শঙ্কর-কাঁটা তুলতে অজয়কে ফুল পাঠালেন মমতা |
সঞ্জয় সিংহ, শান্তিপুর: রবিবার তাঁর ষাট বছরের জন্মদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেপুষ্পস্তবক ও শুভেচ্ছাবার্তা পেলেন নদিয়ার শান্তিপুরের কংগ্রেস বিধায়ক অজয় দে। শান্তিপুর থানার এক অফিসার মুখ্যমন্ত্রীর পাঠানো ফুলের তোড়া ও শুভেচ্ছাবার্তা নিয়ে আসেন অজয়বাবুর কাছে। সংক্ষিপ্ত ওই শুভেচ্ছা-বার্তায় লেখা, ‘মঙ্গলময় ঈশ্বরের কাছে আপনার সুখী শান্তিপূর্ণ সুদীর্ঘ জীবন কামনা করছি’। ষাট বছরের জন্মদিনে মুখ্যমন্ত্রীর ‘শুভেচ্ছা’য় স্বভাবতই ‘অভিভূত’ অজয়বাবু ফ্যাক্সবার্তায় কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রীকে লিখেছেন, ‘আমার জন্মদিনে আপনার পাঠানো শুভেচ্ছা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করলাম। রাজ্যে সামগ্রিক উন্নয়নে আপনার নিরবচ্ছিন্ন প্রয়াস আশার আলো দেখাবে এ আমার দৃঢ় বিশ্বাস। আপনার উন্নয়নের কাজে একজন অংশীদার হওয়ার আগ্রহ রাখি’। |
|
নিজেই থানায় গিয়ে বিয়ে রুখল কিশোরী |
নিজস্ব সংবাদদাতা, কান্দি: পাত্রপক্ষের পণ পছন্দ হয়নি। সবার সামনেই ক্ষোভ প্রকাশ করেছিলেন তাঁরা। তাই বিয়ের মণ্ডপেই দাঁড়িয়ে ডোমকলের সারাংপুরের আজিরন খাতুন বলেছিলেন, তিনি চান বর তাঁকে তালাক দিক। তালাক পেয়েওছিলেন। রেজিনগরের রামনগর-বাছড়ার নাবালিকা রাজনিহার খাতুন বিয়ের কথা শুনে প্রতিবেশীদের সাহায্যে প্রশাসনের দ্বারস্থ হয়। বিডিও নিজেই গিয়ে তার বাবার সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করতে রাজি করান। |
|
|
যানজট-মোকাবিলায় ছয় শহরে ‘গ্রিন পুলিশ’ |
|
নিজস্ব সংবাদদাতা, রঘুনাথগঞ্জ: ছ’টি শহরের ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে ২০০ জন ‘গ্রিন পুলিশ’। যানজট মোকাবিলায় রাজ্য সরকারের কাছে গ্রিন পুলিশের জন্য আবেদন জানানো হয়েছিল বলে মুর্শিদাবাদ পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, জেলা পুলিশের চাহিদা অনুসারে ২০০ জন গ্রিন পুলিশ নিয়োগের অনুমোদন মিলেছে। জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বহরমপুর, জঙ্গিপুর, ধুলিয়ান, লালবাগ, কান্দি ও বেলডাঙা এই ছয় শহরের যানজট মোকাবিলায় কাজ করবেন ওই গ্রিন পুলিশ। |
|
আর্থিক চুক্তিতে দলবদল চলছে মফস্সল ফুটবলে |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|