l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
নেতৃত্বকে দুষে সিপিএমের
সম্মেলন শুরু জঙ্গলমহলে
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম
পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে ‘অবরোধ পর্বে’ সিপিএমের ‘জন-বিচ্ছিন্ন’ হয়ে পড়ার পিছনে অভিযোগের আঙুল উঠল দলীয় নেতাদের দিকেই। মানুষের পাশে না দাঁড়ানোর অভিযোগে নেতৃত্বকে দুষে সেখানে শুরু হল সিপিএমের লোকাল কমিটি স্তরের সম্মেলন। মোটামুটি ২০০৮-এর নভেম্বর থেকে ২০০৯-এর জুন পর্যন্ত সময়ে মাওবাদী এবং জনগণের কমিটির অবরোধ-আন্দোলনের রমরমা ছিল জেলার জঙ্গলমহলে। সিপিএমের লোকাল-সম্মেলনে অভিযোগ উঠেছে, ওই ‘অবরোধ পর্বে’ এলাকায় একের পরে এক মাওবাদী হামলায় দলীয় সমর্থকেরা খুন হলেও অনেক ক্ষেত্রেই ‘সন্ত্রস্ত’ পরিস্থিতির কথা বলে নিহতদের বাড়িতে শীর্ষ নেতৃত্ব যাননি। নিহতদের পরিজনদের পাশে থাকার অঙ্গীকার করেছেন দলীয় নেতারা। কিন্তু কার্যত তা ভুলে যাওয়া হয়েছে। অনেক নেতা আবার মাওবাদী-কমিটির হামলার আশঙ্কায় এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন ‘নিরাপদ আশ্রয়ে’।
বিস্তারিত...
মুখ্যমন্ত্রীর কাছে নেতারা, সাউদ অধরাই কেতুগ্রামে
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম
মন্ত্রীর পাশে বসে সভা করে যাওয়ার পরে গোটা দিন পেরিয়ে গেলেও খুনে অভিযুক্ত তৃণমূল নেতা সাউদ মিয়াঁকে ধরতে পারল না পুলিশ। তাঁকে আত্মসমর্পণ করানো বা অন্য কোনও ব্যবস্থা নেওয়া হতে পারে, এমন কোনও ইঙ্গিত তৃণমূলের তরফেও মেলেনি। খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্য পুলিশের দায়িত্বে, সেখানে পুলিশেরই বিরুদ্ধে ‘সন্ত্রাসের’ অভিযোগ তুলে রবিবার বর্ধমানের কেতুগ্রামে জনসভা ডেকেছিল তৃণমূল। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা তৃণমূল সভাপতি তথা কেতুগ্রামের দলীয় পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল এবং দুই বিধায়কের সঙ্গে সাউদও সেই মঞ্চে আগাগোড়া হাজির ছিলেন। কিন্তু ভিড়ের মধ্যে তাঁকে ধরতে গেলে ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ হতে পারে দাবি করে পুলিশ তাঁকে গ্রেফতার করেনি। আনন্দবাজার পত্রিকায় এই সংবাদ প্রকাশের পরেই সোমবার মহাকরণে গিয়ে মমতার সঙ্গে দেখা করেন চন্দ্রনাথবাবু। অনুব্রতবাবু ছাড়াও কেতুগ্রামের বিধায়ক শেখ সাহানেওয়াজ তাঁদের সঙ্গে ছিলেন।
বিস্তারিত...
রিষড়ার ‘অপহৃত’ তরুণ উদ্ধার রৌরকেলায়
নিজস্ব সংবাদদাতা • রিষড়া
কলকাতা থেকে ‘অপহৃত’ হুগলির রিষড়ার এক যুবককে আহত অবস্থায় পাওয়া গেল ওড়িশার শিল্পনগরী রৌরকেলার রাস্তায়। গত শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন রিষড়ার লক্ষ্মীপল্লির বাসিন্দা বছর বাইশের অমিত সিখওয়ান। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ুয়া ওই যুবকের দাবি, ওই দিন তিনি মোবাইল সারানোর জন্য কলকাতার চাঁদনি চকে এসেছিলেন। সেই সময়েই তিন যুবক তাঁকে একটি গাড়িতে চাপিয়ে তাকে তুলে নিয়ে যায়। অমিতের কথায়, “আমাকে বেহুঁশ করে দেওয়া হয়েছিল। চোখ খুলতে বুঝতে পারি ওড়িশায় রয়েছি।” অমিত জানান, রৌরকেলার অঙ্গুল এলাকার একটি বাড়িতে তাঁকে রাখা হয়েছিল। ব্লেড দিয়ে হাত, গলা, বুক কেটে দেওয়া হয়। ৩-৪টি ইঞ্জেকশনও দেওয়া হয়। ‘অপহরণ’কারীরা হিন্দিতে কথা বলছিল। রবিবার বিকেলে জাতীয় সড়কের ধারে তাঁকে তারা ফেলে দিয়ে যায়। এক বিদেশির সহায়তায় তিনি হাসপাতালে পৌঁছন। খবর পেয়ে রৌরকেলা প্ল্যান্ট সাইট থানা তদন্ত শুরু করেছে।
বিস্তারিত...
‘পুলিশি হয়রানি’তে ক্ষুব্ধ সুশান্ত ঘোষের পরিজনেরা
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা রোড
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডের সূত্রে পুলিশ তাঁদের ‘অযথা হয়রান’ করছে বলে অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের পরিজনেরা। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ চন্দ্রকোনা রোডের বেনাচাপড়ায় সুশান্তবাবুর পৈতৃক বাড়িতে তাঁর ভাই প্রশান্ত ঘোষের সম্পত্তি ‘বাজেয়াপ্ত’ করতে যায় গড়বেতার পুলিশ। ৫টি গাড়ি নিয়ে হাজির হন গড়বেতার সিআই দেবাশিস মজুমদার, ওসি শৈলেন বিশ্বাসরা। সঙ্গে মহিলা পুলিশ-সহ বিশাল বাহিনী। ঘিরে ফেলা হয় বাড়ি। সুশান্তবাবুর জেঠতুতো ভাইয়ের স্ত্রী অণিমাদেবী দরজা খুলতেই প্রশান্তবাবুর সম্পত্তি ‘বাজেয়াপ্ত’ করা হবে বলে জানায় পুলিশ। কিন্তু আদালতের তরফে প্রশান্তবাবুর নামে ‘হুলিয়া’ জারি হলেও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ জারি হয়নি বলে দাবি করেন অণিমাদেবীরা। তাঁরা এমনও বলেন, বেনাচাপড়ার বাড়িতে যাবতীয় জিনিসপত্র যৌথ পারিবারিক সম্পত্তি।
বিস্তারিত...
কোচবিহারে ফ্রন্টের আইন অমান্য
আন্দোলনে যোগ দিল না ফব
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
সিপিএমের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী বামফ্রন্টের আইন অমান্য কর্মসূচিতে অংশগ্রহণ করল না ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটি। জেলা বামফ্রন্ট সূত্রের খবর, সোমবার তুফানগঞ্জে বামেদের আইন অমান্য আন্দোলন ছিল। দুপুর নাগাদ মহকুমাশাসকের দফতরের সামনে সন্ত্রাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, একশো দিনের কাজ ও ফসলের ন্যায্য দামের মতো ১২ দফা দাবিতে আইন অমান্য আন্দোলনে নামে কোচবিহার জেলা বামফ্রন্ট। কিন্তু, ফরওয়ার্ড ব্লকের কর্মী ও সমর্থকেরা ওই আন্দোলনে যোগ দেননি। সম্প্রতি সিপিএমের বিভিন্ন লোকাল সম্মেলনের প্রতিবেদনে ফরওয়ার্ড ব্লকের কড়া সমালোচনা করা হয়। একটি প্রতিবেদনে লেখা হয়, আগামী পঞ্চায়েত নির্বাচনে ফব-র সঙ্গে কংগ্রেস-তৃণমূলের জোট হতে পারে মাথায় রেখে এগোতে হবে। দিনহাটা, ভেটাগুড়ি ও নিগমনগর, প্রতিটি এলাকার সম্মেলনে ফব-র সমালোচনা করা হয়।
বিস্তারিত...
যুবভারতীতে অন্তর্ঘাত, সন্দেহ মুখ্যমন্ত্রীরও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
যুবভারতীতে রবিবার বিদ্যুৎ-বিভ্রাটের পরে অন্তর্ঘাতের জোরালো অভিযোগ করেছিল মোহনবাগান। সেই অভিযোগকে কার্যত সমর্থন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মহাকরণে ঘটনার তদন্তের নির্দেশ দিয়ে মমতা বলেছেন, “কারা লাইন কেটে আলো নিভিয়ে দিয়েছে, তার তদন্ত হবে। তাতেই সব বেরিয়ে পড়বে।” যদিও ম্যাচের পরে রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র বলেছিলেন, “রাজ্য বিদ্যুৎ পর্ষদ থেকে সরবরাহ বন্ধ হওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে। কোনও অন্তর্ঘাতের ঘটনা ঘটেনি।” যুবভারতীর ‘অন্ধকারের লজ্জা’র সর্বশেষ সংস্করণ ছিল লিওনেল মেসিদের আর্জেন্তিনার সঙ্গে ভেনেজুয়েলার ম্যাচ। সেই ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে নিভে গিয়েছিল আলো। ক্রীড়ামন্ত্রী তখন বলেছিলেন, তদন্ত কমিটি গড়ে বিষয়টি খতিয়ে দেখা হবে। সেই তদন্ত রিপোর্ট আজও প্রকাশিত হয়নি। এ দিন অবশ্য মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ক্রীড়ামন্ত্রী ফের বলেছেন, “তদন্ত রিপোর্ট পাওয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্তারিত...
দুর্নীতি রুখতে কমিটি গড়ার সিদ্ধান্ত গুরুঙ্গের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা। পাহাড়ের মানুষের কাছে পরিচিত নাম। এবং সর্বোপরি গ্রহণযোগ্যতা। এই তিনটি বিষয়কেই মাথায় রেখেই পাহাড়ে তিন পুরসভার চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে বলে জানাল গোর্খা জনমুক্তি মোর্চা। গত রবিবার দলীয় সমাবেশ থেকে মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ তিন চেয়ারম্যানের নাম আনুষ্ঠানিকভাবে জানান। মোর্চার তরফে ভোটের প্রার্থী তালিকা ঘোষণার পরেই পাহাড়ের ওই তিন পুরসভার চেয়ারম্যান কারা হচ্ছে তা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল। বাকি ছিল শুধুমাত্র দলীয় সভাপতির গুরুঙ্গের সিলমোহর। সেই সঙ্গে তিনটি পুর এলাকায় স্বচ্ছ প্রশানিক অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের চেয়ারম্যানের পদে বসানো ছাড়াও আরেকটি কড়া বার্তা দিয়েছেন গুরুঙ্গ। ঠিক হয়েছে, প্রতি পুর এলাকায় ‘অ্যান্টি করাপশন কমিটি’ (এসিসি) তৈরি হবে। মোর্চা সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছেন ধরে নিয়েই মোর্চা সভাপতি তিনটি নাম ঠিক করে নেন। এরমধ্যে কালিম্পঙের এলবি পারিয়ার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত আমলা। দার্জিলিঙের অমর সিংহ রাই দীর্ঘদিন ঐতিহ্যবাহী লরেটো কলেজের ভাইস প্রিন্সিপাল ছিলেন।
বিস্তারিত...
সন্তানদের কবর দেওয়া হয়েছে তো,
টেলিফোনে প্রশ্ন হাদির
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
চারটি শিশুর অপমৃত্যুর ঘটনায় নাম জড়িয়ে যাওয়া হাদি কুরেশির সন্ধানে এ বার ইলাহাবাদে যাবে পুলিশ। পুলিশের কাছে হাওড়ার টিকিয়াপাড়ার বাসিন্দা, হাদি কুরেশির ভাই সাবির দাবি করেছেন, নিখোঁজ হওয়ার ৬ দিন পরে, রবিবার দাদার ফোন পান তিনি। যে ফোন ইলাহাবাদ থেকে এসেছে বলে প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে পুলিশ। হাওড়া পুলিশের ডেপুটি কমিশনার সুকেশ জৈন বলেন, “প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ওই ফোন এসেছিল ইলাহাবাদ থেকে। আমরা সেখানে পুলিশ পাঠাব। চারটি শিশুর মৃত্যুর ব্যাপারে অভিযোগ দায়ের হলে পুলিশ মামলা শুরু করে তদন্ত করবে।” মানসিক অবসাদগ্রস্ত হাদি টিকিয়াপাড়ায় শ্বশুরবাড়িতে থাকতেন। কোনও কাজ করতেন না। গত ১৪ নভেম্বর সেখানেই এক আত্মীয়ের বিয়ের পাকা দেখার অনুষ্ঠানে সপরিবার যোগ দিতে যান। খাওয়া-দাওয়ার পরে নিজের ছোট ছোট তিন ছেলেমেয়ে এবং শ্যালিকার ছেলেকে নিয়ে কোনও এক ফাঁকে বেরিয়ে পড়েন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
রাজখোয়া মধ্যস্থ হোন,
চান কেএলও-রা
অভাবে অর্ধাহারে
আদিবাসীরা
দক্ষিণবঙ্গ
ক্ষতিপূরণের চেক নিয়ে
দ্বন্দ্বে ফের কাজ বন্ধ
স্ত্রীকে মেরে শিশুর পেটে
আর নিজের গলায় কাঁচি
বর্ধমান
প্রতারণায় অভিযুক্ত
শিক্ষা প্রতিষ্ঠান,
বিক্ষোভ পড়ুয়াদের
শ্মশানের পথে সেতুতে
ভেঙেছে রেলিং
পুরুলিয়া
অব্যস্থায় ধুঁকছে
বড়হাট, পুরসভার
উদাসীনতায় ক্ষোভ
৬০ নম্বর জাতীয় সড়ক
এখন খন্দ-পথ
মুর্শিদাবাদ
লছিমনের দাপটে
জেরবার বহরমপুর
পরস্পরের প্রশংসা
সুব্রত-সোহরাবের
মেদিনীপুর
সঙ্কট মেটাতে প্রতিটি ব্লকে
সার-গুদাম তৈরির সিদ্ধান্ত
ধুঁকছে খড়্গপুর বাসস্ট্যান্ড
কলকাতা
২৮.৭/১৯.৪
আজকের দিনে
• ১৯৪৩:
লেবাননের স্বাধীনতা দিবস।
• ১৯৮৪:
মার্কিন অভিনেত্রী
স্কারলেট জোহানসনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.