|
|
|
|
সিপিএম কর্মীর বাড়িতে হামলা, অভিযুক্ত তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুল নির্বাচনে জেতার পর সিপিএম কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নারায়ণগড়ের গামায়। জলের ৬ জন কর্মী-সমর্থকের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ সিপিএমের। তৃণমূল অবশ্য এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, নির্বাচনে জেতার পর এলাকায় দলীয় কর্মী- সমর্থকেরা মিছিল করেন। তখন সামান্য গোলমাল হয়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। ধৃতেরা তৃণমূল কর্মী বলেই পরিচিত।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার নারায়ণগড়ের গামা আদিবাসী শিক্ষা নিকেতনের পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। তৃণমূল-সিপিএম, দু’পক্ষই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। দীর্ঘদিন ধরে এই স্কুল পরিচালন কমিটি সিপিএমের দখলে ছিল। এবার সেখানে ৬টি আসনের সবক’টিতেই জয়ী হয়ে তৃণমূল। এরপরই তৃণমূলের লোকজন সিপিএম কর্মী- সমর্থকদের বাড়িতে ‘হামলা’ চালায় বলে অভিযোগ। বেশ কিছু সরঞ্জাম লুঠপাট করা হয়। যাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন সনাতন মহাপাত্র, ধীরেন মুর্মু, রাম সরেণ, লক্ষ্মণ হাঁসদা। এঁদের মধ্যে সনাতনবাবু সিপিএমের স্থানীয় লোকাল কমিটির সদস্য। ধীরেনবাবু এ বার ওই স্কুল নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। নারায়ণগড় প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নির্বাচনী এলাকা। পালাবদলের পর এই এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল সন্ত্রাস করেছে বলে অভিযোগ সিপিএমের। তাদের বক্তব্য, পরিস্থিতি যে একই রকম রয়েছে, রবিবারের ঘটনা থেকে তা স্পষ্ট।
সিপিএমের বেলদা জোনাল কমিটির সম্পাদক ভাস্কর দত্ত বলেন, “স্কুল নির্বাচনে জেতার পর ওরা (তৃণমূল) দলীয় কর্মী- সমর্থকদের বাড়িতে হামলা করে। লুঠপাট চালায়। আদিবাসী মানুষদের বাড়িতেও হামলা চালানো হয়েছে। পুরো বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।” অন্যদিকে, ‘হামলা’র অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, “ হামলা চালানো হয়নি। জেতার পর দলীয় কর্মী- সমর্থকেরা মিছিল করেন। সেই মিছিল থেকে সামান্য গোলমাল হয়েছে।” তাঁর বক্তব্য, “ স্কুল নির্বাচনের ফলাফল থেকেই স্পষ্ট, মানুষ আমাদের সঙ্গে রয়েছেন। মানুষ বুঝতে পেরেছেন, সিপিএমের হাতে ক্ষমতা থাকলে স্কুলের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই এ বার আমাদেরই সমর্থন করেছেন।” পুলিশ জানিয়েছে, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে নজরদারি চলছে। |
|
|
|
|
|