টুকরো খবর |
সিদ্দিকুল্লাকে ঘিরে ক্ষোভ |
নিজস্ব প্রতিবেদন |
মাদ্রাসার পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গড়ার দাবিতে রবিবার জমিয়তে উলেমায়ে হিন্দের রাজ্য সম্পাদক সিদ্দিকুল্লা চৌধুরীকে ঘিরে রেখে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার দুপুরে নদিয়ার কালীগঞ্জের রাওতাড়া গ্রামের ওই বেসরকারি মাদ্রাসার পরিচালন কমিটির বৈঠক ছিল। সিদ্দিকুল্লা ওই পরিচালন সমিতির সভাপতি। বৈঠক শেষে সাধারণ সভা শুরু হলে গ্রামের কিছু মানুষ তাঁকে আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে চলে যায় কালীগঞ্জ ও নাকাশিপাড়া থানার বিরাট পুলিশ বাহিনী। কিছু ক্ষণের পৌঁছে যান স্থানীয় বিধায়ক তৃণমূলের নাসিরুদ্দিন আহমেদও। শুরু হয় দফায় দফায় বৈঠক। পুরনো কমিটি ভেঙে দেওয়া হয়। অন্তর্বর্তী সময়ের জন্য সাত জনের একটি কমিটি তৈরি করার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুর সাড়ে এগারোটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ওই মাদ্রাসাতেই ছিলেন সিদ্দিকুল্লা। তিনি বলেন, “তৃণমূলের লোকজন দেখছি সিপিএমের চেয়েও খারাপ। রাওতাড়ায় তৃণমূলের উচ্ছৃঙ্খল লোকজনই আমাদের উপরে হামলা চালিয়েছে। এই মাদ্রাসার সম্পত্তি গ্রাস করতে চাইছে তারা। প্রশাসনের কাছে সাহায্য চাওয়ার অনেক পরে পুলিশ পৌঁছয়।” নাসিরুদ্দিন অবশ্য বলেন, “পরিচালন সমিতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আর্থিক বিষয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল এলাকার মানুষের মধ্যে। তাই গ্রামের মানুষ ও অভিভাবকেরা ক্ষোভ জানিয়েছেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।” জেলার পুলিশ সুপার সব্যসাচী রমণ মিশ্রের কথায়, “খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।”
|
খুনের নালিশ, গ্রেফতার স্বামী-সহ তিন |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বহরমপুরে এক তরুণী মৃত্যুর ঘটনায় স্বামী ও তাঁর দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবারের ওই ঘটনায় ধৃতদের সিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক তাদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। মৃতের নাম সোমা ঘোষ চৌধুরী (২৭)। বাড়ি বহরমপুরের উকিলাবাদ রোডে। বহরমপুর থানার আইসি মোহায়মেনুল হক বলেন, “সোমাদেবীর বাপের বাড়ির তরফে অভিযোগ পেয়ে স্বামী-সহ শ্বশুরবাড়ির সাত জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চারেক আগে মালদহের মালঞ্চপল্লির বাসিন্দা সোমাদেবীর সঙ্গে বহরমপুরের এক ওষুধ ব্যবসায়ীর বিয়ে হয়। তাঁদের তিন বছরের একটি মেয়েও রয়েছে। সোমাদেবীর মা কেকা চৌধুরীর অভিযোগ, “বিয়ের পর থেকেই জামাই ব্যবসার জন্য টাকা চাইত। ওই টাকা নিয়ে মেয়ের উপরে নির্যাতন করত। গত ৩০ মার্চ আমরা ৫ লক্ষ টাকা দিয়েছিলাম। এর পরে মঙ্গলবার সকালে ফোন করে ফের ১০ লক্ষ টাকা দাবি করেছিল জামাই। কিন্তু আমরা টাকা দিতে পারিনি। এর পরেই বুধবার গভীর রাতে ফোন করেছিল। তারপরে আমাদের সন্দেহ হয়।” ওই রাতেই গাড়িতে করে মালদহ থেকে বহরমপুরে এসে হাজির হন সোমাদেবীর আত্মীয়-স্বজন। সোমার ভাই শিপু চৌধুরী বলেন, “বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে গিয়ে দেখি দিদি আর নেই। গলায়, গালে, হাত-পায়ে কালশিটে দাগ রয়েছে। কান দিয়ে রক্ত পড়তেও দেখা গিয়েছে। এ দিকে আমাদের বলা হয়েছিল, গলায় ফাঁস লাগিয়ে দিদি আত্মহত্যা করেছে। ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওকে দেখতে পেয়ে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু দরজা ভাঙার কোনও প্রমাণই আমরা পাইনি।” এর পরেই গোটা বিষয়টি জানিয়ে বহরমপুর থানায় দিদির শাশুড়ি, স্বামী, তিন ভাসুর, ননদ ও ভাইপোর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। আইসি বলেন, “অভিযোগ পেয়ে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। বাকিরা সকলেই পলাতক। বাড়িতে বাইরে থেকে তালা ঝোলানো রয়েছে।”
|
বালকের দেহ উদ্ধার কৃষ্ণনগরে |
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
বাড়ির পাশের ডোবায় মিলল এক বালকের দেহ। নাম প্রভাস মণ্ডল (১২)। বাড়ি নদিয়ার হাঁসখালি থানার হরিণডাঙায়। জেলার পুলিশ সুপার জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিন্তু কেন খুন করা হল, তা পরিষ্কার নয়। পুলিশি সূত্রের খবর, তৃতীয় শ্রেণির ছাত্র প্রভাস শনিবার কালীপুজো দেখতে গিয়েছিল। এ দিন সকালে তার বিবস্ত্র দেহ পাওয়া যায়। জামা দিয়েই তার গলায় ফাঁস দেওয়া হয়। শরীরে কিছু ক্ষতচিহ্নও মিলেছে। প্রভাসের বাবা রবীন্দ্রনাথ মণ্ডলের কথায়, “আমাদের কোনও শত্রু ছিল না। কেন ওকে খুন করা হল, জানি না।” পুজো কমিটির সদস্য অশ্বিনী বিশ্বাস বলেন, “ওরা খুবই দরিদ্র। এই ঘটনা মেনে নিতে পারছি না।”
|
দ্বাদশ নদিয়া জেলা সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
সিপিআইএম (লিবারেশন) এর দ্বাদশ নদিয়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হল শনি ও রবিবার। নবদ্বীপের মনিপুরে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ২০০ জন প্রতিনিধি যোগ দিয়েছিলেন। দলের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ বলেন, “আগামী পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হল এই সম্মেলন থেকেই। রাজ্যের সবকটি জেলার মধ্যে নদিয়াতেই সবচেয়ে কম গ্রাম উন্নয়নের কাজ হয়েছে। ফলে গ্রামের মানুষের মধ্যে ক্ষোভ অনেক বেশি। ধর্মদা মুড়াগাছা অঞ্চলে ১০০ দিনের প্রকল্পের কাজ হয়েছে মাত্র ৫ দিন। ধুবুলিয়ার ন’পাড়ায় কাজ হয়েছে আসলে ১২ দিন। অথচ ২০০৮ সালের পঞ্চায়েত ভোটে তৃণমূলের সবচেয়ে ভালো ফল হয়েছিল নদিয়াতেই। প্রতিশ্রুতি ভঙ্গও এখানেই হয়েছে সবচেয়ে বেশি। মানুষের এই ক্ষোভকেই আমরা একত্রিত করছি। ক্ষেত মজুরদের মধ্যে সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সাড়া পেয়েছি। মে মাসে নদিয়াতেই সারা ভারত কৃষক সম্মেলনের আয়োজন করা হয়েছে।”
|
নকআউট ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
দেবকুণ্ডু ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শেষ হল আটটি দলের নকআউট ফুটবল টুনার্মেন্ট। নদিয়া মুর্শিদাবাদের উত্তর২৪ পরগণার আটটি দল এই প্রটিযোগিতায় যোগ দেয়। শেখ নৈমুদ্দিন মিঞা ও আলাউদ্দিন শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুরু ৬ এপ্রিল। প্রথম বর্ষ। দেবকুণ্ডুর মাঠে রবিবারের ফাইনালে সলুয়াডাঙা মিলন সঙ্ঘ ও ডোমকল। মহামেডান স্পের্টিং মধ্যে । সলুয়াডাঙা ১-০ তে জিতেছে।
|
জলে ডুবে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
ভাগীরথীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন তনুশ্রী দাস নামে এক কিশোরী। বাড়ি মালদহের রথবাড়িতে। রঘুনাথগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে রবিবার সকালে সদরঘাটে পরিবারের লোকেদের সঙ্গে স্নান করতে গিয়েছিলেন তিনি।
|
রাস্তা বেহাল ডোমকলে |
নিজস্ব সংবাদদাতা • ডোমকল |
আইনি ফাঁসে রাস্তার সংস্কার আটকে থাকায় ডোমকলের গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের ৭ কিমি রাস্তা বেহাল। বহরমপুর থেকে শেখপাড়া, সাগরপাড়া-গোধনপাড়া ইসলামপুর গোয়াস পর্যন্ত হেঁটে চলাচল করাও দায়। অথচ সাগরপাড়া, সেখপাড়া, রানিনগর থেকে বহরমপুর যাওয়ার রাস্তা এটা। জলঙ্গি, করিমপুর থেকে কিছু সরকারি ও বেসরকারি বাসও চলে ওই রাস্তায়। বাস মালিক ও চালকদের অভিযোগ, ৭ কিমি রাস্তা পেরোতে যেখানে ১০ মিনিটের বদলে আধ ঘন্টা লাগছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রাস্তা খারাপ হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। এমনকী ধূলোতে বাড়িতে টেকাই মুশকিল হয়ে গিয়েছে। ওই এলাকার দায়িত্বে থাকা পূর্ত দফতরের সহকারি বাস্তুকার বুলবুল ইসলাম বলেন, “টেন্ডারের পরে ওই এলাকার কাজ নিয়ে এক ঠিকাদার আদালতের দ্বারস্থ হয়েছে। ফলে আইনি জটিলতা তৈরি হয়েছে। আদালতের নির্দেশ না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা যাচ্ছে না।”
|
প্রদর্শনী ফুটবল |
নিজস্ব সংবাদদাতা • নবদ্বীপ |
|
নবদ্বীপে তোলা নিজস্ব চিত্র। |
৪২ বছর আগে দুষ্কৃতীদের হামলায় নিহত ফুটবলার ভূপেশ দের স্মৃতিতে নবদ্বীপের স্বরূপগঞ্জের সেবক সমিতি প্রতিবছর ভূপেশ দে ফুটবল কোচিং ক্যাম্পের আয়োজন করে। ক্যাম্পের শেষ দিনে কলকাতার নামী ফুটবলারদের দিয়ে প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হয়। রবিবার এই প্রদর্শনী ম্যাচে যোগ দিয়েছিলেন কলকাতার গোষ্ঠপাল একাদশ বনাম ভূপেশ দে ফুটবল কোচিং অ্যাকাডেমি। ছিলেন মোহনবাগানের গোলকিপার শিলটন পাল এবং ইষ্টবেঙ্গলের জয়ন্ত পাল। |
|