উত্তরবঙ্গ |
ইসলামপুরে সংঘর্ষ, নিহত তৃণমূল কর্মী |
|
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: পাট চুরি নিয়ে সালিশিসভায় দু’পক্ষের গোলমাল চেহারা নিল সিপিএম-তৃণমূল সংঘর্ষের। সোমবার সকালে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার জিয়াখুড়ি গ্রামে ওই গণ্ডগোলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গেল এক তৃণমূল সমর্থকের। জখম হন দু’পক্ষের অন্তত চার জন। পুলিশ চার জনকে আটক করেছে। পুলিশ জানায়, নিহত সাহিদুল রহমানের (২৫) বাড়ি ইসলামপুরের দাদগছ এলাকায়। জিয়াখুড়ি গ্রামে তাঁর চাষের জমি রয়েছে। |
|
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: কুমোরটুলি আজও অধরা। বাড়ির এক চিলতে উে ঠান কিংবা রাস্তার ধারে পলিথিনের ছাউনি দিয়ে প্রতিমা গড়তে গিয়ে বিপাকে পড়েছেন বালুরঘাটের মৃ্তশিল্পীরা। দীর্ঘদিন থেকে এক ছাতার তলায় কুমোরটুলি গড়ার আর্জি জানিয়ে হতাশ ওই শিল্পীরা রাজ্যে পাল বদলের পরে আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু দুর্দশা ঘোচার মতো ইঙ্গিত এখনও মেলেনি। |
কুমোরপাড়া হয়নি
বালুরঘাটে |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
অস্থায়ী সার্কিট বেঞ্চ এখনই
অসম্ভব, কেন্দ্রকে হাইকোর্ট |
অরুণোদয় ভট্টাচার্য, কলকাতা: মুখ্যমন্ত্রী চাইলেও জলপাইগুড়িতে এখনই অস্থায়ী সার্কিট বেঞ্চ চালু করা সম্ভব নয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদকে চিঠি লিখে এ কথা জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জয়নারায়ণ পটেল। তা ছাড়া সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন দু’বছরের মধ্যে তৈরি হয়ে যাবে বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেও তাঁর সরকারের দেওয়া বিজ্ঞাপনই বলছে, কাজ শেষ হতে প্রায় তিন বছর লাগবে। |
|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পার্কিংয়ের বরাত পেয়ে এক বছর ধরে ফি সংগ্রহ করেছেন, অথচ বরাত পেতে পুরসভার প্রাপ্য টাকা না-মেটানোর অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন পুর কর্তৃপক্ষ। সোমবার শিলিগুড়ি পুরসভার তরফে ওই ব্যক্তি রাকেশ পালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। ২০১১-২০১২ সালে সেবক মোড় থেকে পানিট্যাঙ্কি মোড়ে পার্কিংয়ের ফি সংগ্রহের জন্য বরাত পেয়েছিলেন তিনি। তা ছাড়া এ বছর বরাত না পেলেও অবৈধ ভাবে পুরসভার নাম করে স্লিপ ছাপিয়ে পার্কিং ফি তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। |
প্রাপ্য না পেয়ে পুলিশে
অভিযোগ পুরসভার |
|
লকআপে নেশা,
বদলি দায়িত্বপ্রাপ্ত |
থানার অদূরে মন্দিরে চুরি,
অভিযোগ গাফিলতির |
|
দ্রুত ব্যবস্থা নিন, এসপি-কে চাপ মন্ত্রীর |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|