১ অনাসক্তি, নির্লিপ্ততা।
৪ উঁচু পদে অধিষ্ঠিত।
৭ তপস্বীদের আবাস।
৯ অনুসন্ধান ও প্রত্যক্ষ
পরিদর্শন সহকারে কৃত।
১০ করতলের আঘাত।
১১ যার নাম পরিচিত নয়।
১৩ অত্যন্ত বিরক্ত।
১৫ ভয়, ত্রাস।
১৬ কৃত্রিম বা জাল।
১৭ জ্ঞানের অভাব।
১৯ হৃদয়সম্বন্ধীয়।
২১ ধরা যায় না এমন।
২২ শ্রীকৃষ্ণ।
২৩ অনেকে বিশ্বাস করেন ললাটের
এটি খণ্ডানো যায় না।
২৪ অমান্য করা।
২৫ ক্রোধযুক্ত।
২৬ টাঙানো, ঝুলানো।
২৭ ডাল ময়দা প্রভৃতির নরম মণ্ডবিশেষ।
২৮ বংশসূচক নাম বা নামান্ত।
৩০ আহ্বান করা হয়েছে।
৩২ অসন্তোষ ঘটায় এমন।
৩৪ সম্পত্তির প্রতি লোভ।
৩৫ সকলের অনুমোদিত।
৩৭ খুব ছোট পাতাওয়ালা শাক।
৩৯ রাজাকে দেয় খাজনা।
৪০ অপসারণ।
৪১ তপস্যা। |
|
১ উৎসাহ, উদ্যোগ।
২ জমির নির্দিষ্ট প্রান্তভাগ।
৩ মুসলমানদের বিবাহবিচ্ছেদের দলিল।
৪ সংকীর্ণতামুক্ত নীতি।
৫ বার্ধক্যহেতু কেশের শুভ্রতা।
৬ অন্যের পদে অধিষ্ঠিত।
৭ বড় ও টানা টানা চোখবিশিষ্ট।
৮ অস্থির বা ব্যাকুল হওয়া।
১১ ম্লান হয়নি বা হয় না।
১২ অনেক অনেক সালাম।
১৪ বিরহজনিত অন্তর্দাহ।
১৭ বলহীন, দুর্বল।
১৮ নির্ঘণ্টের অন্তর্ভুক্তীকরণ।
২০ জালার আকারে মাটির জলপাত্র।
২১ অপসারণ করা যায় না এমন।
২৫ আলংকারিক অর্থে যথেচ্ছ
আচরণ করতে দেওয়া।
২৯ তৃষ্ণার অভাব।
৩১ অতি কৃশ।
৩২ শৌখিন ব্যক্তিদের ব্যবহার্য
মূল্যবান সামগ্রী।
৩৩ মর্ম উপলব্ধি করা।
৩৪ পাখির গান।
৩৬ সূর্যদেব।
৩৭ রবীন্দ্রনাথের শেষ বয়সের কাব্যগ্রন্থ।
৩৮ আলোকরশ্মি। |