টুকরো খবর |
ট্রাক চালককে মার, অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
দাবি মতো চাঁদা দিতে রাজি না হওয়ায় ট্রাক চালককে মারধর করার অভিযোগে পথ অবরোধ হয়েছে রামপুরহাটের ঝনঝনিয়া-মনসুবামোড় বাইপাসে। রবিবার বেলা ১১টা নাগাদ অবরোধের খবর পেয়ে পুলিশ এসে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় ১ ঘণ্টা বাদে অবরোধ উঠে যায়। পুলিশ জানায়, জখম ট্রাক চালক হুগলির ভদ্রেশ্বর এলাকার বাসিন্দা রুস্তম শেখকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তিনি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। অধিকাংশ ট্রাকচালক এ দিন রামপুরহাট-দুমকা রোডে অবস্থিত রামপুরহাট থানার বড়পাহাড়ি, বারোমেশিয়া, দিঘলপাহাড়ি ও খাড়খণ্ডের শিকারিপাড়া থানার সারাসডাঙা, পিনারগড়িয়া এলাকার পাথরশিল্পাঞ্চলে পাথর বোঝাই করতে এসেছিলেন। রুস্তম শেখ ও অন্য এক ট্রাক চালক মহম্মদ গফফর হোসেনের অভিযোগ, “এ দিন সকালে শিকারিপাড়া থানার সারাসডাঙা থেকে পাথরবোঝাই করে ফেরার পথে বাইপাসে ১০-১২ জনের একটি দল লাঠি উঁচিয়ে ট্রাক থামায়। তারা ৫০ টাকার একটা স্লিপ ধরিয়ে দেয়। তাদের বলা হয়, পাথরবোঝাই করতে যাওয়ার সময়ে চাঁদা দেওয়া হয়েছে।” রুস্তম শেখের দাবি, “আচমকা এক জন লাঠি দিয়ে আণার মাথায় আঘাত করে। তখন পিছনে থাকা অন্য ট্রাকের চালক ও কর্মীরা চাঁদা আদায়কারীদের দিকে তেড়ে যান।” ট্রাক চালকদের অভিযোগ, “পাথর শিল্পাঞ্চলে ঢুকতে জায়গায় জায়গায় নানা অজুহাতে অন্যায় ভাবে চাঁদা আদায় করা হয়। এ ছাড়া, সরকার টোল আদায় করে।” পুলিশ জানায়, ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
|
বিবেকানন্দের জন্মদিন পালন |
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
|
স্বামী বিবেকান্দের জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে সাঁইথিয়া রামকৃষ্ণ আশ্রমে চলছে খাওয়া-দাওয়া। ছবি: অনির্বাণ সেন। |
স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মদিন উপলক্ষে রবিবার সাঁইথিয়া রামকৃষ্ণ আশ্রমে নানা অনুষ্ঠান হয়েছে রবিবার। সাঁইথিয়া রামকৃষ্ণ আশ্রম আগামী বৃহস্পতিবারের আগেই পালন করল স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষ জন্মদিনটি। আশ্রমের সম্পাদক স্বামী ধ্রুবানন্দ’র পরিচালনায় সকাল ৯টা ৪০ মিনিটে পুষ্পাঞ্জলির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর পর মঙ্গলাচরণ, অতিথিবরণ এবং আশ্রম সভাপতি ভবানীমোহন মুখোপাধ্যায়ের প্রারম্ভিক ভাষণ শেষে সাধন শিবিরের তাৎপর্য ব্যাখ্যা করেন স্বামী কমলেশানন্দ। রামকৃষ্ণ কথামৃত পাঠ করেন স্বামী সত্যপ্রকাশানন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে মাতৃভজন, সারদা মায়ের পুঁথি পাঠ, মনঃসংযোগ, বেদান্তের আলোয় সারদা মায়ের উপর আলোকপাত, স্বামী ধ্রুবানন্দের কণ্ঠে স্বামী বিবেকানন্দের ভজন ও সমবেত কণ্ঠে গীতা পাঠ করা হয়। স্বামী কমলেশানন্দ ও স্বামী সত্যপ্রকাশানন্দ-সহ বহু গুণীজন ভক্তদের প্রশ্নত্তোর পর্বে যোগদান করেন। সমবেত কণ্ঠে কীর্তন ও জয়ধ্বনি শেষে দুস্থ বালক-বালিকাদের নারায়ণ জ্ঞানে পূজা ও সেবা (প্রসাদ খাওয়ানো) করা হয়। স্বামী ধ্রুবানন্দ জানান, বহু ভক্তকে এ দিন পাত পেড়ে খাওয়ানো হয়। এ দিনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বামী কমলেশানন্দ। উল্লেখ্য সাঁইথিয়ার এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন স্বামী কৃষ্ণানন্দ।
|
তিন জনের দেহ শনাক্ত |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট-দুমকা রোডে, রামপুরহাটের বারোমেশিয়া মোড়ে শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় মৃত ৬ জনের মধ্যে ৫ জনের পরিচয় জানা গিয়েছে। পুলিশ জানায়, রামপুরহাটের সুরুচিয়া গ্রামের জিত বাহাদুর থাপা (৩২), মহম্মদবাজার থানা এলাকার শেখ নজরুল (২৬), ময়ূরেশ্বরের বীরচন্দ্রপুরের ছোটন হাঁসদা (২৩), রামপুরহাট থানার গামারপাহাড়ির পল্টু হেমব্রম (২৬) এবং ঝাড়খণ্ডের শিকারিপাড়ার বেলবুনি গ্রামের মহিলা পাকু মারাণ্ডি (২৫)। এঁদের মধ্যে জিত বাহাদুর ও শেখ নজরুলের পরিচয় শুক্রবার সন্ধ্যায় জানা গিয়েছিল। শনিবার বাকি তিনজনের পরিবারের লোকজন দেহ শনাক্ত করেন। প্রসঙ্গত, শুক্রবার দুপুরে স্টপে যাত্রী তোলার জন্য মিনিট খানেক দাঁড়িয়েছিল একটি ট্রেকার। আচমকা পিছন থেকে একটি ট্রাক ধাক্কা মারে। এর ফলে ট্রেকারের কিছু যাত্রী রাস্তায় ছিটকে পড়েলে ট্রাকের চাকা কয়েক জনের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ক মহিলা-সহ চার জনের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনার পরে ওই রাস্তায় ‘হাম্প’ বসানোর দাবিতে স্থানীয় মানুষ ঘণ্টা দুয়েক অবরোধ করেছিলেন। পুলিশ গিয়ে জনতাকে বুঝিয়ে অবরোধ তুলে দেয়।
|
পথ অবরোধ ময়ূরেশ্বরে |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
মেলার অনুমতি দেওয়ার দাবিতে রবিবার সকালে ময়ূরেশ্বরের রাধানগর গ্রামের বাসিন্দারা বরুটিয়া বাসস্ট্যান্ডে সিউড়ি-বহরমপুর রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ২০০১ সাল থেকে তাঁরা চার দিনের মেলা বসাচ্ছেন প্রশাসনের অনুমতি নিয়ে। কিন্তু এ বার প্রশাসন সেই অনুমতি দেয়নি। অথচ একই দিনে তাঁদের গ্রামে লাগোয়া ছোটতুড়ি গ্রামের বাসিন্দারা প্রশাসনের অনুমতিতে মেলা বসিয়েছেন। পুলিশের দৃষ্টি আকর্ষণ করেও লাভ হয়নি। তাই বাধ্য হয়ে এ দিন তাঁরা সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত অবরোধ করেন। তবে ছোটতুড়ি গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা মেলা পরিচালনা করছেন। রাধানগরের বাসিন্দারা ভিত্তিহীন অভিযোগ করছেন। পুলিশ জানায়, দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
|
খুনের দায়ে যাবজ্জীবন |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
পাঁচ বছরের এক শিশুকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা হল এক ব্যক্তির। সাজা প্রাপ্তের নাম বুদ্ধি দাস। বাড়ি বোলপুরের বেরুগ্রামে। ২০০০ সালের ১৭ মার্চ নানুর থানা এলাকার তিলুটিয়া গ্রামের রাবণ টুডুকে খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শনিবার বোলপুরের ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক তথা অতিরিক্ত জেলা জজ সোমেশপ্রসাদ সিংহ তাকে যাবজ্জীবন সাজা দেন। সরকারি আইনজীবী শ্যামসুন্দর কোঁয়ার জানান, ১৭ মার্চ বেলা ১১টা নাগাদ রাবণরা তিন ভাই মিলে তিলুটিয়া গ্রামে ঈদের পায়েস আনতে গিয়েছিল। সেই সময় সর্ষে ক্ষেতে লুকিয়ে থাকা বুদ্ধি দাস পূর্ব আক্রোশ বশত রাবণকে ছুরি দিয়ে খুন করে।
|
বামফ্রন্টের বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
|
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
তদন্ত না করে দলীয় কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো, বেআইনি মদের ঠেক, চুরি, ছিনতাই, রাহাজানি বন্ধ করা-সহ ৫ দফা দাবিতে রবিবার বোলপুর থানায় বিক্ষোভ দেখাল বামফ্রন্ট। পরে থানায় স্মারকলিপিও দেন তাঁরা। বিক্ষাভকারীদের পক্ষে সিপিএমের বোলপুর জোনাল কমিটির সম্পাদক উৎপল রুদ্রের দাবি, “রাজনৈতিক প্রভাবে পুলিশ অভিযোগ পেলেই কোনরকম তদন্ত না করে বামফ্রন্টের কর্মী-সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিচ্ছে।” পুলিশ ওই অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের বাকি দাবি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
|
জেলা সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
তৃণমূলের ১৪তম ময়ূরেশ্বর ১ ব্লক জেলা সম্মেলন রবিবার হয়েছে কামরাঘাটে। উপস্থিত ছিলেন জেলাসভাপতি অনুব্রত মণ্ডল, জেলা যুব সভাপতি অভয় ভট্টাচার্য, বিধায়ক মনিরুল ইসলাম প্রমুখ। |
|