|
|
|
|
ইন্দাস-পাত্রসায়রে অস্ত্র উদ্ধার |
জয়পুরে অস্ত্র-সহ ধৃত দুই সিপিএম সমর্থক |
নিজস্ব সংবাদদাতা ²পাত্রসায়র ও বিষ্ণুপুর |
বাঁকুড়া জেলার পাত্রসায়র ও ইন্দাস থেকে রবিবার ফের অস্ত্র উদ্ধার হল। অন্য দিকে, এ দিন অস্ত্র-সহ বাঁকুড়ার জয়পুর থানার মুরুলীগঞ্জ গ্রাম থেকে আনোয়ার মোল্লা ও আমাজোল খান নামে দুই সিপিএম সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। এসডিপিও (বিষ্ণুপুর) দিব্যজ্যোতি দাস বলেন, “ওই এলাকায় আরও অস্ত্র আছে কি না ধৃতদের জেরা করে তল্লাশি চালানো হবে।”
এ দিন সকালে ইন্দাস থানার জয়নগর ও বাগমারি গ্রাম থেকে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, দুটি হাত কামান ও তিনটি কার্তুজ সহ বেশ কয়েকটি বোমা উদ্ধার করেছে পুলিশ। দুপুরে পাত্রসায়র থানার ইদিলচক গ্রামের একটি খড়পালুই থেকে দুটি একনলা বন্দুক ও একটি ছ ঘরা পিস্তল উদ্ধার হয়। এই অস্ত্র উদ্ধারের ঘটনায় যথারীতিচাপান উতোর শুরু হয়েছে সিপিএম ও তৃণমূলের মধ্যে। বাঁকুড়ার পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “ইন্দাসের জয়নগর ও বাগমারি গ্রামের ফাঁকা মাঠে পড়ে থাকা অবস্থায় বন্দুক, পিস্তল সহ বেশ কিছু অস্ত্রশস্ত্র ও বোমা উ্ধার হয়েছে। পাত্রসায়রের ইদিলচক গ্রামের একটি খড় পালুইয়ের নিচ থেকেও অস্ত্র উদ্ধার হয়েছে। দুটি ঘটনাতেই কেউ গ্রেফতার হয়নি। অস্ত্রগুলি কারা রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এ দিকে এই অস্ত্র উদ্ধারের ঘটনায় সিপিএমের দিকে আঙুল তুলেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। তৃণমূলের ইন্দাস ব্লকের সাধারন সম্পাদক গৌতম বেরার অভিযোগ, “ভোটের আগে এলাকায় সন্ত্রাস চালানোর জন্য ওই অস্ত্রগুলি ব্যবহার করেছে সিপিএমের সশস্ত্র দুষ্কৃতীরা। এখন অবস্থা বেগতিক বুঝে রাতের অন্ধাকারে অস্ত্রগুলি ফেলে রেখে ওরা পালিয়েছে।” সিপিএমের ইন্দাস জোনাল কমিটির আহ্বায়ক অসীম দাস অবশ্য দাবি করেন, “আমাদের কেউ কোনওদিন অস্ত্র ব্যবহার করেনি। ভোটে জেতার পর তৃণমূলই এসব সাজিয়েছে।” |
|
|
|
|
|