রাস্তা সারাই করার ঘোষণা
টানা ধমর্ঘটের হুমকির জেরে দুটি রাস্তা সারাইয়ের সুনির্দিষ্ট দিন ঘোষণা করল দার্জিলিং জেলা প্রশাসন। তাতেই কিছুটা সুর নরম করল লাগাতার ট্যাক্সি ধমর্ঘটের ডাক দেওয়া দুটি সংগঠন। আজ, মঙ্গলবার শিলিগুড়ি-দার্জিলিঙে ট্যাক্সি ধমর্ঘটে প্রত্যাহারের কথা না বললেও পিকেটিং করবেন না বলে জানিয়ে দিলেন চালকদের দুটি সংগঠন। আর যে গাড়ির চালকেরা রোহিণীর মত ভাঙাচোরা রাস্তায় চলাচল করবেন তাঁদের ‘সাহসিকতা’র জন্য খাদা পড়িয়ে গাঁধীগিরি করবেন আন্দোলনকারীরা। সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগির দফতরে পুলিশ-প্রশাসনের সঙ্গে দুই দফায় চালক সংগঠনগুলির বৈঠক হয়। তরাই চালক সংগঠনের সাধারণ সম্পাদক সবিন থাপা বলেন, “দ্রুত কাজ শুরু হচ্ছে বলে প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছেন। এ ছাড়া পার্কিং, মংপু-মিরিকের মত ঘুরপথে যাওয়ার ছাড়পত্র, ভাড়া জাতীয় সমস্যা নিয়ে আগামী ৮ ডিসেম্বর জেলাশাসক বৈঠক ডেকেছেন। আমরা ধর্মঘট করছি না কিন্তু নিজেরা গাড়ি চালাব না, পিকেটিং করব না।” একই ভাবে শিলিগুড়ি-দার্জিলিং মেন লাইন ট্যাক্সি ড্রাইভার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কবীন্দ্র গুরুঙ্গ বলেন, “ধর্মঘট তোলার কথা আমরা বলছি না। আমরা স্বেচ্ছায় রাস্তা সংস্কারের দাবিতে গাড়ি চালব না। তবে কাউকে গাড়ি চালাতে বাধাও দেব না।” দীর্ঘদিন ধরে ধসের জেরে বন্ধ থাকা শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী ৫৫ নম্বর জাতীয় সড়ক খোলা এবং রোহিণী রোড সংস্কারের দাবিতে গত রবিবার ধমর্ঘটের ডাক দেওয়া হয়। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য ধমর্ঘট করা হবে বলে সংগঠনগুলির তরফে হুমকি দেওয়া হয়েছিল। জেলাশাসক সৌমিত্র মোহন বলেন, “আগামী ৮ ডিসেম্বর ফের সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসব।” প্রশাসনিক সূত্রের খবর, আগামী ২৫ ডিসেম্বর থেকে রোহিণীর রাস্তা সংস্কারের কাজ এবং ১০ জানুয়ারি থেকে ৫৫ নম্বর জাতীয় সড়ক মেরামতের কাজ শুরু হবে বলে সংগঠনগুলিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে। গাড়ি না চললে সাধারণ যাত্রী, পর্যটক থেকে শুরু করে বিমান, ট্রেনের যাত্রী, ছাত্রছাত্রীরা দুর্ভোগে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। একদিন পাহাড়ে গাড়ি বন্ধ থাকলে রসদেও টান পড়ে। এদিন দার্জিলিং শহরেও ধমর্ঘটের সমর্থনে পোস্টার দেওয়া হয়। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “তরাই চালক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাস্তার সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। ৫৫ নম্বর জাতীয় সড়ক এবং রোহিণী রোড দ্রুত সংস্কারের কাজ শুরু করার দিনক্ষণও জানিয়ে ওঁদের জানিয়ে দেওয়া হয়েছে।” পাহাড়ের অল ট্রান্সপোর্ট জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি নরবু লামা বলেন, “দীর্ঘদিন ধরে দার্জিলিং-শিলিগুড়ি যাতায়াতের রাস্তাগুলির দুর্বিষহ অবস্থা। প্রশাসন আশ্বাস দিলেও কাজ হচ্ছে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.