পারস্পারিক কটূ কথা রাতারাতি কোলাকুলিতে বদলে গেল!
জঙ্গিপুরে একটি সড়ক নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে এসে জোটের বড় শরিক তৃণমূল সম্পর্কে কটাক্ষ তো দূরস্থান, উল্টে তৃণমূল তথা নতুন সরকারের কাজের প্রশংসা করলেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা মহম্মদ সোহরব। |
সোমবার জঙ্গিপুরে তিনি বলেন, “নতুন সরকার রাজ্য জুড়ে উন্নয়নে যে গতি এনেছে তার শরিক হতে পেরে ভাল লাগছে।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা। তাঁর প্রতি সোহরাবের মন্তব্য, “সুযোগ্য নেতা হিসেবে মন্ত্রী হয়েছেন সুব্রত। আমরা তাঁর সঙ্গে থেকেই উন্নয়নের কাজে হাত লাগাব।” দু’দিন আগেই জেলা তৃণমূল সভাপতি সুব্রতবাবু কংগ্রেসের দিকে তোপ দেগেছিলেন “পঞ্চায়েত নির্বাচনে একাই লড়াই করার ক্ষমতা রাখে তৃণমূল। আমরা একলা চলার প্রস্তুতিও নিচ্ছি।” এ দিন অবশ্য প্রতিমন্ত্রী জোট শরিকের ভূয়সী প্রশংসা করে বলছেন, “কংগ্রেস এবং সোহরাবদা’দের আর্শীবাদ পেয়েছি বলেই তৃণমূল প্রার্থী হিসেবে এখান থেকে জয়ী হতে পেরেছি। |
হাসপাতাল পরিদর্শনে সুব্রত সাহা |
সাংসদ হিসেবে প্রণববাবুর (মুখোপাধ্যায়) সহযোগিতাও সব সময় পেয়েছি। তিনি সকলের শ্রদ্ধেয় নেতা।” মহম্মদ সোহরাবকেও জোটের ‘শ্রদ্ধেয়’ নেতা হিসেবে সম্বোধন করে সুব্রতবাবু বলেন, “জঙ্গিপুরের উন্নয়নের জন্য সোহরাবদার অবদান ভোলার নয়। আমরা দু’জনে মিলে জঙ্গিপুরের উন্নয়ন তরান্বিত করব-ই।” মিঞাপুরের কাছে রেল সেতুর দু’দিকে ওই সড়কটির উদ্বোধন অবশ্য নতুন নয়। এর আগে বাম জমানায় ক্ষিতি গোস্বামীর পূর্ত মন্ত্রীত্বকালেও এই সড়কটির শিলান্যাস হয়েছিল। অভিযোগ, ২১ জানুয়ারি ওই সড়কের উদ্বোধন হলেও তারপরে আর কাজ এগোয়নি। যে ব্যাপারে সুব্রতবাবুর মন্তব্য, “টাকার সংস্থান না করেই শিলান্যাস করা হয়েছিল এই সড়কের। বামেরা এমন অনেক কিছুই করেছেন যা শিলান্যাসের পরে থমকে গিয়েছে।” |