প্রিপেড ট্যাক্সি চালু সাগরমেলায়
নিজস্ব সংবাদদাতা • সাগর |
মেলা শুরু হতে বাকি আর মাত্র ২ দিন। মেলাকে কেন্দ্র করে কাজকর্মের হাল খতিয়ে দেখতে রবিবার সাগরে পরিদর্শনে এসেছিলেন গেলেন রাজ্যের চার মন্ত্রী। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পর্যটন মন্ত্রী রচপাল সিং, সহযোগিতা ও আন্তঃরাজ্য জলপথ পরিবহণমন্ত্রী হায়দর আজিজ সফি এবং বিপর্যয় মোকাবিলা ও দমকল মন্ত্রী জাভেদ খান এদিন সাগরে যান। উপস্থিত ছিলেন জেলাশাসক নারায়ণ স্বরূপ নিগম, পুলিশ সুপার লক্ষ্মীনারায়ণ মিনা, স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা প্রমুখ। মেলার পরিকাঠামো বিষয়ে খোঁজ নেওয়া ছাড়াও জনস্বাস্থ্য দফতরের একটি ভবনেরও উদ্বোধন করেন বিভাগীয় মন্ত্রী। এ দিন থেকে গঙ্গাসাগর মেলায় চালু হল প্রিপেড ট্যাক্সি পরিষেবা। এতদিন ধরে যাতায়াতের জন্য এই ধরনের কোনও পরিষেবা ছিল না। সাগরের কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত যাতায়াত করার জন্য এতদিন ভাড়া নিয়ে দর কষাকষি চলত যাত্রীদের। অনেক সময় বেশি ভাড়া দিয়ে যেতে হত তাঁদের। এই সমস্যার সমাধানের জন্য এ দিন থেকে চালু হয়েছে এই পরিষেবা। কচুবেড়িয়া এবং সাগরে ওই পরিষেবার ২ টি বুথের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বঙ্কিম হাজরা। তিনি জানান, সরকারি নির্দেশ অনুযায়ী এ বার থেকে ৪ জন যাত্রী নিয়ে ট্যাক্সি গেলে ৪০০ টাকা ভাড়া লাগবে। বেশি যাত্রী হলে আরও ৫০ টাকা লাগবে। বুথ থেকে টিকিট কেটে যাতায়াত করতে হবে। |
বাড়ির মালিককে শর্ত বেঁধে দিতে
পারে না ভাড়াটিয়া, রায় আদালতের
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
বাড়ির মালিক তাঁর বাড়ি বা সেটির কোন অংশকে কী ভাবে ব্যবহার করবেন, তা স্থির করার অধিকার নেই আদালত বা ভাড়াটিয়ার। বাড়িওয়ালার প্রয়োজনের গুরুত্ব যদি ‘দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া’-র মতো না-ও হয়, তবু বাড়িটি ইচ্ছেমতো ব্যবহারে তাঁর অধিকার কমে না। এমনই রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। জনৈক মহম্মদ আয়ুব সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নিম্ন আদালতের রায় ভাড়াটিয়া মুকেশ চাঁদের পক্ষে যাওয়ায়। আয়ুবের ছেলেরা ওই বাড়িতে ব্যবসা শুরু করতে চেয়েছিলেন। কিন্তু সেখানে মুকেশ আগে থেকেই ব্যবসা করছে, এই যুক্তি দেখিয়ে আয়ুবকে অন্যত্র বাড়ি কিনে ব্যবসা শুরুর নির্দেশ দেয় জেলা আদালত। যা খারিজ হল শীর্ষ আদালতে। |
বিমান ভাড়ায় ছাড় এমিরেটসে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নববর্ষে বিমান ভাড়ায় বিশেষ ছাড় দিচ্ছে এমিরেটস। কলকাতা থেকে দুবাই যাতায়াতের বিমান ভাড়া পড়ছে কর সমেত সাড়ে ১৬ হাজার টাকা। কলকাতা থেকে জুরিখের ভাড়া ২৫ হাজার, প্যারিস সাড়ে ২৬ হাজার এবং লন্ডন প্রায় ৩২ হাজার টাকা। সংস্থা জানিয়েছে, ইকনমি, বিজনেস এবং প্রথম, প্রতিটি শ্রেণির ভাড়াতেই প্রায় ২৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এমিরেটসের মুখপাত্র জানান, ২২ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে এই বিশেষ ভাড়ার সুযোগ পাবেন যাত্রীরা। তবে, তার জন্য টিকিট কাটতে হবে আজ ৯ জানুয়ারির মধ্যে। কলকাতায় সংস্থার সেলস ম্যানেজার গীতিকা শেঠ জানান, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুবাইয়ে শপিং ফেস্টিভাল হচ্ছে। তার মধ্যে এই বিশেষ ভাড়ার সুযোগ নিয়ে দুবাই যেতে পারলে আরও সুবিধা পাবেন যাত্রীরা। |
দেউলিয়া ঘোষণা করতে পারে কোডাক
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
নগদ হাতে পেতে নিজেদের ডিজিটাল পেটেন্ট বিক্রি করতে না-পারলে নিজেকে দেউলিয়া ঘোষণা করবে কোডাক। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেউলিয়া আইনের বিশেষ ১১ ধারায় ওই ঘোষণার জন্য তৈরি হচ্ছে ফোটোগ্রাফিক ফিল্ম তৈরির এই ঐতিহ্যবাহী সংস্থা। ওই ধারা অনুযায়ী, দেউলিয়া হলেও ঋণদাতারা সংস্থার সম্পদে হাত দিতে পারবে না। |