l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• উত্তপ্ত তরাই-ডুয়ার্স, মহাকরণে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী
• জোকায় সাংবাদিক সম্মেলনে রেলমন্ত্রী
• সাংবাদিক সম্মেলনে শ্যামল চক্রবর্তী
বিস্তারিত...
•
নৃত্যশিল্পী ও অভিনেত্রী সাধনা বসুর ৯৮তম জন্মদিন উপলক্ষে
অতীতের তাঁরা
।
•
তাঁর অনুভবকে এ বার
তারাদের কথা
য়
শব্দ-বন্দি করলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়।
•
কবিগুরুর ১৫১তম জন্মবার্ষিকীর আগে
আনাচে-কানাচে
জোড়াসাঁকো ঠাকুরবাড়ি।
•
নববর্ষের অতীত ও বর্তমান মিলিয়ে মিশিয়ে পাঠকের কলমে
আমার শহর
।
ছেনি-হাতুড়িতে বাদ ‘তৃণমূল’,
কার্যালয় রাতারাতি কংগ্রেসের
স্বপন বন্দ্যোপাধ্যায় • কোতুলপুর
ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে ছেনি ও হাতুড়ির ঘায়ে ‘তৃণমূল’ শব্দটাই বাদ দেওয়া হল। তৃণমূলের পতাকা নামিয়ে তোলা হল কংগ্রেসের দলীয় পতাকা। বাঁকুড়ার কোতুলপুরের এই ঘটনা, তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে পদ থেকে সরানোর জের। সদ্য অপসারিত ব্লক সভাপতি নিমাই ঘোষ অনুগামীদের নিয়ে রবিবারই যোগ দেন কংগ্রেসে। অভিযোগ, নিমাইবাবুর অনুগামীরাই এ দিন তৃণমূলের কার্যালয় দখল করে, পরিবর্তন করেন ‘কোতুলপুর ব্লক কংগ্রেস কার্যালয়’-এ। তৃণমূলের যাবতীয় ফ্লেক্স ও পোস্টার খুলে ছিঁড়ে ফেলা হয়। ছেঁড়া হয় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সংবলিত ফ্লেক্সও। নিমাইবাবুর দাবি, “আমার জমিতেই কার্যালয় তৈরি করেছিলাম। দলবদলের সঙ্গে কার্যালয়ের নামও তাই বদলে দেওয়া হল!” বস্তুত, এ দিনের এই ঘটনায় বাঁকুড়া জেলা তৃণমূলের ‘অন্তর্দ্বন্দ্বের’ চেহারা আরও প্রকাশ্যে এসেছে। এ দিন কোতুলপুরের কংগ্রেস বিধায়ক সৌমিত্র খাঁ-র কাছে গিয়ে কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন নিমাইবাবু। তাঁকে অনুসরণ করে কংগ্রেসে যোগ দেন তৃণমূলের প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক বাসুদেব পালও। সৌমিত্রবাবুর দাবি, তৃণমূল ছেড়ে হাজার পাঁচেক কর্মী এ দিন কংগ্রেসে যোগ দিয়েছেন।
বিস্তারিত...
শঙ্কর-কাঁটা তুলতে অজয়কে ফুল পাঠালেন মমতা
সঞ্জয় সিংহ •
শান্তিপুর
রবিবার তাঁর ষাট বছরের জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পুষ্পস্তবক ও শুভেচ্ছাবার্তা পেলেন নদিয়ার শান্তিপুরের কংগ্রেস বিধায়ক অজয় দে। শান্তিপুর থানার এক অফিসার মুখ্যমন্ত্রীর পাঠানো ফুলের তোড়া ও শুভেচ্ছাবার্তা নিয়ে আসেন অজয়বাবুর কাছে। সংক্ষিপ্ত ওই শুভেচ্ছা-বার্তায় লেখা, ‘মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনার সুখী শান্তিপূর্ণ সুদীর্ঘ জীবন কামনা করছি’। ষাট বছরের জন্মদিনে মুখ্যমন্ত্রীর ‘শুভেচ্ছা’য় স্বভাবতই ‘অভিভূত’ অজয়বাবু ফ্যাক্সবার্তায় কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রীকে লিখেছেন, ‘আমার জন্মদিনে আপনার পাঠানো শুভেচ্ছা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করলাম। রাজ্যে সামগ্রিক উন্নয়নে আপনার নিরবচ্ছিন্ন প্রয়াস আশার আলো দেখাবে এ আমার দৃঢ় বিশ্বাস। আপনার উন্নয়নের কাজে একজন অংশীদার হওয়ার আগ্রহ রাখি’। রাজ্য-রাজনীতির সাম্প্রতিক প্রেক্ষাপটে মমতা-অজয়ের এই ‘শুভেচ্ছা-বিনিময়’কে দুই জোট-শরিকের ‘সৌজন্য-রাজনীতি’ বলেই মনে করছে রাজনীতিক শিবিরের একাংশ। তবে নদিয়ায় জোট-রাজনীতির নিরিখে এই সৌজন্যের ‘সমীকরণ’ অন্যরকম বলেই মনে করছে কংগ্রেসের একাংশ। তাদের মতে, ফুল পাঠানোটা আসলে নদিয়া জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর সিংহ নামক ‘কাঁটা’ তুলে ফেলার প্রয়াস!
বিস্তারিত...
আধ শতকেও মেটেনি পথের
দাবি, বাধ্য হয়েই লাইনে পা
দেবাশিস দাশ • কলকাতা
যেন প্রদীপের নীচেই অন্ধকার! কোনা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র ১০ মিনিটের দূরত্বে হাওড়া পুরসভারই একটি বসত এলাকায় কোনও রাস্তা নেই। শহরে যাতায়াতের একমাত্র পথ একটি রেললাইন। দক্ষিণ-পূর্ব শাখার অতি ব্যস্ত ওই রেলপথে সারাক্ষণই লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলে। সাঁতরাগাছির কাছে মৌখালি হালদারপাড়া নামে ওই এলাকার শ’দুয়েক পরিবারের হাজারখানেক মানুষের নিত্য যাতায়াত ওই রেলপথ দিয়েই। অভিযোগ, গত ৫০ বছর ধরে পুরসভা-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানিয়েও একটি রাস্তা পাননি ওই এলাকার বাসিন্দারা। কলকাতার দিক থেকে আসার সময়ে কোনা এক্সপ্রেসওয়ের গরফা সেতুর বাঁ দিক দিয়ে যে রাস্তাটি চলে গিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের ১২ নম্বর গেটের কাছে, সেটি ধরে গেলেই পড়বে মৌখালি খাল। হাওড়ার অন্যতম প্রধান ওই নিকাশি খাল সরাসরি গিয়ে মিশেছে গঙ্গায়। সেই খালের পূর্ব দিকে আধ কিলোমিটার দূরেই সাঁতরাগাছি স্টেশন। উত্তর দিকে হাওড়া-খড়্গপুর ও হাওড়া-আমতা রেললাইন। ওই রেললাইন দিয়ে মিনিট পাঁচেক হেঁটে মৌখালি খালের উপরে রেলসেতু পেরিয়ে কিছুটা গেলেই পড়বে হালদারপাড়া।
বিস্তারিত...
সাংসদের গাড়িতে আগুন কোচবিহারে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
রাজ্যসভার সাংসদ তারিণী রায়ের গাড়ির ধাক্কায় এক মোটরবাইক আরোহীর জখম হওয়ার ঘটনাকে ঘিরে রবিবার উত্তেজনা ছড়ায় কোচবিহার কোতোয়ালি থানার বাহান্নঘর এলাকায়। উত্তেজিত জনতা সাংসদের গাড়িতে আগুন লাগায়। সাংসদ ও তাঁর সঙ্গীদের ঘিরে তুমুল বিক্ষোভ হয়। পরিস্থিতি সামলাতে সাংসদের নিরাপত্তা রক্ষী চঞ্চল ঘোষ শূন্যে দু’রাউন্ড গুলি চালান। এলাকারই কিছু বাসিন্দা তারিণীবাবুকে একটি বাড়িতে আশ্রয়ের ব্যবস্থা করেন। জনতার ক্ষোভের মুখে পড়ে চালক পালিয়ে গেলেও তারিণীবাবুর সঙ্গী দিশারী বক্সী নিগৃহীত হন বলে অভিযোগ। সাংসদের গাড়ির আগুন নেভাতে কোচবিহার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। জখম মোটরবাইক আরোহী পরীক্ষিৎ সরকার কোচবিহার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর মাথায় চোট লেগেছে। জেলা পুলিশ সুপার প্রণব দাস বলেন, “সাংসদের গাড়ির ধাক্কায় এক যুবক জখম হওয়ায় পরিস্থিতি তেতে ওঠে। সাংসদের নিরাপত্তা রক্ষী শূন্যে দু’রাউন্ড গুলি চালান বলে প্রাথমিক রিপোর্ট পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
বিস্তারিত...
নিজেই থানায় গিয়ে বিয়ে রুখল কিশোরী
নিজস্ব সংবাদদাতা • কান্দি
পাত্রপক্ষের পণ পছন্দ হয়নি। সবার সামনেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁরা। তাই বিয়ের মণ্ডপেই দাঁড়িয়ে ডোমকলের সারাংপুরের আজিরন খাতুন বলেছিলেন, তিনি চান বর তাঁকে তালাক দিক। তালাক পেয়েওছিলেন। রেজিনগরের রামনগর-বাছড়ার নাবালিকা রাজনিহার খাতুন বিয়ের কথা শুনে প্রতিবেশীদের সাহায্যে প্রশাসনের দ্বারস্থ হয়। বিডিও নিজেই গিয়ে তার বাবার সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করতে রাজি করান। সুতির রঘুনাথপুরে নাবালিকা টুম্পা খাতুনও এক শিক্ষিকার পরামর্শে প্রশাসনের সাহায্য নিয়ে বিয়ে বন্ধ করতে পেরেছিল। এ বার সেই মুর্শিদাবাদেরই কান্দির জেমো উমপাড়ার রাজনেহার খাতুন শনিবার ভর সন্ধ্যায় দু’কিলোমিটার হেঁটে সোজা চলে গেল থানায়। তার অনিচ্ছা সত্ত্বেও বিয়ে দেওয়ার চাপ দেওয়ার জন্য সেই নাবালিকা সরাসরি অভিযোগ দায়ের করল তার মা, দিদিমা ও মামার বিরুদ্ধে। সেই দিন বিকেলেই তার বাড়িতে বিয়ে নিয়ে আলোচনা চলছিল। পাত্র পছন্দ। বিয়ের দিনও মোটামুটি ঠিক। সেই সব কথাই ভিতরের ঘর থেকে শুনতে পাচ্ছিল কিশোরী রাজনেহার। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে রাজনেহার জানায়, সে পড়াশোনাই করতে চায়। এখনই বিয়েতে সে রাজি নয়। রাজনেহারকে নিয়ে মাত্র এক মাসের মধ্যেই এই পিছিয়ে পড়া জেলার তিন নাবালিকা ও আজিরন এই ভাবে পরিপার্শ্বের চাপের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ালেন।
বিস্তারিত...
ডাকাতি করতে গিয়ে ‘ধর্ষণের’ হুমকি, মারধর
নিজস্ব সংবাদদাতা • গোঘাট
ডাকাতি করতে গিয়ে এক ব্যবসায়ীর যুবতী মেয়েকে ‘ধর্ষণ’-এর হুমকি দিল দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে মার খেলেন ওই যুবতীর মা। তাঁর দু’হাতে নোড়া দিয়ে আঘাত করল দুষ্কৃতীরা। বেধড়ক পেটানো হল ওই ব্যবসায়ীকেও। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে গোঘাট থানার হাজিপুর হাটতলায়। ঘটনাস্থল থেকে মিনিট পাঁচেকের দূরত্বে পুলিশ ক্যাম্প। ডাকাতেরা পালানোর পরে জখম অবস্থায় ওই মহিলা নিজে থানায় গিয়ে খবর দিলেও রাতে পুলিশ যায়নি বলে অভিযোগ। রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে আরামবাগের এসডিপিও আকাশ মাগারিয়া জানান, ওই ক্যাম্পের দু’জন পুলিশকর্মী ও দু’জন হোমগার্ডকে ‘নিষ্ক্রিয়তা’র অভিযোগে ‘ক্লোজ’ করা হয়েছে। এসডিপিও বলেন, “নতুন ক্যাম্প তৈরি করে নতুন কর্মী নিয়োগ করা হবে। দুষ্কৃতীদের খোঁজ চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত দেড়টা নাগাদ জনা ছ’য়েকের সশস্ত্র দুষ্কৃতী দলটি তালা ভেঙে ঢোকে গোঘাটের ওই ব্যবসায়ীর বাড়িতে। সে সময়ে বাড়িতে ছিলেন ওই ব্যবসায়ী, তাঁর স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ে। ওই যুবতী বীরভূমের সিউড়ির একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছুটিতে এসেছিলেন বাড়িতে।
বিস্তারিত...
পুকুরের দখল নিয়ে ‘গোষ্ঠী-সংঘর্ষ’,
তৃণমূল কর্মী গুলিবিদ্ধ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
পুকুরের দখলকে কেন্দ্র করে তৃণমূলের ‘গোষ্ঠী-সংঘর্ষে’ জখম হলেন ১০ জন। রবিবার উত্তর দিনাজপুরের ইটাহারের বৈদড়া এলাকায় ওই সংঘর্ষে পিঠে গুলি লাগে রহমত আলি নামে এক তৃণমূল কর্মীর। তিনি রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের স্থানীয় নেতাদের অবশ্য অভিযোগ, কংগ্রেসের টিকিটে নির্বাচিত ইটাহার পঞ্চায়েত সমিতির সদস্য দানেশ আলির নেতৃত্বে এ দিন ওই পুকুরটি দখলের চেষ্টা হয়। দানেশের সঙ্গে ছিলেন কিছু কংগ্রেস কর্মী। তৃণমূলের সমর্থকেরা বাধা দিতে গেলে বাধে সংঘর্ষ। দানেশ আলির দাবি, তিনি সম্প্রতি তৃণমূলে যোগ দিয়েছেন। মিথ্যা অভিযোগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। আর জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, “তৃণমূলের গোষ্ঠী-দ্বন্দ্বের জেরেই ওই সংঘর্ষ।” রায়গঞ্জের ডিএসপি অম্লান ঘোষ বলেন, “পুকুরের দখলকে কেন্দ্র করে এ দিন সকালে দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ যুবকের সঙ্গে কথা বলে ঘটনার তদন্ত শুরু করেছি। সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”
বিস্তারিত...
এক নজরে...
• গার্লস হস্টেল, নতুন স্কুল তৈরির উদ্যোগ জঙ্গলমহলে
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
চাঁচলে ভস্মীভূত
প্রায় গোটা গ্রাম
মন্ত্রীর আশ্বাসে
ধর্মঘট প্রত্যাহার
দক্ষিণবঙ্গ
ট্রেন চলবে, আনন্দে
মশগুল হিঙ্গলগঞ্জবাসী
‘বঞ্চনা’র প্রতিবাদে
সোচ্চার আংশিক
সময়ের শিক্ষকেরা
বর্ধমান
বৃত্তি আত্মসাতে অভিযুক্ত
তিন টিএমসিপি নেতা
আশ্বাসই সার, গরমের
শুরুতে জলসঙ্কট তীব্র
পুরুলিয়া
হারিয়েছে পা, থামতে
নারাজ তপন
তিন সন্তানকেই
মারতে চেয়েছিল বাবা
মুর্শিদাবাদ
যানজট-মোকাবিলায় ছয়
শহরে ‘গ্রিন পুলিশ’
আর্থিক চুক্তিতে দলবদল
চলছে মফস্সল ফুটবলে
মেদিনীপুর
শোকের ছায়া চকদ্বীপায়
বাংলায় কী করব আমরাই
ঠিক করব, মত পুরমন্ত্রীর
কলকাতা
৩৯.১ /২৮.০
আজকের দিনে
বিশ্ব পুস্তক ও কপিরাইট দিবস।
• ১৯৭৯:
অভিনেত্রী ও
মডেল ইয়ানা গুপ্তার জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
আজকের জন্য
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.