উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
দম্পতি খুনে অভিযুক্ত সিপিএম নেত্রী, স্বামী |
|
সামসুল হুদা, গোসাবা: দম্পতিকে পিটিয়ে মারার ঘটনায় জড়িয়ে গেল সিপিএমের লোকাল কমিটির সম্পাদক ও তাঁর স্বামীর নাম। শনিবার গোসাবা থানার বটতলি গ্রামে নিহত হন স্থানীয় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তরুণ হালদার (৩৭) ও স্ত্রী কৃষ্ণা হালদার (৩২)। ওই দম্পতির এক প্রতিবেশী থানায় যে অভিযোগ দায়ের করেছেন, তাতে সিপিএমের গোসাবা-২ লোকাল কমিটির সম্পাদক মহরম নেছা ও তাঁর স্বামী হাকিম মোল্লা-সহ আরও কয়েক জনের নাম আছে। ওই অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার পুলিশ সুপার লক্ষ্মীনারায়ণ মিনা বলেন, “হামলার ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় তল্লাশি চলছে। |
|
কল থাকলেও সমস্যা মেটেনি, জলসঙ্কট তীব্র কাকদ্বীপের গ্রামে |
নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপ: জলের জন্য লাইনে দাঁড়াতে হয় ভোর রাত থেকে। জল নেওয়াকে কেন্দ্র করে নিত্য নিজেদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই রয়েছে। কাকদ্বীপের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে পানীয় জলের সমস্যা এতটাই প্রবল যে ট্যাপের জল সংগ্রহ করতে রোজ হিমসিম খেতে হচ্ছে বাসিন্দাদের। পঞ্চায়েত সমিতি ও জনস্বাস্থ্য দফতরকে একাধিকবার জানালেও ট্যাপকলের সংখ্যা বাড়ানোর জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকার মানুষের। |
|
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
পুলিশের উদ্যোগেই পরিণতি পেল প্রেম |
|
প্রকাশ পাল, শ্রীরামপুর: ছেলের বাড়ির আর্থিক অবস্থা ভাল নয়। তাই মেয়ের পরিজনেরা অন্যত্র বিয়ের ব্যবস্থা করছিলেন। প্রেম বাঁচাতে প্রেমিককে নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই তরুণী। শেষমেশ পুলিশের সহায়তাতেই প্রণয়ীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন সীমা। বিয়ের আয়োজন করলেন পুলিশকর্মীরা। থানার ব্যারাকের ঘর খালি করে নব দম্পতিকে রাখার বন্দোবস্ত করা হল। বিয়েকে কেন্দ্র করে আনন্দে মাতল শ্রীরামপুর থানা। ‘সমাজের কাছে উপকার পেয়ে’ স্বেচ্ছায় রক্তদান করে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন নবদম্পতি। |
|
নিজস্ব সংবাদদাতা, শ্যামপুর: মজুরি, বোনাসের দাবিতে শ্রমিকদের একাংশ ধর্মঘট করায় একটি ইট ভাটার উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের বালিজাতুরির ভবানীপুরে। শ্রমিকদের দাবি, তাঁরা সমস্যাটির কথা জানিয়েছিলেন শ্রম দফতরকে। কিন্তু এই দফতর থেকে তাঁদের দাবি মেটানোর জন্য কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার ফলেই তাঁরা ধর্মঘটে নামেন। অন্য দিকে, উলুবেড়িয়ার সহকারী শ্রম কমিশনার দেবজ্যোতি বসুর বক্তব্য, “শ্রমিকদের অভিযোগটি আমরা তদন্ত করে দেখব, এ কথাই আমরা তাঁদের জানিয়েছিলাম। আমি তদন্তের জন্য একজন আধিকারিককে দায়িত্ব দিয়েছি। তার আগেই শ্রমিকেরা ধর্মঘট করছেন। এই পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই।” |
শ্রমিক আন্দোলন
শ্যামপুরের ইটভাটায় |
|
রূপনারায়ণের ভাঙন
জীবিকার বদল ঘটিয়েছে
বহু মানুষের |
|
|
স্ত্রীকে কুপিয়ে খুন,
ধৃত স্বামী-শাশুড়ি |
স্কুলছুটদের ভবিষ্যৎ
গড়াই লক্ষ্য মনোজিতের |
|
টুকরো খবর |
|
আমাদের চিঠি |
|
চিত্র সংবাদ |
|