মর্যাদার লড়াই জিততে মরিয়া ডোমকল
দুপুর রাতের খাওয়ার মেনু বদলে গিয়েছে নাজমুল, সামিনুল, হাবিবুরদের। বদলে গিয়েছে দিনের রুটিনটাও। কারও পাশের বাড়ির কাকিমা হাতে করে ডিমটা এনে দিচ্ছেন। অন্য কোনও ঘর থেকে আসছে দুধ। নিজের বাড়িতেও কড়া নজর ছেলের খাওয়াদাওয়ার উপরে। মাত্র কয়েক দিন আগেও যে ছেলেটাকে বকুনি খেতে হত সারা ক্ষণ টো টো করে ঘুরে বেড়ানোর জন্য, তার এখন আলাদা আদর। সকাল বেলা পদ্মার চরে যাওয়ার সময়ও কেউ মোটরবাইকে চড়িয়ে নিয়ে যাচ্ছেন তাকে। এই কদরটা বেড়েছে ফুটবলের জন্য। কদরটা বেড়েছে অভিমানের জন্য। আজ, মঙ্গলবার ডোমকলে খেলতে আসছে বাংলাদেশের নড়াইল ফুটবল দল। জেলা পুলিশের উদ্যোগে গত শনিবার থেকে শুরু হয়েছে এই খেলা। শনিবার বেলডাঙার পরে রবিবার হরিহরপাড়া রুকুনপুরে খেলা হয়েছে। ডোমকলের পরে এই পর্বের শেষ খেলাটি হবে লালগোলায়। তাই নিয়েই মর্যাদার লড়াইয়ে ফুটবল জ্বর ক্রমশ তেতে উঠেছে।
বাংলাদেশের সঙ্গে খেলার আগে চরে অনুশীলন। ডোমকলে বিশ্বজিৎ রাউতের ছবি।
ডোমকলের আকবর শেখ বলেন, “এই ফুটবলের একটা বড় দিক হল, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হওয়া।” তাঁর কথায়, “আমাদের সঙ্গে সীমান্তের ওপারের গ্রামের মানুষের ভাষা, সংস্কৃতি এক রকম। অনেকেই ওপার থেকেই এখানে এসে সংসার বেঁধেছেন। কিন্তু সম্প্রতি কাঁটাতারের ওপারে চাষ করতে যাওয়া নিয়ে দুই দেশের প্রান্তবাসীদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল। কোথাও কোথাও ওপার থেকে এসে ডাকাতির ঘটনাও এখনও ঘটছে। ফুটবল সেই বিবাদ ভুলিয়ে দিতে পারে। ফুটবল দু’দেশের মধ্যে সুসম্পর্কের সেই সুদিন ফিরিয়েও আনতে পারে।” কিন্তু তার সঙ্গেই জড়িয়ে রয়েছে মর্যাদার কথাও। তাই ফুটবলের মাঠে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। ডোমকল তাই চাইছে ওপারের দলটিকে মাঠের খেলায় হারিয়ে দিতেই হবে। মহকুমা লিগের ভাল খেলোয়াড়দের নিয়ে দল তৈরি। তারপরে সযত্ন পরিচর্যা চলছে নাজমুলদের। নাজমুলের কাকিমা রোকেয়া বিবির কথায়, “এ কি সাধারণ খেলা, একটা অন্য দেশের সঙ্গে খেলা। তাই এই ক’টা দিন মাথা ঠান্ডা রেখে শরীরের যত্ন নিতে হবে।” হাবিবুর, সামিনুলের বাড়িতে সকালে ছোলা ডিম কলা, দুপুরে মাংস বাঁধা। একই অবস্থা অন্য খেলোয়াড়দেরও। নাজমুল বলেন, “ফুটবল খেলে কী পাওয়া যায় এত দিনে বুঝলাম। গোটা গ্রাম আমার পাশে। গ্রামের প্রচুর মানুষ খেলা দেখতে মাঠে যাবেন। তাঁদের প্রত্যাশা ক্রমশ বাড়ছে। সেই প্রত্যাশার মানও দিতে হবে।” প্রবীণদের মনে পড়ছে সেই ’৭১ সালের কথা। তখনও ডোমকল মহকুমা গঠিত হয়নি। সেই সময় চক ইসলামপুরের চম্পালাল মাহেশ্বরী স্কুলের উদ্যোগে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশকে সম্মান জানাতে আয়োজন করা হয়েছিল ফুটবল ম্যাচের। সেই ম্যাচের উত্তাপও যেন ফিরে এসেছে এই খেলাকে ঘিরে। তাই ক্রিকেটের ভরা মরসুমেও ডোমকলে এখন ফুটবল জ্বর। সেই ’৭১ সালের দলে ছিলেন শঙ্কর মিত্র। তাঁর কথায়, “নাড়ির টান। বাংলাদেশের সঙ্গেও, ফুটবলের সঙ্গেও। তাই এই দিন খেলার সঙ্গে জড়িয়ে থাকবে আবেগ।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.