l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মিনাখাঁয় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ, জখম ১০
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে পণ্ড হল দলীয় সভা। মারপিটের জেরে জখম হলেন উভয়পক্ষের ১০ জন সমর্থক। কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। কিছু সময়ের জন্য রাস্তা অবরোধও করা হয়েছে। রবিবার বিকেলে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থানার নিমিচি হাসপাতালের কাছে এ ঘটনা ঘটেছে। মারপিটে জখম পাঁচ জনকে মিনাখাঁ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুরুতর আহত তিন জনকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ফের গোলমালের আশঙ্কায় এলাকায় পুলিশি টহল শুরু হয়েছে। তৃণমূলের একটি গোষ্ঠীর তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূলের উত্তর ২৪ পরগনার পর্যবেক্ষক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “কোনও ভাবেই দলীয় কর্মীদের উপরে আক্রমণ মেনে নেওয়া হবে না। তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনাখাঁ থানার চাপালি পঞ্চায়েতের সুলতানপুর গ্রামে আঞ্চলিক সভা ছিল তৃণমূলের। দলীয় সম্মেলন ও সাংগঠনিক বিষয়ের উপরে জোর দেওয়ার বিষয়ে আলোচনা করার জন্য সভা ডাকা হয়েছিল।
বিকেল চারটে নাগাদ মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি পঙ্কজ গোল, কালাম মল্লিক, আয়ুব গাজি-সহ কয়েক জন নেতা-কর্মী গাড়িতে চেপে সেখানে যাচ্ছিলেন। পথে নিমিচি হাসপাতালের কাছে দলের একটি গোষ্ঠীর লোকেরা তাঁদের পথ আটকায়।
বিস্তারিত...
সিপিএমের দম্ভের জন্যই হার, দাবি আরএসপি-র
রানা সেনগুপ্ত • বর্ধমান
বিধানসভা নির্বাচনে পরাজয় নিয়ে আত্মবিশ্লেষণ চলছে সিপিএমে। এই পরাজয় নিয়ে এ বার বড় শরিকের উপরেই দায় চাপাল আরএসপি-ও। শনিবার থেকে শুরু হয়েছে আরএসপির দু’দিনের চতুর্দশ জেলা সম্মেলন। সেই উপলক্ষে প্রকাশিত সম্পাদকীয় খসড়া প্রতিবেদনে বলা হয়েছে এমনটাই। প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রধান শরিক দল প্রায় ক্ষেত্রেই নিজেদের আধিপত্য বজায় রাখতে গিয়ে যে ভাবে প্রশাসনকে কুক্ষিগত করেছিল এবং ফ্রন্টের ভেতর ও জনসাধারণের সামনে ‘এক ও অদ্বিতীয়’ শক্তি হিসেবে সংকীর্ণ মনোভাব নিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠা করে চলেছিল, তাতে শরিক দলগুলি এবং সাধারণ মানুষের মধ্য বিস্তর ক্ষোভ ধূমায়িত হয়েছিল। এই সব নানা ঘটনার ফলে অনেক আগে থেকেই বামফ্রন্টের জনসমর্থনের ভিত ক্ষয় শুরু হয়েছিল। সেই সঙ্গে দম্ভ, অহঙ্কার, দুর্নীতি, পেশিশক্তি ও প্রশাসনকে ব্যবহার করার অভ্যাস ভালরকম দানা বেঁধেছিল।’ নন্দীগ্রাম-উত্তর পর্বে রাজ্যের তৎকীলান পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী প্রকাশ্যেই সিপিএমের তীব্র সমালোচনা শুরু করেন।
এর জেরে বামফ্রন্টের দুই শরিকের মধ্যে মন কষাকষিও হয়েছিল। আরএসপি-র ত্রয়োদশ জেলা সম্মেলনে এই ‘ক্ষিতি লাইনে’র বিরোধিতা করা হয়েছিল।
বিস্তারিত...
অবশেষে জল ছাড়া হল তিস্তার বাঁ হাতি ক্যানালে
অনির্বাণ রায় • গজলডোবা
কাজ শুরু হওয়ার দু’দশকেরও বেশি সময় পরে জল ছাড়া হল তিস্তার বাঁ-হাতি ক্যানালে। ২৫ বছর আগে ওই ক্যানাল তৈরির কাজ শুরু হলেও নানা জটিলতা আর বির্তকে কাজ থমকে ছিল। জলও ছাড়া যায়নি ওই ক্যানালে। রবিবার সেখানে প্রথম জল ছাড়া হল। রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া এ দিন গজলডোবায় তিস্তা ব্যারাজ থেকে বোতাম টেপার সঙ্গে সঙ্গে লকগেট খুলে জল গড়াতে শুরু করে বাঁ-হাতি খালে। জলপাইগুড়ি জেলার মালবাজার, ক্রান্তি, মণ্ডলঘাটের কিছু এলাকা মিলিয়ে আপাতত প্রায় ১১ হাজার হেক্টর কৃষি জমিতে এই ক্যানালের মাধ্যমে সেচের জল দেওয়া সম্ভব হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। বাঁ-হাতি খালে জল ছাড়াকে ‘ঐতিহাসিক’ বলে দাবি করেছেন সেচমন্ত্রী। শনিবারই জলপাইগুড়িতে চলে এসেছিলেন মানসবাবু।
বিস্তারিত...
মজুত আলু বিলিয়ে দিল সামসি হিমঘর
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
সময়সীমা পার হওয়ার পরেও চাষিরা মজুত আলু না-নেওয়ায় দু’হাজার বস্তা আলু বিলিয়ে দিলেন হিমঘর কর্তৃপক্ষ। মালদহের সামসি হিমঘরে রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। হিমঘর কর্তৃপক্ষের সিদ্ধান্তের কথা জেনে এ দিন ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। তাদের হাতে মজুত আলুর বস্তা তুলে দেওয়া হয়। কয়েক দিন ধরে প্রচার চালানোর পরও চাষিরা আলু নিতে না আসায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হিমঘর সূত্রে জানা গিয়েছে, বাজারে পুরানো আলুর চাহিদা নেই। আলু নেওয়ার জন্য বস্তা প্রতি হিমঘর কর্তৃপক্ষকে যে টাকা দিতে হবে, আলু বিক্রি করেও তা ওঠার সম্ভাবনা নেই জেনে চাষিরা আগ্রহ দেখাননি। ১৫ দিন সময়সীমা বাড়ানোর পরও চাষিরা তা নিতে না আসার শুক্রবার ওই মজুত আলু বেচতে নিলামও ডাকা হয়। বস্তা প্রতি ১০ টাকা দাম দিয়েও ওই আলু কেনার জন্য ব্যবসায়ী পাওয়া যায়নি।
বিস্তারিত...
শেষ মুহূর্তেও ট্রেন থামাতে
লাইন ছেড়ে যাননি গেটম্যান
নিজস্ব সংবাদদাতা • ফুলিয়া
রাত থেকে বাড়ির দরজা হাট করে খোলা। শান্তিপুরে গোবিন্দপুর কালীবাড়ির কাছে তাঁর এই বাড়িতে ফেরার পথেই শনিবার রাতে দুর্ঘটনায় মারা যান পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের শান্তিপুর শাখার গেটম্যান পূর্ণেন্দু মণ্ডল (৫৮)। কাজ শেষ করে লাইন ধরেই ফুলিয়া স্টেশনে যাচ্ছিলেন আপ শান্তিপুর লোকাল ধরতে। সেই ট্রেনটিই দাঁড়িয়ে ছিল ২ নম্বর প্ল্যাটফর্মে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “ওই সময়েই একই লাইনে চলে আসে ডাউন শান্তিপুর লোকালটি। শেষ মুহূর্তে পিছনে ট্রেনটিকে দেখতে পেয়ে হাত তুলে থামানোর চেষ্টাও করেছিলেন ওই গেটম্যান। কিন্তু তা-ও দুর্ঘটনা এড়ানো গেল না। ট্রেন তাঁর উপর দিয়ে চলে যায়।” রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনয় মিত্তল বলেন, “দুর্ঘটনা রোধ করতে নিজের জীবন দিয়েছেন পূর্ণেন্দুবাবু।” তাঁর কথায়, “আমরা তাঁর পরিবারের পাশে থাকব। তাঁদের জন্য যা যা করা যায়, সবই করা হবে।”
বিস্তারিত...
রোগ ভুলে ভুরিভোজ প্রবীণদের
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
এই একটা দিনই খাওয়ার ব্যাপারে তাঁদের মধ্যে কোনও বাছ-বিচার থাকে না। তাই উচ্চ-রক্তচাপের রোগীও স্ত্রীকে আড়াল করে শেষ পাতে রসগোল্লা মুখে পুরে শিশুর মত হেসে ওঠেন। কেউ আবার ১১ খানা গরম বেগুনি খাওয়ার পরে পাশের বাড়ির প্রবীণের কানে কানে বলেনকথাটা যেন বাড়ি অবধি না গড়ায়। এঁদের বয়স অবশ্য ৭০ পেরিয়ে ৮০’র কোঠায়। রবিবার ‘বহরমপুর প্রবীণ সভা’ পুরসভা কার্যালয়ের পিছনে ধোপঘাটির মাঠে প্রবীণ-প্রবীণাদের নিয়ে এক পিকনিক-এর আয়োজন করে। এদিন মাঠে হাজির ছিলেন ২২০ জন সদস্য। তাঁদের মধ্যে সত্তরোর্ধ্ব সমীরণ চৌধুরী উচ্চরক্তচাপের রোগী হওয়া সত্ত্বেও এদিন শেষ পাতে রসগোল্লা চেয়ে খান। ‘একটা মিষ্টি খেলে কিছু হবে না’ বলে বাড়তি উৎসাহ দেন অন্যরা। একই ভাবে অমিতোষ বিশ্বাস খাওয়ার শুরুতেই ১১টি বেগুনি ভাজা খেয়ে ফেলেন।
বিস্তারিত...
মাটি খুঁড়েও পাওয়া গেল না দেহাবশেষ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
নিখোঁজ ৬ জনের দেহাবশেষ মিলবেএই আশায় মাটি খোঁড়া শুরু হয়েছিল। কিন্তু, দিনের শেষে ছেঁড়া জুড়ো ও পোশাকের অংশবিশেষ ছাড়া তেমন কিছুই মিলল না। শনিবার এ ঘটনা মেদিনীপুর সদর ব্লকের হাতিলোটের জঙ্গলে। সদর ব্লকের চিলগোড়া, গঙ্গাধরপুর, গোয়ালডাঙ্গা, পলাশবনি ও তার আশপাশ এলাকার ৬ জন দেড় বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। তাঁরা সবাই তৃণমূল কর্মী-সমর্থক বলে পরিচিত। স্বামীর খোঁজ পাওয়া যাবে, এই আশায় বসে রয়েছেন তাঁদের স্ত্রী ও পরিজনেরা। তাঁদের অনেকেই এত দিনে অবশ্য নিকট জনের বেঁচে ফেরার আশা একপ্রকার জলাঞ্জলি দিয়েছিলেন। ভেবেছিলেন, অন্তত দেহাবশেষটুকু পাওয়া যাবে। এই ভাবনা থেকেই শনিবার সকালে অনেকে জড়ো হয়েছিলেন হাতিলোট জঙ্গলে। মেশিন দিয়ে দীর্ঘক্ষণ মাটি খুঁড়েও দেহাবশেষের সন্ধান পাওয়া গেল না। দিন শেষে পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়েন নিখোঁজদের পরিজনেরা। তাঁদের বক্তব্য, পুলিশ তৎপর নয়। তাই খোঁজ পাওয়া যাচ্ছে না। অবিলম্বে সিআইডি তদন্ত শুরু করা উচিত।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
নতুন অধ্যক্ষ, আজ
খুলছে রায়গঞ্জ কলেজ
সংগঠন রাখতে বিবেচনার
আর্জি মুখ্যমন্ত্রীকে
দক্ষিণবঙ্গ
উস্থিতে দু’টি দুর্ঘটনায়
মৃত ১, জখম ৩
জয়পুরে কংগ্রেস প্রধানের
বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের
বর্ধমান
ডাকাত ধরতে তথ্য
দেওয়ায বধূকে
পুরস্কার দিল পুলিশ
সমঝোতা রেখে চলুক তৃণমূল,
দাবি আইএনটিইউসি-র
পুরুলিয়া
অযোধ্যা ছেড়ে ট্রেকারদের
ভিড় জয়চণ্ডীতে
বাস ধর্মঘট
অব্যাহত সিউড়িতে
মুর্শিদাবাদ
স্বয়ংক্রিয় সিগন্যাল
থাকলে হত না সংঘর্ষ
আহত যাত্রীদের উদ্ধারে
ঝাঁপিয়ে পড়েন বাসিন্দারা
মেদিনীপুর
নতুন কমিটিতে
সেই পুরনো মুখ
পৃথক দুর্ঘটনায়
মৃত ২, অবরোধ
কলকাতা
২১.২/১৮.৯
আজকের দিনে
• ১৯৭৪:
নির্দেশক ও অভিনেতা
ফারহান আখতারের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.