টুকরো খবর
প্রধানের ইস্তফা
সুতি-২ এর উমরাপুর-শাহজাদপুর পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেসের সাফাতুল্লা শেখ। সোমবার বিডিও-র কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সাফাতুল্লা জানান, শারীরিক কারণেই তিনি ইস্তফা দিয়েছেন। ওই পঞ্চায়েতের মোট সদস্য ১৪। সিপিএমের ৯ জন ও কংগ্রেসের ৫ জনকে নিয়ে পঞ্চায়েত গঠিত হয়। প্রধান হন সিপিএমের মজিবুল রহমান। বছর খানেক আগে সাফাতুল্লা-সহ সিপিএমের ৩ সদস্য কংগ্রেসে যোগ দিয়ে প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। সাফাতুল্লা প্রধান নির্বাচিত হন। পঞ্চায়েতের কংগ্রেস নেতা গোলাম নাসের বলেন, “কংগ্রেসে যোগ দেওয়া এক সদস্য ফের সিপিএমে ফিরে যাওয়ায় সিপিএমের ৭ জন প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছে। উন্নয়ন ব্যহত হওয়ার আশঙ্কাতেই প্রধান ইস্তফা দিয়েছেন।” বিডিও সুকুমার বৈদ্য বলেন, “পদ্ধতি মেনেই ওঁর ইস্তফা গ্রহণ করা হবে।”

অনিয়ম, ক্ষোভ বিশ্ববিদ্যালয়ে
অনিয়মের অভিযোগ তুলে সোমবার সকালে হরিণঘাটার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে অবস্থান কর্মসূচী পালন করলেন অধ্যাপক সমিতির সদস্যেরা। সংগঠনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত দাস বলেন, “বহু দিন ধরেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে স্থায়ী লোক নেই। এ ব্যাপারে উপাচার্য কোনও ব্যবস্থাও নিচ্ছেন না। এমন কী শিক্ষকদের পদোন্নতির ব্যাপারেও উপাচার্যের কোনও উদ্যোগ নেই।” তাঁর আরও অভিযোগ, তফশিলি জাতি ও উপজাতির লোক নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ম মানছেন না উপাচার্য। তিনি জানান, এর প্রতিকারের দাবিতে আগামী ২৪ নভেম্বর থেকে রিলে অনশনও শুরু করবেন তাঁরা। যদিও সব অভিযোগ অস্বীকার করে উপাচর্য সরোজকুমার সান্যাল বলেন, “অভিযোগ সঠিক নয়। নিয়ম মেনেই সব করা হচ্ছে। সুনির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে নিশ্চই তদন্ত করে তা দেখা হবে।”

উদ্ধার ২ পড়ুয়া
রাস্তা থেকে দুই পড়ুয়াকে উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অয়ন দত্ত ও গোবিন্দ বিশ্বাস নামে কেজি ওয়ানের ওই দুই ছাত্র পূর্ণনগরের একটি বেসরকারি আবাসিক স্কুলের ছাত্র। অয়নের বাড়ি বাদকুল্লায় এবং গোবিন্দর বাড়ি হাঁসখালিতে। ধানতলার নোকারি গ্রাম থেকে ওদের উদ্ধার করে এলাকাবাসীরা রানাঘাট-২ বিডিও চঞ্চল বিশ্বাসের হাতে তুলে দেন। ওই দুই ছাত্রের সঙ্গে প্লাস্টিকের একটি ব্যাগে জামাকাপড় ছিল বলে জানা গিয়েছে। বিডিও বলেন, “রাস্তায় ওদের ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। ওরা ছেলে দু’টিকে আমার কাছে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারি ওরা বাড়ি যেতে চাইছে। স্কুলের পরিস্থিতি নিয়ে বিশদে খোঁজ নিতে এক অফিসারকে পাঠিয়েছিলাম। তারা ভাল রিপোর্ট দেওয়ার পরেই ছেলে দু’টিকে ফের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিই। স্কুলের তরফে জানানো হয়েছে, টিফিনের সময়ে পিছনের দরজা দিয়ে সম্ভবত ওরা বেরিয়ে গিয়েছিল।

মহিলার দেহ উদ্ধার
স্বামীর মৃত্যুর বারো ঘণ্টার মধ্যে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার রাঙিয়াপোতার বাসিন্দা প্রকাশ বিশ্বাসের (২৭) বাড়ি থেকেই তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির কারণে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন প্রকাশ। এ দিনই প্রকাশের স্ত্রী মৌমিতা বিশ্বাসকে (২৩) তাঁর বাপের বাড়ির লোকেরা মধুপুরে নিয়ে আসেন। সোমবার সকালে সেই বাড়িতেই গলায় গামছার ফাঁস লাগানো মৌমিতার দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ দু’টি ময়না-তদন্তের জন্য শক্তিনগর পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই মৌমিতা আত্মহত্যা করেছেন।

সংরক্ষণ কেন্দ্র চালু
আরও একটি টিকিট সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল নবদ্বীপ স্টেশনে। সোমবার দুপুরে স্থানীয় তৃণমূল বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা এবং নবদ্বীপের পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহার উপস্থিতিতে রেলের এই আসন সংরক্ষণ কেন্দ্রের উদ্বোধন হয়। প্রতি দিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই কেন্দ্র থেকে রেলের আসন সংরক্ষণ করা যাবে। নবদ্বীপের স্টেশন ম্যানেজার কার্তিকচন্দ্র মণ্ডল বলেন, “এত দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আসন সংরক্ষণ করা যেত। এবার থেকে যাত্রীদের চাহিদা সামাল দিতে সুবিধা হবে। এখন থেকে রবিবার ছাড়া সপ্তাহের বাকী ছ’দিনই আসন সংরক্ষণের সুবিধা পাবেন যাত্রীরা।

আইন অমান্য
পেট্রোপণ্যের দাম বেড়ে যাওয়া-সহ অন্যান্য অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে কল্যাণীতে আইন অমান্য কর্মসূচী পালন করে সিপিএম। দলের পক্ষ থেকে মিছিল করে এ দিন তৃণমূল নেতা-কর্মীরা মহকুমাশাসকের অফিসের সামনে আসেন। আইন অমান্য কর্মসূচী চলাকালীন পুলিশ প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ-সহ বেশ কয়েক জন কর্মী-সমর্থককে গ্রেফতার করে। কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “আইন অমান্যের অপরাধে ২ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়।”

দুর্ঘটনায় জখম ২
বাসের সঙ্গে মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় বাইকের চালক-সহ এক মহিলা গুরুতর জখম হয়েছেন। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে করিমপুর-কৃষ্ণনগর রাজ্য সড়কের উপরে কানাইখালিতে। পুলিশ জানিয়েছে, আহতদের প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল ও পরে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বাড়ি বেথুয়াডহরী এলাকায়। পুলিশ বেসরকারি বাসটিকে আটক করেছে। চালক পলাতক।

গয়েশপুরে ক্রিকেট
সিএবি ও গয়েশপুর পুরসভার যৌথ উদ্যোগে অনূর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। দু’দিনের এই খেলায় উপস্থিত ছিলেন গয়েশপুরের পুরপ্রধান গোপাল চক্রবর্তী-সহ বিশিষ্টেরা। বাংলাদেশ ও বাংলার এই খেলায় প্রথমে ব্যাট করতে নেমে বাংলা ৮২.১ ওভারে ২২৪ রান করে। জবাবে ৮৮ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় বাংলাদেশ।

ধর্ষণের অভিযোগ
এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর দেওরের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সুতির কাশিমনগর গ্রামে। ওই মহিলার স্বামী মারা গিয়েছেন প্রায় ১২ বছর আগে। তাঁর দু’টি ছেলে মেয়েও রয়েছে। রবিবার সন্ধ্যায় সুতি থানায় গিয়ে দেওরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি।

দুর্ঘটনায় মৃত্যু
লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ভ্যান চালকের। রবিবার বিকেলে সাগরদিঘির গাঙ্গাড্ডার কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আসাদুল শেখ (৩০)। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বাড়ি নবগ্রামের কুতুবপুর গ্রামে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.