|
|
|
|
ফের জামিন নাকচ |
কোর্ট এ মাসেই সুশান্তর আয়ব্যয়ের হিসেব চায় |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের ১০ বছরের আয় ব্যয়ের হিসেব আয়কর কমিশনারের কাছে চেয়ে পাঠিয়েছে কলকাতা গোয়েন্দা পুলিশ। সেই হিসেব তারা বিশেষ আদালতে পেশ করার জন্য সময় চেয়েছে। তদন্তকারী অফিসারকে ৩১ অক্টোবরের মধ্যে তা আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারক।
মঙ্গলবার দুর্নীতি দমন মামলার শুনানির সময়ে সরকারি আইনজীবী শ্যামাদাস গঙ্গোপাধ্যায় জানান, এই মামলায় পুলিশ তদন্তে নেমে মেদিনীপুর সদরে প্রায় দশ লক্ষ টাকার একটি সম্পত্তি ও দিঘায় একটি হোটেলের হদিস পেয়েছে। সেই সংক্রান্ত কাগজপত্রও উদ্ধার হয়েছে। এর প্রেক্ষিতেই সরকারি আইনজীবী বলেন, “প্রাক্তন মন্ত্রীর দশ বছরের আয়ব্যয়ের হিসেব আদালতে পেশ করতে চায় কলকাতা পুলিশ। তাদের সেই অনুমতি দেওয়া হোক।”
সুশান্তবাবুর তরফে এ দিনও জামিনের আবেদন করা হয়েছিল। কিন্তু তা খারিজ করে দেন বিশেষ আদালতের বিচারক কৃষ্ণা পোদ্দার। জামিনের আবেদন করে সুশান্তবাবুর আইনজীবী উৎপল গঙ্গোপাধ্যায় বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁকে ফাঁসানো হয়েছে।” তিনি আরও বলেন, “ভবানীপুরে ডি এল খান রোডের বন্ধ ফ্ল্যটে চাবির সাহায্যে আলমারি খুলে ৫ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছিল পুলিশ। পুলিশ যে সেই চাবি কোথা থেকে পেল, তা আমরা জানতে চেয়েছি। কিন্তু উত্তর মেলেনি। তা রহস্যই থেকে গেল।” জামিনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, “সুশান্তবাবুর যে সব সম্পত্তি এবং অন্য কাগজপত্র পুলিশ পেয়েছে তা এখন খতিয়ে দেখা হচ্ছে। এমতাবস্থায় সুশান্তবাবুকে জামিনে ছেড়ে দেওয়া সঙ্গত হবে না।” এর পরেই আদালত সুশান্তবাবুর জামিনের আবেদন খারিজ করে দেন। তাঁকে ৮ নভেম্বর বিশেষ আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে। |
|
|
|
|
|