l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সুধী পাঠকবৃন্দ
সকলকে কালীপুজো ও দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা।
কালীপুজো উপলক্ষ্যে আগামীকাল, ২৭ অক্টোবরের
এই সংস্করণ পাওয়া যাবে দুপুর বারোটায়।
কামারের ঘরে কয়লা নেই, বিপন্ন খাঁড়া শিল্প
অপূর্ব চট্টোপাধ্যায় • রামপুরহাট
হাতে মাত্র দু’দিন। তার পরেই শুরু হবে বাঙালির আর এক উৎসব কালী পুজো। লোকহিত বা মনস্কামনা পূরণ করার জন্য মায়ের কাছে ছাগবলি দিতে হয়। তবে ঠিক মতো কাটা না হলে পুজো উদ্যোক্তাদের নতুন ভাবে পুজোর জোগাড় করতে হয়। তাই এই ছাগ বলি দেওয়ার জন্য প্রয়োজন হয় খাঁড়া বা দা-র। কিন্তু যাঁরা এই খাঁড়া তৈরি করেন তাঁদের অবস্থা খুব একটা ভাল নয়। কেন না বর্তমানে এই দা তৈরির শিল্প অবলুপ্তির পথে। রামপুরহাট থানার খরুণ গ্রাম থেকে মুম্বই, ঝাড়খণ্ড পাড়ি দেয় দা। বাপ-ঠাকুরদার পৈতৃক ব্যবসা কোনও রকম ভাবে টিম টিম করে টিকিয়ে রেখেছেন খরুণ গ্রামের তামাল কর্মকার, বিকাশ কর্মকাররা। তাঁরা জানান, খরুণ গ্রামে আগে ২৫টি কর্মকার পরিবার বাস করত। বর্তমানে ১৫টি ঘর রয়েছে। ওই ১৫টি পরিবারের মধ্যে তিনটি পরিবার তাঁদের বাপ-ঠাকুরদার ব্যবসা চালু রেখেছেন।
বিস্তারিত...
‘সুইট সিক্সটিন’থেকে চমক ‘মা মাটি মানুষ’
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর ও আসানসোল
মি
স্টার বিন। সুইট সিক্সটিন। রেড ডায়না সিক। এ বারের ‘হিট’। তবে কি না ‘পরিবর্তন’-এর তাজা বাতাস এখনও জোরালো, তাই ‘সুপারহিট’ সেই এক এবং অদ্বিতীয় মা মাটি মানুষ। এক ঝটকায় শুনলে মনে হয় সিনেমা। আসলে পরিবর্তনের বাজি বাজারে এরা সব নাম করা তারকা। এই ‘পরিবর্তন’ অবশ্য রাজ্যে সরকার বদলের নয়, বরং গত কয়েক বছর ধরে ক্রমশ শব্দ থেকে আলোর দিকে সরে যাওয়ার একটা লাগাতার চেষ্টা। কারণ অবশ্যই আদালতের নির্দেশ ও সরকারের চাপ, কিন্তু সেই চাপে রুচির বদলও এখন একটু একটু টের পাওয়া যাচ্ছে। আর এই বদলে যাওয়া বাজারে কখনও আসছে নতুন আলোর বাজি, কখনও পুরনো বাজি আসছে নতুন নামে একটু অন্য রকম সেজে। ‘মিস্টার বিন’ যেমন আসলে রঙমশাল। ক্রেতার মন ভোলাতেই হলিউডের বিখ্যাত কার্টুন চরিত্রের নাম নেওয়া। আবার নতুন করে বাজার মাত করেছে ‘মাল্টিকালার’ মশাল। বার্নপুর বাজি বাজারের বিক্রেতা কৃষ্ণ অগ্রবালের দাবি অনুযায়ী, যা জ্বাললেই না কি ছড়িয়ে পড়বে রামধনুর সাত রং!
বিস্তারিত...
বন্দুক ছেড়ে উন্নয়নে সামিল হওয়ার ডাক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
এক সময়ে সিপিএমও এ পথেই হেঁটেছিল। এ বার মাওবাদী মোকাবিলায় সে পথেই হাঁটছে নতুন শাসকদল তৃণমূলও। জঙ্গলমহল জুড়ে রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে তারা। পিংবনিতে গত শনিবার সাংসদ শুভেন্দু অধিকারীর সভায় যে ‘প্রতিরোধে’র ডাক দেওয়া হয়েছিলমঙ্গলবার শালবনির পিরাকাটাতেও পুনরুচ্চারিত হল সেই আহ্বান। তৃণমূল নেতৃত্বের ঘোষণা, জঙ্গলমহলে শান্তি ফিরবেই। মানুষই বন্দুক-বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। সেই সঙ্গেই কর্মী-সমর্থকদের কাছে নেতৃত্বের আর্জি, সবে দল সরকারে এসেছে। আর একটু সময় প্রয়োজন। পুরো এলাকা জুড়েই শুরু হবে উন্নয়ন-যজ্ঞ। বন্দুক ছেড়ে মূলস্রোতে ফিরে মাওবাদীদের সেই উন্নয়ন-যজ্ঞে সামিল হওয়ারও আহ্বান জানানো হয়। কালীপুজো-বাঁদনা পরব ঘিরে উৎসবের আবহেই এ দিন পিরাকাটা হাইস্কুল মাঠের সভায় লোকজনের ভিড় হয়েছিল ভালই। ব্লক তৃণমূল নেতা নেপাল সিংহের বক্তব্য, “প্রত্যাশার চেয়েও বেশি মানুষ সভায় এসেছেন। এর থেকেই বোঝা যাচ্ছে, সাধারণ মানুষের সমর্থন ওদের (মাওবাদী) দিকে নেই।
বিস্তারিত...
ডানলপ চালান বা সরে দাঁড়ান, বার্তা রুইয়াদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
ডানলপ কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্য সরকার এ বার পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। মঙ্গলবার শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু স্পষ্ট ভাবেই এই ইঙ্গিত দিয়েছেন। ২০০৬ সালে ডানলপ কেনার সময় রুইয়া গোষ্ঠীর সঙ্গে আগের মালিকপক্ষের (মনু ছাবারিয়া গোষ্ঠী) কী চুক্তি হয়েছিল, কোন পথে এগিয়েছে তাদের ব্যবসা, কোথায় কত দেনা আছে তার রেকর্ড দেখে একটি রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে শিল্প পুনর্গঠন দফতরকে। সেই রিপোর্ট হাতে এলেই কড়া পদক্ষেপ করার পথে হাঁটতে পারে রাজ্য। শ্রমমন্ত্রীর কথায়, “আমরা সব পথ খোলা রাখছি।” পাশাপাশি রাজ্য চায়, আংশিক ভাবে নয়, ধোঁয়াশা কাটিয়ে কারখানা চালু করুন ডানলপ কর্তৃপক্ষ। এ দিন মহাকরণে পূর্ণেন্দুবাবু আরও এক ধাপ এগিয়ে সাফ জানান, “হয় তাঁরা কারখানা চালু করুন। অথবা না পারলে সরে দাঁড়ান।”ডানলপে কাজ বন্ধের নোটিস জারির পর কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের এক দফা আলোচনা হয়েছিল। সেখানে কয়েক দফা শর্ত দেন ডানলপ কর্তৃপক্ষ। কিন্তু সরকার জানিয়ে দেয়, আগে কারখানা খুলতে হবে। তার পর যাবতীয় আলোচনা হবে। সরকারের মনোভাব বুঝে গত ২১ অক্টোবর সংস্থার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, বন্ধ কারখানা আংশিক চালু করা হবে।
বিস্তারিত...
‘কালোবাজারি’র অভিযোগ
তুলে সার লুঠ করল চাষিরা
নিজস্ব সংবাদদাতা • হাঁসখালি
নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে সার বিক্রি করছেন এলাকার ব্যবসায়ীদের একাংশ। ফলে পেঁয়াজ চাষের মরশুমে সারের চাহিদা মেটাতে সেই চড়া দামেই সার কিনতে বাধ্য হচ্ছে চাষিদের। গুদামে সারের বস্তা মজুত থাকলেও অনেক ব্যবসায়ী ফিরিয়ে দিচ্ছেন চাষিদের। এই অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে হাঁসখালি বাজারের একটি সারের গুদামে ঢুকে যথেচ্ছ লুঠপাট চালিয়েছেন স্থানীয় চাষিরা। দোকান মালিক অনিল পাল হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, স্থানীয় চাষি বলে পরিচয় দিয়ে এ দিন বেশ কয়েক হাজার টাকার সার লুঠ করেছেন। আর ক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, প্রায় দ্বিগুণ দামে সার বিক্রি করছেন এলাকার ব্যবসায়ীরা। পেঁয়াজ এই এলাকার প্রধান ফসল। এখন পেঁয়াজ বোনার কাজ চলছে। এই পরিস্থিতিতে সারের চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরেদর গুদামে সার মজুত থাকলেও তা বিক্রি করা হচ্ছে না বলে চাষিদের অভিযোগ। স্থানীয় চাষি প্রদীপ ঠিকাদার, অরবিন্দ বিশ্বাসেরা বলেন, “এলাকায় সারের একটি কৃত্রিম চাহিদা তৈরি করা হয়েছে। ব্যবসায়ীরা জানেন পেঁয়াজ বোনার এই সময়ে চাষিরা যে কোনও দামেই সার কিনবেন।
বিস্তারিত...
স্বপ্ন আর বিষাদের ডানায় ভর করে
ওড়ে সুবীরবাবুর ফানুস
নিজস্ব সংবাদদাতা • কোন্নগর
নবগ্রাম, ঝিলপাড়, হিন্দমোটর, উত্তরপাড়া...। ঘাড় উঁচিয়ে দূরত্ব আন্দাজ করার চেষ্টা করেন সকলে। নারকেলপাতার ছায়াঘেরা একটা ছোটখাট ছাদ থেকে কাল্পনিক দূরত্ব মাপতে মাপতে আকাশের কোল ছুঁয়ে ক্রমশ ছোট হতে হতে কখন চোখ থেকে হারিয়ে যায় জিনিসটা। দূরত্ব যত বাড়ে, ততই খুশির ঝিলিক উপছে পড়ে প্রৌঢ়ের চোখেমুখে। ফি-বছর কালীপুজোর সময় এলেই প্রতিবেশিরাও মুখিয়ে থাকেন, কখন আকাশে উড়বে সুবীর বসুর তৈরি হরেক রকম ফানুসের সারি। সেগুলো আকাশে উড়লে সুবীরবাবুর মনে হয়, যেন পাখা মেলে স্বপ্ন উড়ছে। হুগলির কোন্নগর নবগ্রামের অর্জুনতলায় সুবীরবাবুর বাড়ি। একসময়ে পরিবারের বাস ছিল উত্তর কলকাতার হাতিবাগানে। সেখানে ঠাকুর্দা ফানুস ওড়াতেন। তারপরে বাবা। তাদের কাছ থেকেই ফানুষ ওড়ানোর হাতেখড়ি। সুবীরবাবু বলেন, “ছোটবেলায় দেখেছি, আকাশে প্রচুর ফানুস উড়ত। যে পাড়ায় থাকতাম, সেখানে যেন ঘুড়ির সঙ্গে টক্কর হত ফানুসের। রং-বেরঙের ফানুস। কিন্তু, ঘুড়ির কদর বাড়লেও ফানুস যেন ক্রমশ যেন হারিয়ে যেতে বসেছে। এখন হাতে গোনা কয়েকজন ফানুষ তৈরি করেন।” এই হারিয়ে যাওয়া থেকেই ফানুসের অস্তিস্ব সগৌরবে টিঁকিয়ে রাখতে চান সুবীরবাবু। গত ৩৮ বছর ধরে তিনি কালীপুজোর সময় ফানুস উড়িয়ে আসছেন।
বিস্তারিত...
আজ দীপাবলি
• ‘জলাশয় বাঁচান’, দীপাবলিতে আর্জি পূর্বস্থলীর পুজো কমিটির
• টাইটানিক থেকে রাজগিরের মন্দির, সবই হাজির বাঁকুড়ায়
• স্বপ্নাদেশেই কালীপুজোর সূচনা ঘাটালের হড় বংশ
• আনন্দমঠ, নজরুলের স্মৃতি জড়ানো পুজো লালগোলায়
• সীমান্তে ধর্মের বেড়া ভাঙে উৎসবের টানে
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
স্ত্রী-শ্বশুরকে কুপিয়ে
মেরে পলাতক স্বামী
নিজেদের ‘বিচ্ছিন্ন’
মনে হচ্ছে না: গুরুঙ্গ
দক্ষিণবঙ্গ
স্বজন হারিয়ে দুই পরিবারই দুষছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে
‘অন্যায়ের’ বিরুদ্ধে
দৃঢ় বার্তা সরকারের
বর্ধমান
বাঁশে বেঁধে টেনে নিয়ে
গিয়েই বিসর্জন দেবীর
কয়লাঞ্চলে শ্যামাপুজোও
ম্লান, কারণ নিয়ে নানা মত
পুরুলিয়া
থিমের পুজো আর আলোয় সেজেছে আদ্রা-পুরুলিয়াও
মহিলাদের পরিচালিত
পুজোয় মাতল ভুবনডাঙা
মুর্শিদাবাদ
বন্ধুতা-বিবাদ, দুই
তোলা দীপাবলির জন্য
‘মঠ-মন্দিরে’অপেক্ষা
শুধু আলোর
মেদিনীপুর
কোর্ট এ মাসেই সুশান্তর আয়ব্যয়ের হিসেব চায়
কালীপুজোতেও থিম,
খুশির হাওয়া দুই শহরে
কলকাতা
৩২.৮ /২৩.০
আজকের দিনে
• ১৮৭৩:
রাজনীতিক
এ কে ফজলুল হকের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
যত্ন-নিষ্ঠা-ভক্তি নিয়ে প্রস্তুত হয় মাতৃ আরাধনার ভোগ প্রসাদ। এক এক বাড়ির ভোগের পদ এক এক রকম। এমনকী পুজো কমিটিগুলোরও থাকে ভিন্ন ভিন্ন পদ। পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর বিশেষ কয়েকটি পদ নিয়ে মাঝ মাসের হাওয়াবদলে নিবেদিত হল
ভোগ-ব্যঞ্জন
— সঙ্গে অন্য খবরের খাজানা নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.