নোটিস ছাড়াই ‘হানা’
‘পুলিশি হয়রানি’তে ক্ষুব্ধ সুশান্ত ঘোষের পরিজনেরা
দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ডের সূত্রে পুলিশ তাঁদের ‘অযথা হয়রান’ করছে বলে অভিযোগ করলেন প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের পরিজনেরা। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ চন্দ্রকোনা রোডের বেনাচাপড়ায় সুশান্তবাবুর পৈতৃক বাড়িতে তাঁর ভাই প্রশান্ত ঘোষের সম্পত্তি ‘বাজেয়াপ্ত’ করতে যায় গড়বেতার পুলিশ। ৫টি গাড়ি নিয়ে হাজির হন গড়বেতার সিআই দেবাশিস মজুমদার, ওসি শৈলেন বিশ্বাসরা। সঙ্গে মহিলা পুলিশ-সহ বিশাল বাহিনী। ঘিরে ফেলা হয় বাড়ি। সুশান্তবাবুর জেঠতুতো ভাইয়ের স্ত্রী অণিমাদেবী দরজা খুলতেই প্রশান্তবাবুর সম্পত্তি ‘বাজেয়াপ্ত’ করা হবে বলে জানায় পুলিশ।
কিন্তু আদালতের তরফে প্রশান্তবাবুর নামে ‘হুলিয়া’ জারি হলেও সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ জারি হয়নি বলে দাবি করেন অণিমাদেবীরা। তাঁরা এমনও বলেন, বেনাচাপড়ার বাড়িতে যাবতীয় জিনিসপত্র যৌথ পারিবারিক সম্পত্তি। কিছুই প্রশান্তবাবুর একার নয়। পুলিশের কাছে ‘বাজেয়াপ্ত’ করার নোটিসও দেখতে চান অণিমাদেবীরা। তার পরেই পুলিশ জানায়, সম্পত্তি পরে বাজেয়াপ্ত করা হবে। আপাতত সম্পত্তির তালিকা তৈরি করা হবে। সেই তালিকা তৈরি করে তার প্রতিলিপি অণিমাদেবীকে দিয়ে এবং সই করিয়ে দুপুর ১২টা নাগাদ পুলিশ চলে যায়। তবে ২৬ নভেম্বর ফের আসবেন বলেও জানিয়ে যান পুলিশ অফিসারেরা।
বেনাচাপড়ার বাড়িতে সুশান্ত ঘোষের মা মৃন্ময়ীদেবীর সঙ্গে সম্পত্তির তালিকা হাতে অণিমাদেবী। নিজস্ব চিত্র
এই মামলায় গত ২৩ সেপ্টেম্বর মেদিনীপুর সিজেএম আদালতে ৫৮ জন সিপিএম নেতা-কর্মীর নামে চার্জশিট দিয়েছে সিআইডি। তার মধ্যে সুশান্তবাবু-সহ ১৯ জন জেলবন্দি। ‘ফেরার’ অভিযুক্তদের নামে ‘হুলিয়া’ জারি করে ২৫ নভেম্বরের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। হুলিয়া জারি হয়েছে সুশান্তবাবুর ভাই, ‘ফেরার’ প্রশান্ত ঘোষের নামেও। তবে ২৫ নভেম্বরের আগে সম্পত্তি বাজেয়াপ্ত করার কোনও নির্দেশ আদালত দেয়নি। তার পরেও কেন পুলিশ বেনাচাপড়ার ঘোষবাড়িতে সোমবার সকালে গেল, তার সদুত্তর মেলেনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কল্যাণ বন্দ্যোপাধ্যয়ের কাছে। তাঁরা বলেন, “বিষয়টি সিআইডি-র এক্তিয়ারভুক্ত।” যদিও এ দিন ওই বাড়িতে হানা দিয়েছিল জেলা পুলিশ। দাসেরবাঁধের ঘটনায় তদন্তকারী অফিসার সিআইডি-র ইনস্পেক্টর পূর্ণশিব মুখোপাধ্যায় আবার বলেন, “বেনাচাপড়ার বাড়িতে পুলিশের যাওয়ার সঙ্গে সিআইডি-র সম্পর্ক নেই।” অণিমাদেবী, সুশান্তবাবুর বৃদ্ধা মা মৃন্ময়ীদেবীদের অভিযোগ, “আমাদের হয়রান করতেই কোনও নোটিস ছাড়া বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। বিহিত চেয়ে এ বার আমরা আদালতের দ্বারস্থ হব।” অণিমাদেবীর অভিযোগ, “মাঝেমধ্যেই পুলিশ এসে আমাদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এ দিন আমরা দুই মহিলাই শুধু ছিলাম। পুলিশ আতঙ্কের পরিবেশ তৈরি করছে।” মৃণ্ময়ীদেবী বলেন, “আমাদের এ বাড়ির কোনও সম্পত্তিই ভাগ হয়নি। কোনটা প্রশান্তের পুলিশ বুঝবেই বা কী করে, বাজেয়াপ্তই বা করবে কী করে?”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.