পুরুলিয়া-বাঁকুড়া |
তৃণমূলের মিছিলে
‘হামলা’, গ্রেফতার
সিপিএমের ৮ জন |
নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: তৃণমূলের বিজয় মিছিলে হামলা চালানোর অভিযোগে সিপিএমের এক পঞ্চায়েত সদস্য-সহ মোট ৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার দুপুরে বলরামপুরের রাপকাটা তৃণমূলের বিজয় মিছিলে তির নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে সিপিএমের বিরুদ্ধে। ওই ঘটনায় তৃণমূলের পাঁচ কর্মী-সমর্থক জখম হন। পুলিশ জানিয়েছে, ধৃত পঞ্চায়েত সদস্যের নাম জিতেন্দ্রনাথ সিং। |
|
নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়র ও বিষ্ণুপুর: বাঁকুড়া জেলার পাত্রসায়র ও ইন্দাস থেকে রবিবার ফের অস্ত্র উদ্ধার হল। অন্য দিকে, এ দিন অস্ত্র-সহ বাঁকুড়ার জয়পুর থানার মুরুলীগঞ্জ গ্রাম থেকে আনোয়ার মোল্লা ও আমাজোল খান নামে দুই সিপিএম সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এসডিপিও (বিষ্ণুপুর) দিব্যজ্যোতি দাস বলেন, “ওই এলাকায় আরও অস্ত্র আছে কি না ধৃতদের জেরা করে তল্লাশি চালানো হবে।” |
জয়পুরে অস্ত্র-সহ ধৃত
দুই সিপিএম সমর্থক |
|
টুকরো খবর |
|
|
শাল নদীর উপরে বেহাল সেতু। লোকপুর গ্রামের
কাছে খয়রাশোল-রাজনগর রাস্তায় তোলা নিজস্ব চিত্র। |
|
বীরভূম |
নিত্য দারিদ্র জয় করেই উজ্জ্বল সুব্রত |
|
নিজস্ব সংবাদদাতা, খয়রাশোল: দারিদ্র নিত্যসঙ্গী। তবু হাল ছাড়েনি সে। নিত্য অনটনের মধ্যেও এ বারের মাধ্যমিক পরীক্ষায় যথেষ্ট ভাল ফল করেছে খয়রাশোলের ভাড্ডি গ্রামের সুব্রত বাউরি। ফল প্রকাশের পর ইতিমধ্যেই দু’তিনটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তির আবেদনপত্রও সংগ্রহ করেছে সে। কিন্তু সুযোগ পেলেও অর্থাভাবে উচ্চমাধ্যমিকের পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় সুব্রত। |
|
ভাল ফল, তবু দুশ্চিন্তায় স্বপন |
নিজস্ব সংবাদদাতা, বোলপুর: অর্থাভাবে জোটেনি কোনও প্রাইভেট টিউশন। জোটেনি প্রয়োজনীয় বইপত্রও। এই সব বাধা অতিক্রম করে এ বার উচ্চ মাধ্যমিকে ভাল ফল করে তাক লাগিয়ে দিয়েছেন বোলপুরের উচ্চ বিদ্যালয়ের চাত্র স্বপন মজুমদার। তিনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছিলেন। ৪৪২ নম্বর নিয়ে তিনি পাশ করেছেন। |
|
|
টুকরো খবর |
|
উচ্চ মাধ্যমিক স্কুল ভিত্তিক ফল |
|
|
নলহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড, জগধারী গ্রাম। এই গ্রাম থেকে ৬০ নম্বর জাতীয়
সড়কে
ওঠার রাস্তাটি অনেকটাই উঁচু। প্রতিদিন এ ভাবেই নিজেদের ভ্যান ঠেলে তুলতে হয় পড়ুয়াদের।
রেলগেটের যানজটকে এড়াতে এই রাস্তাটা ব্যবহার করেন সকলেই। ছবি: সব্যসাচী ইসলাম। |
|