l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
হাড়গোড় নিয়ে হয়নি রহস্যভেদ
নিজস্ব প্রতিবেদন
সিপিএম নেতা সুশান্ত ঘোষের আদি বাড়ির কাছের গ্রামে খুলি, হাড়গোড় উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করল পুলিশ। গড়বেতা-৩ ব্লকের উড়াসাই পঞ্চায়েতের বেনাচাপড়ায় আদি বাড়ি সুশান্তবাবুর। তার কিলোমিটার খানেক দূরের মল্লিকডাঙা গ্রামের দাসেরবাঁধে শনিবার উদ্ধার হয় হাড়গোড়। রবিবার ওই জায়গা পরিদর্শনে আসেন আইজি (পশ্চিমাঞ্চল) জুলফিকার হাসান, ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) বিনীত গোয়েল, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি। পাশাপাশি সিআইডি-র স্পেশ্যাল সুপারিন্টেনডেন্ট অশোক প্রসাদের নেতৃত্বে একটি দলও আসে। এলাকা ঘুরে দেখার পাশাপাশি পুলিশ-কর্তারা গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন। পুলিশ সুপার জানান, তদন্ত জেলা পুলিশই করবে। এক সঙ্গে অনেক হাড়গোড় মেলায় সিআইডি-কে ‘বিশেষ পরিদর্শন’-এ ডাকা হয়েছিল। শনিবার খুলি, হাড়গোড়ের সঙ্গে কিছু পোশাকও উদ্ধার হয়েছিল। ওই পোশাকগুলির মধ্যে একটি জামা ও পাজামা দেখে কেশপুরের খেতুয়া গ্রামের এক বাসিন্দাতাঁর বাবার দেহাবশেষ বলে দাবি করেছিলেন। তৃণমূল শিবিরেরও দাবি, কেশপুরে সিপিএমের সন্ত্রাসের ‘শিকার’ লোকজনের দেহ বেনাচাপড়ার আশপাশের জঙ্গলে পোঁতা আছে বলে তাদের সন্দেহ। পুলিশ সুপার অবশ্য জানিয়েছেন, ডিএনএ পরীক্ষা না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। বেনাচাপড়ার আশপাশের এলাকায় আরও হাড়গোড়ের সন্ধানে গ্রামবাসীরা এ দিনও মাটি খোঁড়াখুঁড়ি চালান। তবে, এ দিন আর কোথাও সে রকম কিছু মেলেনি।
বিস্তারিত...
চলন্ত ট্রেন থেকে প্রেমিকাকে
ধাক্কা দিয়ে ফেলে যুবক উধাও
নিজস্ব সংবাদদাতা
²
কালনা
কথা ছিল একসঙ্গে থাকার। ঘর বাঁধার। সেই মতো বাড়িও ছাড়েন তাঁরা। কিন্তু ঘর করা হল না। শিলিগুড়িতে কিছু দিন একসঙ্গে থাকার পরে ফেরার পথে ‘হবু-ঘরণী’কে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে উধাও প্রেমিক। এমনই অভিযোগ জখম সেরিনা খাতুনের। বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙায়। আপাতত তিনি কালনা মহকুমা হাসপাতালে ভর্তি। কালনা জিআরপিতে অভিযোগ দায়ের করা হয়েছে শনিবার। শুরু হয়েছে তদন্ত। নিজের অভিযোগে সেরিনা জানিয়েছেন, তাঁর প্রেমিক আমিন শেখের বাড়ি কালনার বুলবুলিতলায়। সেরিনা বেলডাঙায় তাঁত বোনার কাজ করতেন। কোনও একটি সূত্রে মাস খানেক আগে সেরিনার মোবাইল নম্বর পেয়েছিলেন আমিন। তার পর থেকে ফোনেই চলত আলাপ। সময় সুযোগ করে মাঝেমধ্যে দেখাও করতেন দু’জনে। সেরিনার দাবি, দিন কয়েক আগে আমিন তাঁকে বিয়ের প্রস্তাব দেন। কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছাড়েন বছর তেইশের সেরিনা। সঙ্গে সামান্য কিছু টাকা আর কিছু গয়না। বাড়ি ছাড়ার পরে তাঁরা সোজা শিলিগুড়িতে গিয়ে একটি হোটেলে ওঠেন। ছিলেন সপ্তাহ খানেক। সেরিনার কথায়, “এর পরেই সব টাকা ফুরিয়ে যায়। আমরা ঠিক করি, বাড়ি ফিরে যাব। পরিবারের সদস্যদের সব কথা খুলে বলব।”
বিস্তারিত...
ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হস্টেলে
নিজস্ব সংবাদদাতা
²
জলপাইগুড়ি ও বসিরহাট
হায়দরাবাদে চাকরি পাকা হয়ে গিয়েছিল। শনিবার রাতে ট্রেনে ওঠারও কথা ছিল বাড়ি ফেরার জন্য। তার কয়েক ঘণ্টা আগেই অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মনোজিৎ রায়ের (২২) মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে। শনিবার রাতে কলেজ হস্টেলের কয়েক জন আবাসিক মনোজিৎকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার চাঁদনগর গ্রামে বাড়ি এই তরুণের। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করে ওই ছাত্রকে খুন করা হয়েছে। জলপাইগুড়ি থানায় খুনের অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন বাড়ির লোকেরা। পুলিশ ও হস্টেল সূত্রে জানা গিয়েছে, গত ২৬ মে পরীক্ষা শেষ হওয়ার পরে হস্টেল থেকে চতুর্থ বর্ষের অধিকাংশ ছাত্র বাড়িতে ফিরে গিয়েছিলেন। শনিবার মনোজিতেরও বাড়ি ফেরার কথা ছিল। তার আগে সন্ধ্যায় তিনি ‘বহিরাগত’ কোনও এক জনের সঙ্গে হস্টেলের বাইরে গিয়েছিলেন। রাতে হস্টেলের কোনও এক ঘরে মনোজিৎ সংজ্ঞা হারিয়ে ফেলেন বলে সহপাঠীরা পুলিশকে জানিয়েছেন। তার পরেই তাঁকে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা ওই ছাত্রকে মৃত ঘোষণা করলেও হস্টেলের সদস্যরা তা মানতে চাননি। তাঁরা মনোজিৎকে শহরের রায়কতপাড়া এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখানেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করায় ফের মনোজিৎকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিস্তারিত...
দম্পতি খুনে অভিযুক্ত সিপিএম নেত্রী, স্বামী
সামসুল হুদা
²
গোসাবা
দম্পতিকে পিটিয়ে মারার ঘটনায় জড়িয়ে গেল সিপিএমের লোকাল কমিটির সম্পাদক ও তাঁর স্বামীর নাম। শনিবার গোসাবা থানার বটতলি গ্রামে নিহত হন স্থানীয় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তরুণ হালদার (৩৭) ও স্ত্রী কৃষ্ণা হালদার (৩২)। ওই দম্পতির এক প্রতিবেশী থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তাতে সিপিএমের গোসাবা-২ লোকাল কমিটির সম্পাদক মহরম নেছা ও তাঁর স্বামী হাকিম মোল্লা-সহ আরও কয়েক জনের নাম আছে। ওই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, “হামলার ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় তল্লাশি চলছে। বাকি অভিযুক্তদেরও ধরা হবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বটতলি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তরুণবাবুর সঙ্গে গ্রাম শিক্ষা কমিটির সভাপতি হাকিম মোল্লার বিরোধ চলছিল। স্কুলের উন্নয়নের টাকা ও মিড-ডে মিলের টাকা তাঁর হাতে তুলে দিতে তরুণবাবুর উপরে হাকিম চাপ দিয়েছিলেন বলে অভিযোগ। সে সময়ে গোটা বিষয়টি জানিয়ে থানায় অভিযোগও করেছিলেন তরুণবাবু। দুর্নীতির অভিযোগে হাকিম মোল্লাকে সিপিএম দল থেকে বহিষ্কার করলেও এলাকায় তাঁর প্রভাব আছে যথেষ্টই। ওই লোকাল কমিটির সম্পাদক এক সময় ছিলেন হাকিমই। পরে তাঁর স্ত্রীকে ওই পদে আনে সিপিএম।
বিস্তারিত...
পুলিশের উদ্যোগেই পরিণতি পেল প্রেম
প্রকাশ পাল
²
শ্রীরামপুর
ছেলের বাড়ির আর্থিক অবস্থা ভাল নয়। তাই মেয়ের পরিজনেরা অন্যত্র বিয়ের ব্যবস্থা করছিলেন। প্রেম বাঁচাতে প্রেমিককে নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই তরুণী। শেষমেশ পুলিশের সহায়তাতেই প্রণয়ীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সীমা। বিয়ের আয়োজন করলেন পুলিশকর্মীরা। থানার ব্যারাকের ঘর খালি করে নব দম্পতিকে রাখার বন্দোবস্ত করা হল। বিয়েকে কেন্দ্র করে আনন্দে মাতল শ্রীরামপুর থানা। ‘সমাজের কাছে উপকার পেয়ে’ স্বেচ্ছায় রক্তদান করে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন নবদম্পতি। পাত্র নাম সঞ্জয় ধক পুলিশের গাড়ি চালান। বাড়ি বৈদ্যবাটি পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের সাশমলপাড়ায়। বছর চারেক আগে ওই এলাকারই চাতরা মান্নাপাড়ার তরুণী সীমা ধাড়ার সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। সীমার বয়স ২১ বছর। তিনি জানান, কিছুদিন আগে তাঁর বাড়ির লোকজন বিয়ের কথাবার্তা বলতে সঞ্জয়ের বাড়ি যান। কিন্তু, সঞ্জয়দের পারিবারিক অবস্থা দেখে শেষপর্যন্ত বিয়েতে রাজি হননি তাঁরা। উপরন্তু অন্যত্র তাঁর বিয়ের বন্দোবস্ত করা হচ্ছিল। বেগতিক বুঝে গত শুক্রবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়ে সঞ্জয়কে নিয়ে শেওড়াফুলি ফাঁড়িতে পৌঁছন ওই তরুণী। পুলিশকে সব খুলে বলেন। শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ দু’জনকে শ্রীরামপুর থানায় নিয়ে আসে।
বিস্তারিত...
প্রোমোটার খুনে দুষ্কৃতীরা অধরাই, অজানা কারণও
নিজস্ব সংবাদদাতা
²
আসানসোল
প্রোমোটার খুনের ঘটনার পরে ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা যায়নি খুনের কারণও। তবে আসানসোলের ছাঁট লোহা মাফিয়া ইমতিয়াজ খানকে অন্য একটি খুনের ঘটনায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর অবশ্য দাবি করেছেন, তদন্ত ঠিক পথেই এগোচ্ছে। দ্রুত ঘটনার কিনারা হবে। বৃহস্পতিবার দুপুর সওয়া ১২টা নাগাদ আসানসোলের জনবহুল কোর্ট মোড় এলাকায় নির্মীয়মাণ বহুতলে খুন হন প্রোমোটার রামলক্ষ্মণ যাদব। নিহত হন তাঁর আরও দুই সঙ্গী। তদন্তে নেমে পুলিশ ১৫ জনকে আটক করে। পরে তাঁদের বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ১৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ ইমতিয়াজকে দশ দিন নিজেদের হেফাজতে রাখার জন্য এসিজেএমের কাছে আবেদন জানায়। বিচারক অবশ্য তাঁর চার দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সুপার বলেন, “তদন্তের কাজ এগোচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অনেক সূত্র মিলেছে।” রাজ্যের আইনমন্ত্রী তথা আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক মলয় ঘটক বলেন, “পুলিশ দ্রুত তদন্ত করছে। শীঘ্রই সব কিছু স্পষ্ট হয়ে যাবে।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
রায়গঞ্জ পুরভোটে কংগ্রেসের
সঙ্গে জোট চায় তৃণমূল
পাহাড়ের উন্নয়নই
লক্ষ্য এখন মোর্চার
দক্ষিণবঙ্গ
কল থাকলেও সমস্যা,
জলসঙ্কট তীব্র গ্রামে
রূপনারায়ণের ভাঙন
জীবিকার বদল ঘটিয়েছে
বর্ধমান
ভাল ফল করে বাবার
কথাই মনে পড়ছে সুমনের
মেয়ে শুধু ভাল মানুষ হোক,
চান পুণ্যার বাবা-মা
পুরুলিয়া
তৃণমূলের মিছিলে
‘হামলা’, গ্রেফতার
সিপিএমের ৮ জন
নিত্য দারিদ্র জয়
করেই উজ্জ্বল সুব্রত
মুর্শিদাবাদ
পানীয় জলের সঙ্কট
তীব্র সাগরদিঘিতে
মেদিনীপুর
উন্নয়নই লক্ষ্য, লালগড়ে
এসে বোঝালেন মন্ত্রী
সন্দীপদের স্বপ্নে কাঁটা
সেই অনটন
কলকাতা
৩৬.৯/২৮.৫
আজকের দিনে
l
১৭৯৯:
রাশিয়ার কবি
আলেকজান্ডার পুশকিনের জন্ম।
l
১৮৩২:
ব্রিটিশ দার্শনিক জেরেমি
বেন্থামের মৃত্যু।
l
১৯২৯:
অভিনেতা সুনীল দত্তের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
আজকের জন্য
পাক্ষিক
পরিচিত ছক ভাঙার ব্যাপারে সব্বার আগে যদি কাউকে রাখতে হয় তবে সে বাঙালি-ই। ওড়িশায় গিয়ে
পুরী-কোণার্কে মুগ্ধ হয়েও কেউ কেউ চলে যান কুরুমা; এক প্রসিদ্ধ বৌদ্ধ-প্রত্নশালা। বিদেশেও এ ব্যাপারে
বাঙালি যে এগিয়ে তারও প্রমাণ আছে। সেখানে ক্যালে শহর আর ইংলিশ চ্যানেলের সঙ্গে দেখার মানচিত্রে
ঢুকে পড়ে ইঙ্গ-ফরাসি সীমান্তের মিলাপ। ‘আপনার কলমে’-র সঙ্গে রয়েছে ‘ফোটোশপ’-এ ইলোরা।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.