|
|
|
|
ভাল ফল, তবু দুশ্চিন্তায় স্বপন |
নিজস্ব সংবাদদাতা ²বোলপুর |
অর্থাভাবে জোটেনি কোনও প্রাইভেট টিউশন। জোটেনি প্রয়োজনীয় বইপত্রও। এই সব বাধা অতিক্রম করে এ বার উচ্চ মাধ্যমিকে ভাল ফল করে তাক লাগিয়ে দিয়েছেন বোলপুরের উচ্চ বিদ্যালয়ের চাত্র স্বপন মজুমদার। তিনি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছিলেন। ৪৪২ নম্বর নিয়ে তিনি পাশ করেছেন।
এত দূর চলে এলেও দুশ্চিন্তায় পড়েছেন বোলপুরের নিচুবাঁধগোড়ার বাসিন্দা স্বপন। তাঁদের অভাবের সংসার। বাবা নোটন মজুমদার দোকানে দোকানে মালপত্র সরবরাহ করেন। মা জ্যোৎস্নাময়ীদেবী গৃহবধূ। মেয়ের বিয়ে দিয়ে কার্যত সব শেষ করে ফেলেছেন নোটনবাবু। তাই ছেলের এই সাফল্যের পরে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
ছেলের স্বপ্ন রয়াসন নিয়ে পড়াশোনা করে অধ্যাপক হওয়া। কিন্তু তাঁদের পরিবারে এটা আকাশ-কুসুম কল্পনা, সেটা জানেন স্বপন। তাঁর কথায়, “স্কুলের শিক্ষকদের কাছেই পড়েছি। সব বইও কিনতে পারিনি। বন্ধুদের কাছ থেকে ধারে নিয়ে পড়তে হয়েছে। এখন কী হবে বুঝতে পারছি না।” নোটনবাবু বলেন, “মাসে ১৮০০-২০০০ টাকা আয় করি। ভাল ভাবে সংসা চলে না। কী করব বুঝতে পারছি না!”
|
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
যোগাযোগ০৯৬৭৪৬৮২৪৫৯। |
|
|
|
|
|