পুরুলিয়া-বাঁকুড়া-বীরভূম
পুরুলিয়া-বাঁকুড়া
অযোধ্যা ছেড়ে ট্রেকারদের ভিড় জয়চণ্ডীতে
শুভ্রপ্রকাশ মণ্ডল, রঘুনাথপুর:
অযোধ্যা পাহাড় ‘নিরাপদ’ নয়। এমনটাই মনে করছেন ট্রেকারদের একাংশ। তাই আযোধ্যা পাহাড়ের বদলে ট্রেকারদের ঢল নেমেছে জয়চণ্ডী পাহাড়ে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই রঘুনাথপুরের উপকণ্ঠে এই পাহাড়ে ভিড় জমিয়েছেন রাজ্যের বিভিন্ন এলাকার পর্বতারোহীরা। পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় বরাবরই পর্বতারোহণের জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দের জায়গা। তবে দীর্ঘ সময় ধরে অযোধ্যাই ছিল ট্রেকারদের অন্যতম গন্তব্য।
নাচে-গানে প্রথম দিনই জমে উঠল মুকুটমণিপুর মেলা
নিজস্ব সংবাদদাতা, মুকুটমণিপুর:
মুকুটমণিপুর মেলা শুরু হল। রবিবার থেকে কংসাবতী জলাধার লাগোয়া এলাকায় এই মেলা বসেছে। শোভাযাত্রায় আদিবাসী মহিলা ও পুরুষ এবং রণপা শিল্পীরা ধামসা-মাদলের সঙ্গে নাচতে নাচতে জলাধার থেকে মেলা প্রাঙ্গনে আসেন। ছিল স্থানীয় স্কুল পড়ুয়ারাও। তিন দিন ব্যাপী এই মেলার সূচনা দেখতে স্থানীয়দের সঙ্গে পর্যটকেরাও ভিড় করেছিলেন। কাঁসাই-কুমারী মঞ্চে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের আবাসন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়।
টুকরো খবর
বীরভূম
বাস ধর্মঘট অব্যাহত সিউড়িতে
নিজস্ব সংবাদদাতা, সিউড়ি:
দুর্ঘটনায় এক মহিলার মৃত্যুর পরে দখলদারদের সরানোর ব্যাপারে নড়েচড়ে বসল প্রশাসন। রবিবার সিউড়ি বাসস্ট্যান্ড চত্বর ঘুরে দেখেন মহকুমাশাসক (সিউড়ি সদর) সুজয় আচার্য, ডেপুটি পুলিশ সুপার (শৃঙ্খলা ও প্রশিক্ষণ) প্রশান্তকুমার চৌধুরী, সিউড়ি পুরপ্রধান উজ্জ্বল মুখোপাধ্যায়। এ দিকে দুর্ঘটনার পরে দু’দিন কেটে গেলেও সিউড়িতে বাসচলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।
নিজস্ব সংবাদদাতা, নলহাটি:
অবরোধ তোলা নিয়ে নলহাটিতে ক্রাশার মালিক ও শ্রমিকদের খণ্ডযুদ্ধের পরিপ্রেক্ষিতে পুলিশ দু’পক্ষের বিরুদ্ধেই মামলা রুজু করল। যদিও রবিবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার ফারহাত আব্বাস বলেন, “মালিক পক্ষের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ করা ও শ্রমিকদের বিরুদ্ধে মারপিট করার অভিযোগ রয়েছে। দু’পক্ষের বিরুদ্ধে আমরা মামলা করেছি। অভিযুক্তদের ধরার জন্য পুলিশকর্মীরা তল্লাশি চালিয়েছে। বাড়িতে তাদের পাওয়া যায়নি।”
ক্রাশার মালিক ও
শ্রমিকদের বিরুদ্ধে
মামলা করল পুলিশ
টুকরো খবর
চিত্র সংবাদ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.