এক দিন নিখোঁজ থাকার পরে রেললাইনের ধারে মিলল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ। ঘটনাটি বোলপুরের। মৃতের নাম সোমনাথ দে (১৮)। বোলপুরের সুপুর-জোড়া মন্দির এলাকায় তাঁর বাড়ি। তিনি রজতপুর ইন্দ্রনারায়ণ বিদ্যাপীঠের ছাত্র ছিলেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে সাইকেল নিয়ে সোমনাথ বাড়ি থেকে বেরিয়েছিলেন। রবিবার বোলপুর রেলস্টেশনের আগে তাঁর দেহ মেলে। পাশে সাইকেল রাখা ছিল। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। দেহটি ময়না-তদন্তের জন্য রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।
|
ঝুলন্ত অবস্থায় এক পাথর ব্যবসায়ীর দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম ডালিম শেখ (৪৬)। বাড়ি রামপুরহাট থানার বনহাট গ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জন্য ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
|
দুর্ঘটনায় মৃত্যু হল এক অটোচালকের। পুলিশ জানায়, মৃতের নাম সুনীল মণ্ডল (৪৭)। বাড়ি রামপুরহাটের চালধোয়ানী পাড়ায়। রাতে তারাপীঠ থেকে একা অটোচালিয়ে রামপুরহাটে ফিরছিলেন। সানঘাটাপাড়ায় সাঁকোর কাছে থামে ধাক্কা লাগলে অটো উল্টে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
সাপের ছোবলে মৃত্যু হল এক বালিকার। পুলিশ জানায়, মৃতের নাম মেরি হাঁসদা (১০)। রামপুরহাট থানার মাঝবন গ্রামে তার বাড়ি। শুক্রবার গভীর রাতে ওই বালিকাকে ছোবল মারে। শনিবার তাকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
|
সিপিএম প্রধান, সিপিআই উপপ্রধান-সহ পঞ্চায়েতের ৫ জন্য যোগদিলেন তৃণমূলে। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “বোলপুরের সর্পলেহনা-আলবাঁধা পঞ্চায়েতের প্রধান সুকল হেমব্রম, উপপ্রধান সুনীল মাল-সহ ৫ জন রবিবার আমাদের দলে যোগ দিয়েছেন।” |