টুকরো খবর
সিপিএম নেতাকে মারধর, নালিশ
সিপিএমের এক নেতাকে মারধরের অভিযোগ ঘিরে চাপানউতোর শুরু হল মোহনপুর ব্লকের রাজনগর গ্রামে। প্রহৃত সিপিএমের তিলদাপাড়া শাখা কমিটির সম্পাদক অশোক চন্দের অভিযোগ, চাষের জন্য মজুরের খোঁজ করতে তিনি শনিবার সন্ধ্যায় রাজনগর গ্রামে রবীন্দ্র মাইতির বাড়িতে যান। ফেরার পথে স্থানীয় তৃণমূল নেতা তপন ভক্তের নেতৃত্বে তৃণমূলের লোকেরা তাঁকে মারধর করেন। অশোকবাবু এ বিষয়ে রবিবার বিকেলে থানায় অভিযোগ দায়ের করার পর রাতে পাল্টা অভিযোগ দায়ের করেন রবীন্দ্রবাবুর স্ত্রী রেবতী মাইতি। তাঁর অভিযোগ, পারিবারিক যোগাযোগ থাকার সুবাদে অশোকবাবু প্রায়ই তাঁদের বাড়িতে আসতেন। এ দিন অশোকবাবু তাঁকে কুপ্রস্তাব দেন ও শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় লোকেরা অশোক চন্দকে মারধর করেছেন। মোহনপুর থানার আইসি জাফরুল মল্লিক বলেন, “দু’পক্ষের অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।”

আরএসপি’র ‘কালা দিবস’
মেদিনীপুর শহরের নান্নুরচকে স্বাধীনতা সংগ্রামী তথা প্রবীণ আরএসপি নেতা ত্রিদিব চৌধুরীর মূর্তিটি কয়েকদিন আগে কেউ বা কারা তুলে নিয়ে চলে গিয়েছে। স্থানীয় ত্রিদিব চৌধুরী স্মৃতি উদ্যানে ছিল মূর্তিটি। ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার ‘কালা দিবস’ পালন করবে আরএসপি। দলের পক্ষ থেকে শহরে মিছিল হবে। পরে জুগনুতলাচকে হবে প্রতিবাদ সভা। আরএসপি’র জেলা সম্পাদক শক্তি ভট্টাচার্য বলেন, “মেদিনীপুর শহরের বুকে এমন ঘটনা ভাবা যায় না। মূর্তিটি তুলে নিয়ে গিয়ে একজন স্বাধীনতা সংগ্রামীকেই অসম্মান করা হয়েছে। প্রতিবাদে মঙ্গলবার আমরা কালা দিবস পালন করব। দলীয় কর্মী-সমর্থকেরা বুকে কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হবেন। মিছিল-প্রতিবাদ সভাও হবে।” তাঁর অভিযোগ, “তৃণমূলের মদতপুষ্ট লোকজনই এ কাজ করেছে।” তৃণমূল নেতৃত্ব অভিযোগ মানেননি।

জল কমছে রাস্তায়
নতুন করে বৃষ্টি না হওয়ায় সোমবার সকাল থেকে ঘাটাল শহরের ন’টি ওয়ার্ড থেকেই জল কমতে শুরু করেছে। জল কমেছে ঘাটাল-চন্দ্রকোনা ও ঘাটাল-মেদিনীপুর (ভায়া নাড়াজোল) সড়কেও। শুক্রবার থেকে ওই রুটে গাড়ি চলাচল বন্ধ ছিল। রবিবারও নাড়াজোলের রাস্তায় এক কোমরের বেশি জল থাকায় যানবাহন চলাচল বন্ধ ছিল। ঘাটাল-চন্দ্রকোনা সড়কে ঘাটাল শহরের ১ এবং ২ নম্বর চাতালে জল থাকলেও বাস চলাচল করছিল। তবে ছোট গাড়ি চলছিল না। সোমবার থেকে দুটি রুটেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাটাল পুর-এলাকার বেশ কিছু রাস্তা এখনও জলের তলায়। মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন,“যদি আর বৃষ্টি না হয় বা জলাধার থেকে জল না ছাড়া হয়, তাহলে দু’একদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।”

প্রতিষ্ঠা দিবস পালন
১ সেপ্টেম্বর ভারতীয় জীবন বিমার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাত দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করল এলআইসি-র খড়্গপুর বিভাগীয় শাখা। সম্প্রতি খড়্গপুর শহরের মালঞ্চয় সংস্থার কার্যালয়ে কৃতী ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনদের সংবর্ধনা, ক্যুইজে সফলদের পুরস্কার প্রদান করা হয়। ছিলেন এলআইসি খড়্গপুর বিভাগের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার বিবেকানন্দ প্রধান, মার্কেটিং মানেজার কৌশিক ঘোষাল-সহ বিশিষ্টজনেরা।

স্কুলের অনুষ্ঠান
খড়্গপুরের রেলওয়ে বয়েজ হাইস্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে শনিবার। ওই দিন বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান হয়। ছিলেন খড়্গপুরের ডিআরএম রাজীবকুমার কুলশ্রেষ্ঠ, স্কুলের অধ্যক্ষ প্রীতিময় গঙ্গোপাধ্যায় প্রমুখ। সব মিলিয়ে প্রায় ৭৫ জন ছাত্রকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের ছাত্ররাই যোগ দেয়।

স্কুলে জয়ী তৃণমূল
চারটি স্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নির্বাচনে জয়ী হল তৃণমূল। রবিবার দাঁতন-১ ব্লকের দাঁতন ভাগবতচরণ হাইস্কুলে বাম সমর্থিতদের হারিয়ে ছ’টি আসনে জেতে তৃণমূল। ওই ব্লকেরই ঘোলাই উদয়ভারতী হাইস্কুলে ও আনন্দনগর শ্রীনাথ বিদ্যাপীঠে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে তারা। অন্য দিকে মোহনপুর ব্লকের বোড়াই হাইস্কুলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল। দীর্ঘ প্রায় তিন দশক ধরে চারটি স্কুলেই ক্ষমতায় ছিল বামেরা। বামেদের অভিযোগ, তৃণমূলের হুমকির জন্যই তারা প্রার্থী দিতে পারেনি। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.