আজকের দিনে |
• ১৮৯৫: ভূদান আন্দোলনের প্রবর্তক আচার্য বিনোবা ভাবের জন্ম। তাঁকে ভারতের জাতীয় শিক্ষক ও মহাত্মা গাঁধীর উত্তরসূরী বলে মনে করা হয়। স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে ১৯১৬ সালে গাঁধীজির সঙ্গে সাক্ষাত্ করেন। ১৯২১-এ তিনি ওয়ার্ধায় গাঁধী আশ্রমের দায়িত্ব পান। এই সময় তিনি ‘মহারাষ্ট্র ধর্ম’ নামে একটি মরাঠি পত্রিকা প্রকাশ করেন। |
|
|
|