এক্স-রে প্লেটের
অভাবে বিপাকে রোগী |
নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর: জেলা জুড়ে সরকারি হাসপাতালগুলিতে এক্স রে প্লেটের আকালে বিপর্যস্ত রোগীরা। দু’একটি হাসপাতালে যদিও বা এক্স রে প্লেট রয়েছে, প্রয়োজনের তুলনায় এতই কম যে, তা দিয়ে খুব জরুরি কাজ ছাড়া কিছু করাই যায় না। কোনও হাসপাতালে এক্স রে যন্ত্রই নেই। আবার কোনও কোনও হাসপাতালে এক্স রে যন্ত্র থাকলেও তা চালাতে জানেন এমন কোনও লোক নেই। অনেক হাসপাতালে আবার অর্থোপেডিক সার্জেন নেই। তাই এই ধরনের বহু রোগীরই গন্তব্য হচ্ছে জেলা হাসপাতাল। |
|
প্রকাশ পাল, শ্রীরামপুর: খোদ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা চিকিৎসকদের ‘দায়সারা’ মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। এই আশ্বাসের পরেও সাত দিন কেটে গিয়েছে। কেমন চলেছে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের কাজকর্ম?
সোমবার সকাল ৯টা। দেখা গেল, বহির্বিভাগে একমাত্র দন্ত বিশেষজ্ঞ এসেছেন। প্রতিদিনের মতোই সুপারিন্টেন্ডেন্টও হাজির। আর বাকিরা? সকাল সওয়া ৯টা। সাধারণ বিভাগে এক জন চিকিৎসক এলেন। থাকার কথা দু’জনের। তখনও খোলেনি ব্লাডব্যাঙ্কের তালা। |
কে ভাঙবে ‘ঘুঘুর বাসা’,
প্রশ্ন শ্রীরামপুর ওয়ালশে |
|
৪ বছর বন্ধ আইসিইউ |
 |
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: পরিকাঠামোর অভাবে গত চার বছর ধরে বন্ধ হয়ে রয়েছে রায়গঞ্জ জেলা হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। হাসপাতালে নেই হৃদরোগ বিশেষজ্ঞ। ফলে গত চার বছর ধরে হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ, বারবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সমস্যার কথা রাজ্য স্বাস্থ্য দফতরকে জানানো হলেও পরিকাঠামোর উন্নয়ন করে আইসিইউ খোলার ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। |
|
খবর নিতেই নড়েচড়ে
বসল হোম-হাসপাতাল |
 |
|
এ বার প্রসূতির
পায়ে বিড়ালের আঁচড় |
খয়রাশোলের গ্রামে
ছড়াল পেটের রোগ |
|
 |
অব্যবস্থার অভিযোগ,
বিক্ষোভ স্বাস্থ্যকেন্দ্রে |
|
টুকরো খবর |
|
|