নিয়ে চরম সমস্যায় পড়তে হয়। এদিন অবরোধে যানজটের খবর পেয়ে মাটিগাড়া থানার ওসি দীপাঞ্জন দাস গিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.