‘বেঙ্গল লিডস’
কোন
দিশা দেখাবে,
সংশয় শিল্পমহলে |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শিল্প সম্মেলনের নাম ‘বেঙ্গল লিডস।’ কিন্তু সে নামের তাৎপর্য কোনও ভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না আমন্ত্রিত-তালিকা বা অনুষ্ঠানসূচিতে। বরং শিল্পমহলের মনে ধন্দ, এই মুহূর্তে শিল্পক্ষেত্রে পশ্চিমবঙ্গ এমন কোন ক্ষেত্রে এগিয়ে, যা জাতীয় বা আন্তর্জাতিক স্তরে তুলে ধরে লগ্নি টানার দৌড়ে নামতে পারে এ রাজ্য? রাজ্য সরকারের উদ্যোগে আজ সোমবার মিলনমেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে এই শিল্প সম্মেলন। |
|
বৃদ্ধি নামবে সাতে, স্বীকার করেও আশাবাদী মনমোহন |
সংবাদসংস্থা , জয়পুর: হাজার দুই অনাবাসী ভারতীয়ের উপস্থিতিতেই প্রধানমন্ত্রী মনমোহন সিংহ আজ কবুল করলেন, আর্থিক সঙ্কটের কারণে আরও কমবে বৃদ্ধির হার। গত কালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় জানিয়েছিলেন, চলতি আর্থিক বছরে এই হার ৭.৫ শতাংশ হতে পারে। কিন্তু আজ প্রধানমন্ত্রী জানালেন, গত বছর ৮.৫ শতাংশ হারে বৃদ্ধি ঘটলেও এ বছর তা ৭-এ নেমে আসবে। |
|
|
কর বাঁচাতে সঞ্চয়
সারতে হবে শীঘ্রই |
অমিতাভ গুহ সরকার: ইংরেজি বছর সবে শুরু হলেও তিন ভাগ পেরিয়ে গিয়েছে আর্থিক বছরের। লগ্নিকারী, বিশেষ করে করদাতাদের কাছে আর্থিক বছরের গুরুত্ব কিন্তু অনেক বেশি। মার্চ মাসের মধ্যেই সেরে ফেলতে হবে কর সাশ্রয়ের জন্য সব রকমের লগ্নি। অর্থাৎ হাতে আর খুব বেশি সময় নেই। আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী বিশেষ কিছু প্রকল্পে লগ্নি এবং কয়েক ধরনের খরচ মিলিয়ে বছরে মোট ১ লক্ষ টাকা পর্যন্ত বাদ যায় করযোগ্য আয় থেকে। |
|
|
|
|
খুলল
উষ্ণপ্রস্রবণের গেট |
|
টুকরো খবর |
|
|