লকআপে নেশা, বদলি দায়িত্বপ্রাপ্ত
দালতের লকআপে নেশা করছে বন্দিরা, বিশেষ সংশোধনাগারের সুপারের কাছে ওই অভিযোগ পেয়ে সেখানকার দায়িত্বে থাকা পুলিশ অফিসারকে (এএসআই) সরিয়ে দেওয়া হল। সোমবার ওই কথা জানান শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমার। তিনি জানান, ওই পদে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, “আদালতের লকআপ দেখাশোনার দায়িত্বে যে অফিসার ছিলেন তাঁকে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।”
আদালত সূত্রের খবর, আদালত লকআপে নেশার অভিযোগ নতুন নয়। অভিযোগ, কিছু যুবক সারাদিন ধরে জেল লকআপের সামনে দাঁড়িয়ে থাকে। তারাই বন্দিদের চাহিদা অনুযায়ী পান, বিড়ি, সিগারেট থেকে বন্দিদের কাছে নেশার ট্যাবলেট, গাঁজা পৌঁছে দেয়। পুলিশের সামনে ওই ঘটনা চললেও বাধা দেওয়া হয় না। এমনকী পুলিশ কর্মীদের একাংশ ওই কাজে মদত দেয় বলে অভিযোগ। দিনকয়েক আগে মাদক আইনে অভিযুক্ত চার বন্দিকে লকআপ থেকে বিশেষ সংশোধনাগারে নিয়ে গেলে তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ওই ঘটনার পরেই বিশেষ সংশোধনাগারের সুপার অভিযোগ তোলেন, আদালতের লকআপে নেশা করে জেলে ফিরছে বন্দিরা। তিনি আদালতের বিচারক, কমিশনার, উত্তরবঙ্গের আইজি, জেলাশাসককে চিঠি দেন।
শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের সুপার থুপদেন ভুটিয়া বলেন, “জেল থেকে ৪ জন বিচারাধীন বন্দিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আদালতে পাঠানো হয়। সেখান থেকে সন্ধ্যায় যখন তাদের ফিরিয়ে আনা হয় তারা প্রচণ্ড অসুস্থ ছিলেন। চারজনের কেউ দাঁড়িয়ে থাকতে পারছিল না। আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসককে দেখিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যাই। পরে দু’জনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এই অবস্থা ঠিক নয়। সে জন্যই সবাইকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছি।’’
শিলিগুড়ি আদালতের আইনজীবী রতন বণিক বলেন, “লকআপে যে বন্দিরা নেশা করছে তা বিশেষ সংশোধনাগারের সুপারের চিঠিতে প্রমাণিত হয়েছে। আমরা চাই আদালত লকআপে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) বসানো উচিত। সে দাবি আমরা রেখেছি। এটা দীর্ঘদিন চলতে পারে না।” আদালতের দায়িত্বে থাকা পুলিশের একাংশ কর্মী দাবি করেন, সংশোধনাগের থেকেই নেশার জিনিস সংগ্রহ করে বন্দিরা। তারা লুকিয়ে তা লকআপে নিয়ে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.