সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষেই রায় সুপ্রিম কোর্টের |
আদালতে বিচারাধীন কোনও মামলা নিয়ে সংবাদ মাধ্যম খবর করতেই পারে। তা নিয়ে নির্দিষ্ট কোনও নিয়মাবলী বা বিধিনিষেধ আরোপ করা যাবে না। আজ সুপ্রিম কোর্ট এমনই একটি রায় দিয়েছে। তবে রায়ে আরও বলা হয়েছে, যদি বিচারাধীন পক্ষ মনে করেন এতে তাঁদের মৌলিক অধিকার ক্ষুন্ন হচ্ছে, তবে তাঁরা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই পারেন। আদালত মনে করলে সংবাদ মাধ্যমকে সাময়িক ভাবে কোনও মামলা সংক্রান্ত খবর না করার নির্দেশ জারি করতে পারে। তবে তা অনির্দিষ্ট কালের জন্য কখনই নয়।
|
আপাতত বাড়ছে না রান্নার গ্যাস ও ডিজেলের দাম |
মধ্যবিত্তের রান্নাঘরে আর এক দফা চাপ ফেলে ফের বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। পাশাপাশি ডিজেলের দাম বাড়ারও সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহে দাম বাড়ানোর প্রস্তাবকে নাকচ করার পর পেট্রোলিয়ামমন্ত্রী জয়পাল রেড্ডি আবার রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা ও ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা বাড়ানোর কথা বলেছেন। তবে একের পর এক দুর্নীতির অভিযোগে জেরবার জোট সরকার এই দাম বাড়াতে কতটা আগ্রহী হয় সেটাই দেখার। আজ এই প্রস্তাব নিয়ে ইউপিএ-র মন্ত্রীসভার বৈঠকে পর্যালোচনা হওয়ার কথা থাকলেও, শরিকদের চাপে তা পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে আপাতত বাড়ছে না দাম।
|
যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন অ্যান্ডি মারে |
৭৬ বছর পর ব্রিটিশ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র ওপেন জিতলেন অ্যান্ডি মারে। আজ ফাইনালে ৪ ঘণ্টা ৫৪ মিনিটের ম্যারাথন লড়াইয়ে সার্বিয়ার নোভাক জকোভিচকে ৭-৬, ৭-৫, ২-৬, ৩-৬, ৬-২ সেটে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করলেন মারে। ১৯৩৬ সালে ফ্রেড পেরি-র পর আর কোনও ব্রিটিশ খেলোয়াড় যুক্তরাষ্ট্র ওপেন জিততে পারেননি। এই বিরল নজির গড়ে উচ্ছ্বসিত তিনি।
|
দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ১০ |
গত কাল দুর্গাপুর সিটি সেন্টারের কাছে মহিলার ধর্ষণের অভিযোগের ভিত্তিতে ‘দর্পণ’ নামে স্থানীয় একটি ছাপা খানা থেকে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ওখানে ঠিকা শ্রমিকের কাজ করত। ঘটনাস্থল থেকে নির্যাতিতা মহিলা ও তাঁর স্বামীর খোয়া যাওয়া দু’টি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। ধৃতদের আজ আদালতে তোলা হলে বিচারপতি তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।
|
হামলার প্রতিবাদে দুর্গাপুরে বন্ধ বাস |
দুর্গাপুরে একটি বাস স্ট্যান্ডে কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায়। ঘটনায় ২ জন বাস কর্মী গুরুতর আহত হয়েছেন। হামলার প্রতিবাদে দুর্গাপুরে বাস চলাচল বন্ধ করলেন কর্মীরা। হঠাত্ কেন এই হামলা চালানো হল তা নিয়ে সঠিক ভাবে কিছু জানা যায়নি। |