টুকরো খবর
অশালীন আচরণের অভিযোগ
মহিলা ওয়ার্ডে ঢুকে রাতের বেলায় এক রোগিণীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে হাসপাতালের এক পাহারাদারের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের মহিলা ওয়ার্ডের কেবিনে। ওই ঘটনার পরে পুলিশের কাছে অভিযোগও জমা পড়েছে। পুলিশ জানায়, ছোটন মোহান্ত ওরফে পিন্টু নামের গেটম্যান ফেরার হয়ে গিয়েছে। আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “হাসপাতালে রাতের বেলায় এক রোগিণীর সঙ্গে একজন পাহারাদার অশালীন আচরণ করেছে খবর পেয়েছি। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি।” আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার শিখাদ্রি শেখর দাশগুপ্ত জানান, সোমবার সকালে এক রোগিণীর পরিবারের তরফে লিখিত অভিযোগ করা হয়। বিষয়টি হাসপাতালের পক্ষ থেকে আলিপুরদুয়ার থানার পুলিশকে জানানো হয়। রোগিণীর বাড়ি হ্যামিল্টনগঞ্জে। তাঁর পরিবারের লোকজন জানান, রবিবার শ্বাস কষ্ট হওয়ায় সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ রোগিণীকে আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টা পর্যন্ত হাসপাতালের ভেতর স্ত্রীর পাশে ছিলেন স্বামী। একজন আয়া নিয়োগ করা হয়। রাতে বাড়ির লোকজন খবর পান, বধূটি বেশি অসুস্থ বোধ করছেন। তখন তাঁরা ওয়ার্ডে গেলে পাহারাদার অসভ্য আচরণ করেছেন বলে অভিযোগ পান। কর্তব্যরত আয়াও সাক্ষ্য দেন বলে বাড়ির লোকজনদের দাবি। আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু জানান আলিপুরদুয়ার হাসপাতালে দীর্ঘ দিন ধরে নিরাপত্তার অভাব রয়েছে। তাঁর অভিযোগ, রাতের বেলায় হাসপাতালে মদের আড্ডাও বসে।

শিশুমৃত্যু কমাতে সচেতনতা শিবির
নিজস্ব চিত্র।
গোটা দেশেই শিশুমৃত্যুর হার নিয়ে চিন্তিত বিভিন্ন মহল। কী ভাবে তা কমানো যাবে, তা নিয়ে রাজ্য সরকারও ভাবনা-চিন্তা শুরু করেছে। গত ১৯ নভেম্বর ন্যাশনাল নিওনেটলজি ফোরামের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে বিশ্ব নবজাতক সপ্তাহ উদযাপন ও জনসচেতনতা কর্মসূচি নেওয়া হয় বাগনানে। অনুষ্ঠানের মুখ্য সংগঠক অনুপ মঙ্গল জানান, গত পাঁচ বছরে শিশুমৃত্যুর হার আমাদের দেশে কমছেই না। অথচ ৮০ শতাংশ নবজাতককে খুবই সাধারণ এবং সামান্য পরিচর্যা করলেই শিশুমৃত্যুর হার কমানো যায়। খুব কম নবজাতকেরই বিশেষ যত্নের প্রয়োজন। বিশ্বের ২০ শতাংশ নবজাতক ভারতে জন্মায়, যাদের ৩০ শতাংশই মারা যায়। এই হার কমানোর জন্য তিনটি বিষয়ের উপর জোর দিতে বলা হয়েছে নবজাতকদের মায়েদের। প্রথমত, নবজাতককে মাতৃদুগ্ধ পান করানো সব থেকে গুরুত্বপূর্ণ। এর ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নবজাতকের ক্ষেত্রে খুবই জরুরি। সামান্য ধুলো-ময়লা থেকে নানা ধরনের সংক্রমণ ছড়াতে পারে। তৃতীয়ত, ঠান্ডা লাগা নবজাতকের ক্ষেত্রে বিপজ্জনক। শিশুর ঘর গরম রাখা বা তাকে মায়ের শরীরের উষ্ণতা দেওয়া দরকার। এই বিষয়গুলির উপরেই ফোরামে আলোচনা হয়। উপস্থিত ছিলেন চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা। শ’দুয়েক নবজাতকের মায়েরাও এসেছিলেন। এ দিন পদযাত্রার আয়োজন হয়।

স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা শিবির
ক্লাব সেপকো ও দ্য মিশন হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে রবিবার সেপকো এলাকায় একটি বিনামূল্যে স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বিশেষ করে কার্ডিয়াক ও ডায়াবেটিক রোগীদের পরীক্ষা করা হয় ওই শিবিরে। এলাকার প্রায় একশো জন বাসিন্দা ওই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। অন্য দিকে, পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড তৃণমূলের পক্ষ থেকে শনিবার মামরা এলাকায় একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। বিশেষ ভাবে স্তন ক্যানসারের প্রাথমিক পরীক্ষা করেন চিকিৎসকেরা। উদ্যোক্তাদের পক্ষে নিত্যানন্দ বৈদ্য জানান, স্তন ক্যানসারের প্রকোপ দিন দিন বাড়ছে। তাই এই বিষয়ে সচেতনতা গড়তে এ দিনের স্বাস্থ্য শিবির আয়োজিত হয়।

অ্যাম্বুল্যান্স চালু
জেলার গঙ্গাজলঘাটি ও মেজিয়া শিল্পাঞ্চলে প্রয়োজনের তুলায় অ্যাম্বুল্যান্সের সংখ্যা খুবই কম। সোমবার ওই অঞ্চলের বাসিন্দাদের জন্য একটি অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করল তৃণমূল। এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষ। দুর্লভপুরের শ্যামল গোস্বামীস প্রসেনজিৎ চক্রবর্তীরা বলেন, “নতুন অ্যাম্বুল্যান্স পেলে আমাদের সমস্যা অনেকটা মিটবে।” স্থানীয় লটিয়াবনি অঞ্চল তৃণমূল সভাপতি নিমাই মাঝি বলেন, “অ্যাম্বুল্যান্সটি এলাকার মানুষের সুবিধার্থে ব্যবহার করা হবে।” অনুষ্ঠানে উপস্থিত জেলা তৃণমূল সভাপতি তথা আবাসনমন্ত্রী শ্যাম মুখোপাধ্যায় জানান, ৫০০ কোটি টাকা খরচ করে গোটা রাজ্যে ৫২ হাজার বাড়ি তৈরি করছে রাজ্য সরকার। বাঁকুড়ায় জেলায় তিন হাজার বাড়ি তৈরি হবে।

স্বাস্থ্যশিবির
খড়্গপুরের দেবলপুর হলিবাড স্কুলের উদ্যোগে স্বাস্থ্য শিবির হল রবিবার। ১০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসক অমূল্যকুমার পট্টনায়ক, গৌতম সাহা, ইন্দ্রনীল কুলাভি, শুভেন্দু পাল চৌধুরী। এ দিনই স্কুলে বয়স্ক শিক্ষা শিবিরের উদ্বোধন করেন খড়্গপুরের পুরপ্রধান জহরলাল পাল। ছিলেন দীপক দাশগুপ্ত, অজয় বাকলি, শেখ হানিফ প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.